ETV Bharat / bharat

17 মে পর্যন্ত বাড়ানো হল উত্তরপ্রদেশের আংশিক করোনা কার্ফু - 17 মে

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নভনীত সেহগাল একথা জানিয়েছেন ৷

uttar pradesh government-extends-partial-corona-curfew-till-may-17
17 মে পর্যন্ত বাড়ানো হল উত্তর প্রদেশের আংশিক করোনা কার্ফুর সময়সীমা
author img

By

Published : May 9, 2021, 4:43 PM IST

লখনউ, 9 মে : বাড়ানো হল উত্তরপ্রদেশে আংশিক করোনা কার্ফুর সময়সীমা ৷ আংশিক করোনা কার্ফু এক সপ্তাহ বাড়িয়ে 17 মে সকাল 7টা পর্যন্ত করা হয়েছে ৷ উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য়সচিব নভনীত সেহগাল করোনা কার্ফুর সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন ৷ এর আগে 10 মে সকাল 7টা পর্যন্ত আংশিক করোনা কার্ফু ঘোষণা করা হয়েছিল ৷ সেবারও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল যোগী সরকারের তরফে ৷

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ এ নিয়ে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নভনীত সেহগাল জানিয়েছেন, উত্তরপ্রদেশে লাগু থাকা আংশিক করোনা কার্ফু 17 মে পর্যন্ত বাড়ানো হচ্ছে ৷

আরও পড়ুন : দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই বৈঠকে আংশিক করোনা কার্ফুর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নভনীত সেহগাল ৷ করোনা সংক্রমণের চেনকে ভাঙতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি ৷ এই কার্ফুর সময় আগের মতোই সব জরুরি পরিষেবা চালু থাকবে ৷ সেই সঙ্গে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও চলবে ৷

লখনউ, 9 মে : বাড়ানো হল উত্তরপ্রদেশে আংশিক করোনা কার্ফুর সময়সীমা ৷ আংশিক করোনা কার্ফু এক সপ্তাহ বাড়িয়ে 17 মে সকাল 7টা পর্যন্ত করা হয়েছে ৷ উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য়সচিব নভনীত সেহগাল করোনা কার্ফুর সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন ৷ এর আগে 10 মে সকাল 7টা পর্যন্ত আংশিক করোনা কার্ফু ঘোষণা করা হয়েছিল ৷ সেবারও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল যোগী সরকারের তরফে ৷

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ এ নিয়ে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নভনীত সেহগাল জানিয়েছেন, উত্তরপ্রদেশে লাগু থাকা আংশিক করোনা কার্ফু 17 মে পর্যন্ত বাড়ানো হচ্ছে ৷

আরও পড়ুন : দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই বৈঠকে আংশিক করোনা কার্ফুর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নভনীত সেহগাল ৷ করোনা সংক্রমণের চেনকে ভাঙতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি ৷ এই কার্ফুর সময় আগের মতোই সব জরুরি পরিষেবা চালু থাকবে ৷ সেই সঙ্গে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.