ETV Bharat / bharat

Uttarakhand Disaster : উদ্ধার 7 জনের দেহ, 17 হাজার ফিট উঁচুতে উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা - 7 জন ট্রেকারের মৃত্যু

শুক্রবার উত্তরকাশির উদ্ধারকারী দল আরও দুজনের দেহ খুঁজে পেয়েছে ৷ এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 7 ৷ জানিয়েছেন উত্তরকাশি জেলার বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসার দেবেন্দ্র পটওয়াল ৷

Uttarakhand
Uttarakhand
author img

By

Published : Oct 23, 2021, 7:23 AM IST

Updated : Oct 23, 2021, 7:40 AM IST

উত্তরকাশি, 23 অক্টোবর : 17 জন মিলে উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন ৷ মাঝপথে প্রবল তুষারপাতের কবলে পড়েন তাঁরা ৷ আর তাতেই পথ হারিয়ে ফেলেন 11 জন ৷ নিখোঁজ 11 জনের মধ্যে শুক্রবার আরও দুজনের দেহ উদ্ধার হয়েছে ৷ এই নিয়ে মোট সাতজনের দেহ উদ্ধার হল ৷ দুজন বেঁচে ফিরেছেন ৷ তার মধ্যে একজন এরাজ্যের বাসিন্দা মিঠুন দারি ৷ নিখোঁজ বাকি দুজনের খোঁজে চলছে জোরদার তল্লাশি ৷ হারিয়ে হওয়া ওই ট্রেকিং দলে সাতজনই পশ্চিমবঙ্গের ৷ আশঙ্কা করা হচ্ছে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে ৷

উত্তরকাশির হর্ষিল হয়ে হিমাচল প্রদেশের চিতকুলে ট্রেকিংয়ে যাচ্ছিল 17 জনের ওই দলটি ৷ আটজন পর্যটক ছাড়া দলে ছিলেন রাঁধুনি, কুলি ও গাইড ৷ 11 অক্টোবর যাত্রা শুরু হয় ৷ এরপর দলটি লামখাগা পাস হয়ে চিতকুলে পৌঁছায় ৷ কিন্তু গত 18 অক্টোবর প্রবল তুষারপাত এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় 11 জন পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ ওই পর্যটকদের নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতীয় সেনা (Indian Army) ও এসডিআরএফ-এর (SDRF) তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছিল ৷ বৃহস্পতিবার তাঁদের মধ্যে 5 জনের মৃতদেহ চিহ্নিত করে উদ্ধারকারীরা ৷ জীবিত অবস্থায় উদ্ধার করা হয় বাঙালি পর্যটক মিঠু দারিকে ৷ শুক্রবার নিখোঁজ আরও দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি আটকে থাকা আরও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ জানিয়েছেন উত্তরকাশি জেলার বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসার দেবেন্দ্র পটওয়াল ৷ আহতদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : Uttarakhand Avalanche : তুষার ঝড় আটকে পড়া এক বাঙালি পর্যটককে উদ্ধার, বাকিদের সন্ধান চলছে

দেহগুলি উদ্ধার হয়েছে লামখাগা পাসের কাছে ৷ উত্তরাখণ্ডের হর্ষিল হয়ে হিমাচল প্রদেশের কিন্নুর জেলার সংযোগস্থাপনকারী এই অঞ্চলটি অত্যন্ত দুর্গম ৷ সেখানেই দুর্ঘটনাটি ঘটে ৷ 17 হাজার ফিট উঁচু ওই লামখাগা পাসে উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা ৷ নিখোঁজ আটজন পর্যটকের মধ্যে একজন দিল্লির বাসিন্দা ৷ বাকি সবাই পশ্চিমবঙ্গের ৷ তালিকায় রয়েছেন তিনজন রাঁধুনি ৷

উত্তরকাশি, 23 অক্টোবর : 17 জন মিলে উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন ৷ মাঝপথে প্রবল তুষারপাতের কবলে পড়েন তাঁরা ৷ আর তাতেই পথ হারিয়ে ফেলেন 11 জন ৷ নিখোঁজ 11 জনের মধ্যে শুক্রবার আরও দুজনের দেহ উদ্ধার হয়েছে ৷ এই নিয়ে মোট সাতজনের দেহ উদ্ধার হল ৷ দুজন বেঁচে ফিরেছেন ৷ তার মধ্যে একজন এরাজ্যের বাসিন্দা মিঠুন দারি ৷ নিখোঁজ বাকি দুজনের খোঁজে চলছে জোরদার তল্লাশি ৷ হারিয়ে হওয়া ওই ট্রেকিং দলে সাতজনই পশ্চিমবঙ্গের ৷ আশঙ্কা করা হচ্ছে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে ৷

উত্তরকাশির হর্ষিল হয়ে হিমাচল প্রদেশের চিতকুলে ট্রেকিংয়ে যাচ্ছিল 17 জনের ওই দলটি ৷ আটজন পর্যটক ছাড়া দলে ছিলেন রাঁধুনি, কুলি ও গাইড ৷ 11 অক্টোবর যাত্রা শুরু হয় ৷ এরপর দলটি লামখাগা পাস হয়ে চিতকুলে পৌঁছায় ৷ কিন্তু গত 18 অক্টোবর প্রবল তুষারপাত এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় 11 জন পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ ওই পর্যটকদের নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতীয় সেনা (Indian Army) ও এসডিআরএফ-এর (SDRF) তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছিল ৷ বৃহস্পতিবার তাঁদের মধ্যে 5 জনের মৃতদেহ চিহ্নিত করে উদ্ধারকারীরা ৷ জীবিত অবস্থায় উদ্ধার করা হয় বাঙালি পর্যটক মিঠু দারিকে ৷ শুক্রবার নিখোঁজ আরও দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি আটকে থাকা আরও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ জানিয়েছেন উত্তরকাশি জেলার বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসার দেবেন্দ্র পটওয়াল ৷ আহতদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : Uttarakhand Avalanche : তুষার ঝড় আটকে পড়া এক বাঙালি পর্যটককে উদ্ধার, বাকিদের সন্ধান চলছে

দেহগুলি উদ্ধার হয়েছে লামখাগা পাসের কাছে ৷ উত্তরাখণ্ডের হর্ষিল হয়ে হিমাচল প্রদেশের কিন্নুর জেলার সংযোগস্থাপনকারী এই অঞ্চলটি অত্যন্ত দুর্গম ৷ সেখানেই দুর্ঘটনাটি ঘটে ৷ 17 হাজার ফিট উঁচু ওই লামখাগা পাসে উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা ৷ নিখোঁজ আটজন পর্যটকের মধ্যে একজন দিল্লির বাসিন্দা ৷ বাকি সবাই পশ্চিমবঙ্গের ৷ তালিকায় রয়েছেন তিনজন রাঁধুনি ৷

Last Updated : Oct 23, 2021, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.