নয়াদিল্লি ও ওয়াশিংটন, 7 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে প্রস্তুত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ পাশাপাশি নয়াদিল্লিতে জি20 সম্মেলনের বিভিন্ন আলোচনায় অংশ নেওয়ার জন্য তিনি খুবই উত্তেজিত ৷ এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক প্রবীণ আধিকারিক ৷ বাইডেন তাঁর ভারত সফরের সময় আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কোভিড বিধি মেনেই চলবেন বলে জানা গিয়েছে ।
ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনা ধরা পড়েছে সোমবার ৷ তবে প্রেসিডেন্ট জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ ফার্স্ট লেডির কোভিড পজেটিভ হওয়ার পর দু'বার পরীক্ষা করিয়েছেন জো বাইডেন ৷ আর দু'বারই আমেরিকার প্রেসিডেন্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এরপরেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়, জো বাইডেনের দু'বার রিপোর্ট নেগেটিভ আসায় তাঁর ভারতের সফরসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না ।
-
Joe Biden hopes Xi Jinping attends #G20Summit2023 in India's New Delhi https://t.co/17sXtYNuNA
— ETV Bharat (@ETVBharatEng) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Joe Biden hopes Xi Jinping attends #G20Summit2023 in India's New Delhi https://t.co/17sXtYNuNA
— ETV Bharat (@ETVBharatEng) September 1, 2023Joe Biden hopes Xi Jinping attends #G20Summit2023 in India's New Delhi https://t.co/17sXtYNuNA
— ETV Bharat (@ETVBharatEng) September 1, 2023
শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছনোর কথা আমেরিকার প্রেসিডেন্টের ৷ বাইডেন ওই রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে খবর ৷ তবে কোভিড পজিটিভ হওয়ায় ফার্স্ট লেডিকে তাঁর ডেলাওয়্যার হাউসে কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ ফলে তিনি জো বাইডেনের সঙ্গে ভারত ও ভিয়েতনামে সফরে থাকছেন না।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের বুধবার সাংবাদিকদের বলেছেন, "প্রেসিডেন্টের করোনার কোনও লক্ষণ নেই। সেটা অবশ্যই ভালো খবর । ফলে তাঁর সফরসূচিতে কোন পরিবর্তন হচ্ছে না।" তবে তাও বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে ভারতের উদ্দেশে রওনা দেওযার আগে জো বাইডেনের আরও একবার কোভিড পরীক্ষা করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন: করোনা হয়নি, জি-20 শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন
প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মতো জি20 নেতারা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ভারতে আসছেন । তরে চিন এবং রাশিয়া রাষ্ট্রপতিরা থাকছেন না।
(খবর সূত্র- পিটিআই)