ETV Bharat / bharat

UP Election 2022 : নজরে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে আজ প্রথম দফায় 58টি বিধানসভা কেন্দ্রে ভোট - উত্তর প্রদেশ ভোট 2022

দেশবাসীর চোখ উত্তর প্রদেশে ৷ মোট 7 দফায় ভোট হবে এখানে ৷ আজ 10 ফেব্রুয়ারি যোগী রাজ্যের পশ্চিমে নির্বাচন (UP Election 2022) ৷

UP Election 2022 First Phase
উত্তর প্রদেশে প্রথম দফায় ভোট
author img

By

Published : Feb 10, 2022, 8:43 AM IST

Updated : Feb 10, 2022, 8:50 AM IST

লখনৌ, 9 ফেব্রুয়ারি : বহু প্রতীক্ষিত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সূচনা হল আজ ৷ প্রথম দফায় বৃহস্পতিবার সকাল 7টা থেকে 11টি জেলার 58টি বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হয়েছে ৷ চলবে সন্ধে 6 টা পর্যন্ত (Uttar Pradesh Assembly Election begins on 58 assembly seats) ৷ আজ উত্তরপ্রদেশের পশ্চিমে 'জাঠ' অধ্যুষিত (Jat-dominant belt) মথুরা, মুজফফরপুর, মীরাট, গাজিয়াবাদ, বুলন্দশহর, হাপুর, শামলি, ভগপত, আলিগড়, আগরা এবং গৌতম বুদ্ধ নগরে নির্বাচন ৷ 623 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 2 কোটি 27 লক্ষ মানুষ ৷ ভোটের প্রথম দিনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নয়ডা (Noida), কাইরানা (Kairana) আর মীরাট (Meerut) ৷

নয়ডায় বিজেপি প্রার্থী পঙ্কজ সিং (Pankaj Singh) ৷ তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেসের পাংখুরি পাঠক (Pankhuri Pathak) ৷ যাঁর জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন স্বয়ং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ এছাড়া এই কেন্দ্রে রয়েছেন বহুজন সমাজ পার্টি বা বিএসপি-র কৃপারাম শর্মা এবং সমাজবাদী পার্টি বা এসপি-র সুনীল চৌধুরী ৷

আরও পড়ুন : PM Modi on Assembly Elections : পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি

অন্যতম উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র মীরাট ৷ একটি ভাইরাল ভিডিয়োতে এই কেন্দ্রকে 'হিন্দুগর্দি' (Hindugardi) হিসেবে আখ্যা দেন এসপি নেতা রফিক আনসারি (Rafiq Ansari) ৷ এখানে তাঁর বিরুদ্ধে বিজেপি কমল দত্ত শর্মাকে (Kamal Dutt Sharma) দাঁড় করিয়েছেন ৷ কংগ্রেসের রঞ্জন শর্মা (Ranjan Sharma) এবং বিএসপি-র মোহম্মদ দিলশাদও (Mohd Dilshad) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

কাইরানা বিধানসভা কেন্দ্রে (Kairana assembly seat) তুলকালাম প্রচার করেছে বিজেপি ৷ এখানে এসপি প্রার্থী নাহিদ হাসানের (Nahid Hassan) মুখোমুখি বিজেপির মৃগাঙ্ক সিংহ (Mriganka Singh) ৷ আগরা গ্রামীন (এসসি) আসনে (Agra Rural, SC seat) এসপি নেতা মহেশ কুমার জাটভের সঙ্গে লড়াই বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্যর (Baby Rani Maurya) ৷ এখানে কংগ্রেস প্রার্থী উপেন্দ্র সিং (Upendra Singh) এবং বিএসপি-র কিরণ প্রভা কেশরী (Kiran Prabha Kesari) ৷

প্রথম দফায় আইন এবং শৃঙ্খলা ঠিকঠাক রাখতে 412 কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর (Central Paramilitary Forces) প্রায় 50 হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে ৷ ইতিমধ্যে রাজ্যে সীমানা বন্ধ করে দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ ৷ চলছে কড়া নজরদারি ৷ 403 টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে মোট সাত দফায় ৷ এরপর 14, 20, 23, 27 ফেব্রুয়ারি এবং 3 ও 7 মার্চ নির্বাচন হবে উত্তর প্রদেশে ৷ ভোটগণনা 10 মার্চ (Vote Counting 10 March) ৷

আরও পড়ুন : Mamata's LS Poll Plan : 24-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেই কি মমতার উত্তরপ্রদেশ সফর

লখনৌ, 9 ফেব্রুয়ারি : বহু প্রতীক্ষিত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সূচনা হল আজ ৷ প্রথম দফায় বৃহস্পতিবার সকাল 7টা থেকে 11টি জেলার 58টি বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হয়েছে ৷ চলবে সন্ধে 6 টা পর্যন্ত (Uttar Pradesh Assembly Election begins on 58 assembly seats) ৷ আজ উত্তরপ্রদেশের পশ্চিমে 'জাঠ' অধ্যুষিত (Jat-dominant belt) মথুরা, মুজফফরপুর, মীরাট, গাজিয়াবাদ, বুলন্দশহর, হাপুর, শামলি, ভগপত, আলিগড়, আগরা এবং গৌতম বুদ্ধ নগরে নির্বাচন ৷ 623 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 2 কোটি 27 লক্ষ মানুষ ৷ ভোটের প্রথম দিনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নয়ডা (Noida), কাইরানা (Kairana) আর মীরাট (Meerut) ৷

নয়ডায় বিজেপি প্রার্থী পঙ্কজ সিং (Pankaj Singh) ৷ তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেসের পাংখুরি পাঠক (Pankhuri Pathak) ৷ যাঁর জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন স্বয়ং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ এছাড়া এই কেন্দ্রে রয়েছেন বহুজন সমাজ পার্টি বা বিএসপি-র কৃপারাম শর্মা এবং সমাজবাদী পার্টি বা এসপি-র সুনীল চৌধুরী ৷

আরও পড়ুন : PM Modi on Assembly Elections : পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি

অন্যতম উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র মীরাট ৷ একটি ভাইরাল ভিডিয়োতে এই কেন্দ্রকে 'হিন্দুগর্দি' (Hindugardi) হিসেবে আখ্যা দেন এসপি নেতা রফিক আনসারি (Rafiq Ansari) ৷ এখানে তাঁর বিরুদ্ধে বিজেপি কমল দত্ত শর্মাকে (Kamal Dutt Sharma) দাঁড় করিয়েছেন ৷ কংগ্রেসের রঞ্জন শর্মা (Ranjan Sharma) এবং বিএসপি-র মোহম্মদ দিলশাদও (Mohd Dilshad) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

কাইরানা বিধানসভা কেন্দ্রে (Kairana assembly seat) তুলকালাম প্রচার করেছে বিজেপি ৷ এখানে এসপি প্রার্থী নাহিদ হাসানের (Nahid Hassan) মুখোমুখি বিজেপির মৃগাঙ্ক সিংহ (Mriganka Singh) ৷ আগরা গ্রামীন (এসসি) আসনে (Agra Rural, SC seat) এসপি নেতা মহেশ কুমার জাটভের সঙ্গে লড়াই বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্যর (Baby Rani Maurya) ৷ এখানে কংগ্রেস প্রার্থী উপেন্দ্র সিং (Upendra Singh) এবং বিএসপি-র কিরণ প্রভা কেশরী (Kiran Prabha Kesari) ৷

প্রথম দফায় আইন এবং শৃঙ্খলা ঠিকঠাক রাখতে 412 কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর (Central Paramilitary Forces) প্রায় 50 হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে ৷ ইতিমধ্যে রাজ্যে সীমানা বন্ধ করে দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ ৷ চলছে কড়া নজরদারি ৷ 403 টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে মোট সাত দফায় ৷ এরপর 14, 20, 23, 27 ফেব্রুয়ারি এবং 3 ও 7 মার্চ নির্বাচন হবে উত্তর প্রদেশে ৷ ভোটগণনা 10 মার্চ (Vote Counting 10 March) ৷

আরও পড়ুন : Mamata's LS Poll Plan : 24-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেই কি মমতার উত্তরপ্রদেশ সফর

Last Updated : Feb 10, 2022, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.