ETV Bharat / bharat

17 মে পর্যন্ত বাড়ানো হল উত্তরপ্রদেশের আংশিক করোনা কার্ফু

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নভনীত সেহগাল একথা জানিয়েছেন ৷

uttar pradesh government-extends-partial-corona-curfew-till-may-17
17 মে পর্যন্ত বাড়ানো হল উত্তর প্রদেশের আংশিক করোনা কার্ফুর সময়সীমা
author img

By

Published : May 9, 2021, 4:43 PM IST

লখনউ, 9 মে : বাড়ানো হল উত্তরপ্রদেশে আংশিক করোনা কার্ফুর সময়সীমা ৷ আংশিক করোনা কার্ফু এক সপ্তাহ বাড়িয়ে 17 মে সকাল 7টা পর্যন্ত করা হয়েছে ৷ উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য়সচিব নভনীত সেহগাল করোনা কার্ফুর সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন ৷ এর আগে 10 মে সকাল 7টা পর্যন্ত আংশিক করোনা কার্ফু ঘোষণা করা হয়েছিল ৷ সেবারও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল যোগী সরকারের তরফে ৷

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ এ নিয়ে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নভনীত সেহগাল জানিয়েছেন, উত্তরপ্রদেশে লাগু থাকা আংশিক করোনা কার্ফু 17 মে পর্যন্ত বাড়ানো হচ্ছে ৷

আরও পড়ুন : দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই বৈঠকে আংশিক করোনা কার্ফুর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নভনীত সেহগাল ৷ করোনা সংক্রমণের চেনকে ভাঙতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি ৷ এই কার্ফুর সময় আগের মতোই সব জরুরি পরিষেবা চালু থাকবে ৷ সেই সঙ্গে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও চলবে ৷

লখনউ, 9 মে : বাড়ানো হল উত্তরপ্রদেশে আংশিক করোনা কার্ফুর সময়সীমা ৷ আংশিক করোনা কার্ফু এক সপ্তাহ বাড়িয়ে 17 মে সকাল 7টা পর্যন্ত করা হয়েছে ৷ উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য়সচিব নভনীত সেহগাল করোনা কার্ফুর সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন ৷ এর আগে 10 মে সকাল 7টা পর্যন্ত আংশিক করোনা কার্ফু ঘোষণা করা হয়েছিল ৷ সেবারও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল যোগী সরকারের তরফে ৷

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ এ নিয়ে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নভনীত সেহগাল জানিয়েছেন, উত্তরপ্রদেশে লাগু থাকা আংশিক করোনা কার্ফু 17 মে পর্যন্ত বাড়ানো হচ্ছে ৷

আরও পড়ুন : দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই বৈঠকে আংশিক করোনা কার্ফুর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নভনীত সেহগাল ৷ করোনা সংক্রমণের চেনকে ভাঙতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি ৷ এই কার্ফুর সময় আগের মতোই সব জরুরি পরিষেবা চালু থাকবে ৷ সেই সঙ্গে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.