ETV Bharat / bharat

World expresses condolence : সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ আমেরিকা-সহ একাধিক দেশের - US, Russia, other nations express condolences on death of CDS general Bipin Rawat in chopper crash

শুধুমাত্র ভারত নয়, বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দুনিয়ায় (World expresses condolence to Bipin Rawat) ৷

CDS Bipin Rawat
সিডিএস বিপিন রাওয়াত
author img

By

Published : Dec 9, 2021, 7:10 AM IST

Updated : Dec 9, 2021, 11:12 AM IST

নয়া দিল্লি, 9 ডিসেম্বর : দেশের তিন বাহিনীর প্রথম সিডিএস বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) মৃত্যুতে শোকাহত গোটা দুনিয়া ৷ প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তানের পাশাপাশি আমেরিকা-সহ বিশ্বের একাধিক দেশ সমবেদনা জানিয়ে টুইট করেছে (World expresses condolence on death of CDS Bipin Rawat) ৷

আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান (US Chairman of the Joint Chiefs of Staff Gen Mark Milley) জেনারেল মার্ক মিলি (Gen Mark Milley) টুইটে লিখেছেন, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অন্যদের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ৷ ভারতীয় সেনাবাহিনীতে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব থেকে যাবে ৷ আমেরিকা আর ভারতের সেনাবাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ককে আরও জোরদার করেছিলেন ৷"

আরও পড়ুন : General Bipin Rawat Dies in Helicopter Crash : কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

পেন্টাগন প্রেস সচিব জন কিরবি (Pentagon Press Secy John Kirby) বলেন, "হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে তাঁর পরিবার, অন্য মৃতদের পরিবার, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের মানুষের জন্য আমাদের সমবেদনা রইল ৷"

  • #WATCH | Our deepest condolences to the Rawat family, the Indian military, and the people of India after the tragic death of Chief of Defense Staff General Bipin Rawat in a helicopter crash... and the families of the other victims of the crash: Pentagon Press Secy John Kirby pic.twitter.com/GdIMchQAfh

    — ANI (@ANI) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমেরিকার দূতাবাস (US Embassy) একটি বিবৃতিতে জানিয়েছে, "দু'টি সমমনস্ক দেশের মধ্যে সামরিক উন্নয়ন এবং সুযোগ সুবিধের ক্ষেত্রগুলিতে নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ককে জোরদার করতে সেপ্টেম্বর মাসে তিনি 5 দিনের সফরে আমেরিকায় এসেছিলেন ৷ আমরা ভারতের মানুষ এবং ভারতীয় সেনাবাহিনীর পাশে রয়েছি ৷ গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি আমরা ৷" টুইট করে দুঃখ প্রকাশ করেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট (United States Secretary of State) অ্যান্টনি ব্লিনকেনও (Antony Blinken) ৷

শোক প্রকাশ করেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ৷ শেখ হাসিনার (Sheikh Hasina) বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) একটি টুইটে জানিয়েছে, "মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যুর খবরে আমরা খবরে গভীরভাবে শোকাহত ৷ বাংলাদেশ একজন মহান বন্ধুকে হারাল ৷ ভারত এবং শোকগ্রস্ত পরিবারের পাশে রয়েছি আমরা ৷ তাঁদের জন্য প্রার্থনা করছি ৷"

  • Ministry of Foreign Affairs @BDMOFA is deeply shocked to learn the sad demise of General Bipin Rawat and his wife Madhulika Rawat at a tragic helicopter crash. Bangladesh has lost a great friend. Our thoughts and prayers are with the people of India and the bereaved family.

    — Ministry of Foreign Affairs, Bangladesh (@BDMOFA) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতে চিনের রাষ্ট্রদূত (Chinese ambassador to India) সুন ওয়েইডং (Sun Weidong) জানান, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং হেলিকপ্টার দুর্ঘটনায় অন্যদের মৃত্যুতে আমরা শোকাহত ৷ জেনারেল বিপিন রাওয়াতের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

ব্রিটিশ হাইকমিশনার (British High Commissioner) অ্যালেক্স অ্যালিস (Alex Ellis) টুইটে দুঃখ প্রকাশ করে লিখেছেন, "দুঃখজনক ঘটনা ৷ জেনারেল রাওয়াত একজন জ্ঞানী মানুষ, সাহসী সেনা, পথপ্রদর্শক ছিলেন এবং কয়েক সপ্তাহ আগে আমার জন্য এক মহানুভব অতিথি ৷ সাংঘাতিক দুর্ঘটনায় তাঁর ও তাঁর স্ত্রীর মৃত্যু এবং বাকি সকলের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি ৷" তিনি এই টুইটটি হিন্দি ভাষাতেও অনুবাদ করেছেন ৷

আরও পড়ুন : Military Career Of Bipin Rawat : উরি সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাস্টার-প্ল্যানার, একনজরে রাওয়াতের উল্লেখযোগ্য কীর্তি

হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত, মধুলিকা রাওয়াত এবং অন্য আধিকারিকদের হঠাৎ মৃত্যুর কথা জেনে দুঃখ প্রকাশ করেছেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত (Russian Envoy to India) নিকোলে কুদাশেভ (Nikolay Kudashev) ৷ তিনি বলেন, ভারতের একজন মহান দেশপ্রেমিক চলে গেলেন ৷ একটি টুইটে তিনি লেখেন, "রাশিয়া তার খুব কাছের বন্ধুকে হারাল ৷ তিনি দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি, বিশেষ ও সৌভাগ্যপূর্ণ কৌশলগত অংশীদারি সম্পর্ক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ বিদায়, বন্ধু! ফেয়ারওয়েল কম্যান্ডার !"

জেনারেল রাওয়াতের সময়ে অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ক আরও উন্নত হয়েছে, জানিয়ে শোকপ্রকাশ করেছেন ভারতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার (Australian High Commissioner to India) ব্যারি ও'ফারেল (Barry O'Farrell) ৷

ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত (French envoy to India) এম্যানুয়েল লিনে (Emmanuel Lenain) শোকপ্রকাশ করে টুইটে জানিয়েছেন, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং অন্য সামরিক আধিকারিকদের হঠাৎ মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি ৷ ভারতীয় সেনাবাহিনী এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রইল ৷ আমরা সিডিএস রাওয়াতকে একজন মহান সামরিক নেতা হিসেবে মনে রাখব এবং তিনি ফ্রান্স ও ভারতের মধ্যে সামরিক চুক্তিগুলির সমর্থক ছিলেন ৷"

আরও পড়ুন : Cremation of CDS Bipin Rawat : শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াতের

ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত (European Union's envoy to India) উগো আসতুতো (Ugo Astuto), জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি (Satoshi Suzuki), জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার লিন্ডার (Walter Lindner), ভুটানের (Bhutanese premier) লোতে শেরিং (Lotay Tshering) ইজ়রায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন (Naor Gilon) শোক প্রকাশ করেছেন ৷ নাওর গিলন টুইটে লিখেছেন, "ইজ়রায়েলের মানুষ ভারতবাসী এবং সরকারের পাশে রয়েছে ৷ ওম শান্তি ৷"

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র একটি সংক্ষিপ্ত বিবৃতি পোস্ট করেছেন টুইটারে ৷ তিনি লিখেছেন, "জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নদিম রাজা এবং চিফ অফ আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া শোক প্রকাশ করেছেন ৷"

পাকিস্তান বায়ু সেনার এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) জাহির আহমেদ বাবের সিধু (Zaheer Ahmed Baber Sidhu), এনআই (এম) চিফ এফ দ্য এয়ার স্টাফ (NI(M) Chief of the Air Staff Pakistan Air Force) শোক জ্ঞাপন করেছেন ৷

আরও পড়ুন : Bipin Rawat Passes Away : সেনা কপ্টারেই থেমে গেল সেনা সর্বাধিনায়কের যাত্রা

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও (Nepal PM Sher Bahadur Deuba) জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর এবং সেনাবাহিনীর অন্য আধিকারিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন ৷

নয়া দিল্লি, 9 ডিসেম্বর : দেশের তিন বাহিনীর প্রথম সিডিএস বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) মৃত্যুতে শোকাহত গোটা দুনিয়া ৷ প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তানের পাশাপাশি আমেরিকা-সহ বিশ্বের একাধিক দেশ সমবেদনা জানিয়ে টুইট করেছে (World expresses condolence on death of CDS Bipin Rawat) ৷

আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান (US Chairman of the Joint Chiefs of Staff Gen Mark Milley) জেনারেল মার্ক মিলি (Gen Mark Milley) টুইটে লিখেছেন, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অন্যদের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ৷ ভারতীয় সেনাবাহিনীতে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব থেকে যাবে ৷ আমেরিকা আর ভারতের সেনাবাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ককে আরও জোরদার করেছিলেন ৷"

আরও পড়ুন : General Bipin Rawat Dies in Helicopter Crash : কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

পেন্টাগন প্রেস সচিব জন কিরবি (Pentagon Press Secy John Kirby) বলেন, "হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে তাঁর পরিবার, অন্য মৃতদের পরিবার, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের মানুষের জন্য আমাদের সমবেদনা রইল ৷"

  • #WATCH | Our deepest condolences to the Rawat family, the Indian military, and the people of India after the tragic death of Chief of Defense Staff General Bipin Rawat in a helicopter crash... and the families of the other victims of the crash: Pentagon Press Secy John Kirby pic.twitter.com/GdIMchQAfh

    — ANI (@ANI) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমেরিকার দূতাবাস (US Embassy) একটি বিবৃতিতে জানিয়েছে, "দু'টি সমমনস্ক দেশের মধ্যে সামরিক উন্নয়ন এবং সুযোগ সুবিধের ক্ষেত্রগুলিতে নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ককে জোরদার করতে সেপ্টেম্বর মাসে তিনি 5 দিনের সফরে আমেরিকায় এসেছিলেন ৷ আমরা ভারতের মানুষ এবং ভারতীয় সেনাবাহিনীর পাশে রয়েছি ৷ গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি আমরা ৷" টুইট করে দুঃখ প্রকাশ করেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট (United States Secretary of State) অ্যান্টনি ব্লিনকেনও (Antony Blinken) ৷

শোক প্রকাশ করেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ৷ শেখ হাসিনার (Sheikh Hasina) বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) একটি টুইটে জানিয়েছে, "মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যুর খবরে আমরা খবরে গভীরভাবে শোকাহত ৷ বাংলাদেশ একজন মহান বন্ধুকে হারাল ৷ ভারত এবং শোকগ্রস্ত পরিবারের পাশে রয়েছি আমরা ৷ তাঁদের জন্য প্রার্থনা করছি ৷"

  • Ministry of Foreign Affairs @BDMOFA is deeply shocked to learn the sad demise of General Bipin Rawat and his wife Madhulika Rawat at a tragic helicopter crash. Bangladesh has lost a great friend. Our thoughts and prayers are with the people of India and the bereaved family.

    — Ministry of Foreign Affairs, Bangladesh (@BDMOFA) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতে চিনের রাষ্ট্রদূত (Chinese ambassador to India) সুন ওয়েইডং (Sun Weidong) জানান, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং হেলিকপ্টার দুর্ঘটনায় অন্যদের মৃত্যুতে আমরা শোকাহত ৷ জেনারেল বিপিন রাওয়াতের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

ব্রিটিশ হাইকমিশনার (British High Commissioner) অ্যালেক্স অ্যালিস (Alex Ellis) টুইটে দুঃখ প্রকাশ করে লিখেছেন, "দুঃখজনক ঘটনা ৷ জেনারেল রাওয়াত একজন জ্ঞানী মানুষ, সাহসী সেনা, পথপ্রদর্শক ছিলেন এবং কয়েক সপ্তাহ আগে আমার জন্য এক মহানুভব অতিথি ৷ সাংঘাতিক দুর্ঘটনায় তাঁর ও তাঁর স্ত্রীর মৃত্যু এবং বাকি সকলের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি ৷" তিনি এই টুইটটি হিন্দি ভাষাতেও অনুবাদ করেছেন ৷

আরও পড়ুন : Military Career Of Bipin Rawat : উরি সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাস্টার-প্ল্যানার, একনজরে রাওয়াতের উল্লেখযোগ্য কীর্তি

হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত, মধুলিকা রাওয়াত এবং অন্য আধিকারিকদের হঠাৎ মৃত্যুর কথা জেনে দুঃখ প্রকাশ করেছেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত (Russian Envoy to India) নিকোলে কুদাশেভ (Nikolay Kudashev) ৷ তিনি বলেন, ভারতের একজন মহান দেশপ্রেমিক চলে গেলেন ৷ একটি টুইটে তিনি লেখেন, "রাশিয়া তার খুব কাছের বন্ধুকে হারাল ৷ তিনি দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি, বিশেষ ও সৌভাগ্যপূর্ণ কৌশলগত অংশীদারি সম্পর্ক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ বিদায়, বন্ধু! ফেয়ারওয়েল কম্যান্ডার !"

জেনারেল রাওয়াতের সময়ে অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ক আরও উন্নত হয়েছে, জানিয়ে শোকপ্রকাশ করেছেন ভারতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার (Australian High Commissioner to India) ব্যারি ও'ফারেল (Barry O'Farrell) ৷

ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত (French envoy to India) এম্যানুয়েল লিনে (Emmanuel Lenain) শোকপ্রকাশ করে টুইটে জানিয়েছেন, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং অন্য সামরিক আধিকারিকদের হঠাৎ মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি ৷ ভারতীয় সেনাবাহিনী এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রইল ৷ আমরা সিডিএস রাওয়াতকে একজন মহান সামরিক নেতা হিসেবে মনে রাখব এবং তিনি ফ্রান্স ও ভারতের মধ্যে সামরিক চুক্তিগুলির সমর্থক ছিলেন ৷"

আরও পড়ুন : Cremation of CDS Bipin Rawat : শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াতের

ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত (European Union's envoy to India) উগো আসতুতো (Ugo Astuto), জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি (Satoshi Suzuki), জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার লিন্ডার (Walter Lindner), ভুটানের (Bhutanese premier) লোতে শেরিং (Lotay Tshering) ইজ়রায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন (Naor Gilon) শোক প্রকাশ করেছেন ৷ নাওর গিলন টুইটে লিখেছেন, "ইজ়রায়েলের মানুষ ভারতবাসী এবং সরকারের পাশে রয়েছে ৷ ওম শান্তি ৷"

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র একটি সংক্ষিপ্ত বিবৃতি পোস্ট করেছেন টুইটারে ৷ তিনি লিখেছেন, "জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নদিম রাজা এবং চিফ অফ আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া শোক প্রকাশ করেছেন ৷"

পাকিস্তান বায়ু সেনার এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) জাহির আহমেদ বাবের সিধু (Zaheer Ahmed Baber Sidhu), এনআই (এম) চিফ এফ দ্য এয়ার স্টাফ (NI(M) Chief of the Air Staff Pakistan Air Force) শোক জ্ঞাপন করেছেন ৷

আরও পড়ুন : Bipin Rawat Passes Away : সেনা কপ্টারেই থেমে গেল সেনা সর্বাধিনায়কের যাত্রা

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও (Nepal PM Sher Bahadur Deuba) জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর এবং সেনাবাহিনীর অন্য আধিকারিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন ৷

Last Updated : Dec 9, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.