ETV Bharat / bharat

ভারতে 10 কোটি ডলারের বেশি মূল্যের করোনা সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা - এন95 মাস্ক

আমেরিকা থেকে ভারতে প্রয়োজনীয় সব ওষুধ, সরঞ্জাম এসে পৌঁছচ্ছে আজ ৷ একটি বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, এই সরবরাহের মূল্য 10 কোটি ডলারেরও বেশি ৷

হোয়াইট হাউজ
হোয়াইট হাউজ
author img

By

Published : Apr 29, 2021, 7:59 AM IST

ওয়াশিংটন, 29 এপ্রিল : ভারতের করোনা সংক্রমণের মোকাবিলায় দশ কোটি ডলারের বেশি মূল্যের ওষুধ, সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা ৷ বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ৷

বৃহস্পতিবার প্রথম দফায় ভারতে আসছে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ৷ আগামী এক সপ্তাহ ধরে এই সরবরাহ করবে আমেরিকা ৷ বিবৃতি অনুযায়ী 1000 অক্সিজেন সিলিন্ডার, 1 কোটি 50 লক্ষ এন95 মাস্ক আর 10 লক্ষ ব়্যাপিড ডায়গনস্টিক টেস্টের সরঞ্জাম পাঠাবে তারা ৷

এমনকি আমেরিকার ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকাকেও নিজেদের জন্য তৈরি করা ভ্যাকসিন ভারতে পাঠাতে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ ৷ এই সংস্থাকে দু'কোটিরও বেশি ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: চারিদিকে প্রাণবায়ুর হাহাকার ! দায় কার ?

"প্যানডেমিকের শুরুর সময়ে আমাদের হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছিল, সেই সময় যেমন ভাবে ভারত আমাদের সাহায্য পাঠিয়েছিল, তাই আমেরিকাও ভারতের প্রয়োজনে তার পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ", হোয়াইট হাউজ জানিয়েছে ৷

বুধবার করোনা সংক্রমণে ভারতে মৃত্যুর সংখ্যা দু'লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ এর সঙ্গে হাসপাতালে বেড আর মেডিক্যাল অক্সিজেনের অভাব পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে ৷ গত 24 ঘণ্টায় 3,60,960 নতুন সংক্রমণের খবরে বিশ্বে একদিনে আবারও শীর্ষে ভারত ৷ এখন দেশে সর্বমোট সংক্রমণের সংখ্যা প্রায় 1 কোটি 80 লক্ষ ৷

ওয়াশিংটন, 29 এপ্রিল : ভারতের করোনা সংক্রমণের মোকাবিলায় দশ কোটি ডলারের বেশি মূল্যের ওষুধ, সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা ৷ বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ৷

বৃহস্পতিবার প্রথম দফায় ভারতে আসছে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ৷ আগামী এক সপ্তাহ ধরে এই সরবরাহ করবে আমেরিকা ৷ বিবৃতি অনুযায়ী 1000 অক্সিজেন সিলিন্ডার, 1 কোটি 50 লক্ষ এন95 মাস্ক আর 10 লক্ষ ব়্যাপিড ডায়গনস্টিক টেস্টের সরঞ্জাম পাঠাবে তারা ৷

এমনকি আমেরিকার ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকাকেও নিজেদের জন্য তৈরি করা ভ্যাকসিন ভারতে পাঠাতে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ ৷ এই সংস্থাকে দু'কোটিরও বেশি ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: চারিদিকে প্রাণবায়ুর হাহাকার ! দায় কার ?

"প্যানডেমিকের শুরুর সময়ে আমাদের হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছিল, সেই সময় যেমন ভাবে ভারত আমাদের সাহায্য পাঠিয়েছিল, তাই আমেরিকাও ভারতের প্রয়োজনে তার পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ", হোয়াইট হাউজ জানিয়েছে ৷

বুধবার করোনা সংক্রমণে ভারতে মৃত্যুর সংখ্যা দু'লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ এর সঙ্গে হাসপাতালে বেড আর মেডিক্যাল অক্সিজেনের অভাব পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে ৷ গত 24 ঘণ্টায় 3,60,960 নতুন সংক্রমণের খবরে বিশ্বে একদিনে আবারও শীর্ষে ভারত ৷ এখন দেশে সর্বমোট সংক্রমণের সংখ্যা প্রায় 1 কোটি 80 লক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.