মুম্বইয়ে, 12 মার্চ: বিমানের শৌচালয়ে ধূমপান করা এবং সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল মার্কিন নাগরিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে ৷ ওই মার্কিন যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ রবিবার মুম্বই পুলিশ জানায়, এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই বিমানে এই ঘটনাটি ঘটে ৷ 11 মার্চ 37 বছর বয়সি রমাকান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে (Air India Smoking Incident) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি 1937 সালের এয়ারক্রাফ্ট অ্যাক্টে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ বিমানে ধূমপান করার অনুমতি নেই ৷ কিন্তু ওই ব্যক্তি বিমানের শৌচালয়ে গিয়ে ধূমপান করলে অ্যালার্ম বেজে ওঠে ৷ সেই শব্দ শুনে বিমানকর্মীরা শৌচালয়ের দিকে ছুটে যান ৷ তাঁকে সিগারেট হাতে দেখতে পান তাঁরা ৷ বিমানকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁর হাত থেকে সিগারেটটি ফেলে দেন ৷ এরপর রমাকান্ত বিমানকর্মীদের উপর চেঁচামেচি করতে আরম্ভ করে দেন ৷ কোনও ভাবে তাঁকে সিটে এনে বসান কর্মীরা ৷
এর কিছুক্ষণ পর তিনি এয়ারক্রাফ্টের দরজা খোলার চেষ্টা করেন ৷ বাকি যাত্রীরা এতে ভয় পেয়ে যান ৷ বিমানে এই ধরনের আরও নানা কাজকর্ম করতে শুরু করেন ৷ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পুলিশকে জানায়, ওই যাত্রী আমাদের কথা শুনতে চাইছিলেন না এবং চিৎকার করছিলেন ৷ এরপর আমরা তাঁর হাত-পা বেঁধে দিই এবং ওই ভাবে সিটে বসিয়ে রাখি ৷
পুলিশ জানিয়েছে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ৷ তাঁর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে ৷ তাঁর রক্তের নমুনা মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ তিনি সে সময় কোনও নেশা করেছিলেন নাকি মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন, তা জানার চেষ্টা চলছে ৷ এর আগে জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-নয়াদিল্লিগামী বিমানে সহযাত্রী এক প্রৌঢ়ার গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এক যাত্রীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে 30 লক্ষ টাকা জরিমানা করে ডিজিসিএ ৷
আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডের জের, এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকার জরিমানা