দেরাদুন, 8 ফেব্রুয়ারি : আট বছর আগের আতঙ্ক আবার ফিরেছে দেবভূমিতে । চামোলি থেকে এখন শুধু ভেসে আসছে কান্নার রোল । গতকাল সারা রাত চলেছে উদ্ধারকাজ । এখনও চলছে । বাড়ছে মৃতের সংখ্যা । নন্দাদেবী হিমবাহ ধসের ফলে যে হড়পা বানের সৃষ্টি হয়েছিল, তাতে এখনও পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে । দু'শো জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ । যাঁদের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এরই মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে সেনা জওয়ানদেরও নামানো হয়েছে উদ্ধারকাজে । তৈরি রাখা হয়েছে নৌসেনার মার্কোস কমান্ডোদেরও । গতকাল সারা রাত ধরে চলেছে উদ্ধারকাজ । একটি সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া 30 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল ।
চামোলির তপোবন এলাকার ওই সুড়ঙ্গটি 12 ফুট উঁচু এবং 15 ফুট চওড়া । সুড়ঙ্গের ভিতরে কর্মীরা কাজ করছিলেন, আর ঠিক সেই সময়েই ধস পড়ে, নরম কাদা মাটি পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায় । প্রায় দেড় কিলোমিটার লম্বা ওই সুড়ঙ্গটিতে ঢোকা এবং বেরোনোর জন্য ওই একটিমাত্রই পথ ছিল । আটকে পড়া শ্রমিকরা সুড়ঙ্গের ঠিক কোন জায়গায় আছেন, বা তাঁরা সকলে একসঙ্গে রয়েছেন কিনা সেসব কিছুই জানা ছিল না উদ্ধারকারী দলের । ফলে ওই সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনার কাজটি মোটেই সহজ ছিল না ।
আরও পড়ুন : ধসে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কেন্দ্র-উত্তরাখণ্ড সরকারের, চলছে উদ্ধারকাজ
আইটিবিপির জওয়ানরা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এবং উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল সারা রাত ধরে সুড়ঙ্গ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ।
সুড়ঙ্গ থেকে উদ্ধারকাজের বেশ কিছু ছবি সামনে এসেছে । যাতে দেখা যাচ্ছে উদ্ধারকারী দল হাতে কাঠের তক্তা নিয়ে সুড়ঙ্গের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছেন । নরম কাদামাটি আর ধসের মধ্যে আটকে পড়া শ্রমিকদের ওই কাঠের তক্তার সাহায্যে বের করে আনা হয়েছে । সুড়ঙ্গের ভিতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার সঙ্গে সঙ্গে তাঁদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয় ।
গতকাল রাতে আইটিবিপির জওয়ানরা অন্য একটি সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া 12 জনকে উদ্ধার করেছেন ।
আরও পড়ুন : উত্তরাখণ্ডে ধসে মৃত বেড়ে 14, এখনও নিখোঁজ 170
দুর্গত এলাকায় যাঁরা আটকে পড়েছেন সাহায্যের জন্য তাঁরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের ফোন করতে বলেছেন এই নম্বরে, 1070 অথবা 9557444486।
যাঁদের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে বেশিরভাগই এনটিপিসি জলবিদ্যুৎ কেন্দ্র এবং ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মী । আশঙ্কা করা হচ্ছে, যাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন ।