ইম্ফল, 15 অগস্ট: দীর্ঘ দু'দশক পর হিন্দি ছবি দেখল মণিপুরবাসী ৷ মঙ্গলবার সন্ধ্যায় চুরাচাঁদপুর জেলার লামকাইয়ের এলাকাবাসী দেখলেন ভিকি কৌশল অভিনীত 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ৷ পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের উপর এই বলিউড সিনেমা প্রদর্শিত হয়েছে । সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে একটি অস্থায়ী ওপেন এয়ার থিয়েটারে এই সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ বিপুল সংখ্যক মানুষ হিন্দি সিনেমা দেখতে উপস্থিত ছিলেন এদিন।
হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) এই সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করেছিল ৷ মূলত, 2000 সালের সেপ্টেম্বরে 'রেভোলিউশনারি পিপলস ফ্রন্ট', নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মির রাজনৈতিক শাখা, উপত্যকা-ভিত্তিক মেইতেই সন্ত্রাসী গোষ্ঠীর হিন্দি চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ তারই বিরোধিতাস্বরূপ হিন্দি ছবি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। সংগঠনটি কুকি উপজাতিদের কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করে।
আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরামের মুখপাত্র গিঞ্জা ভুয়ালজং বলেন, "দু'দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে ,যখন আমাদের এখানে একটা সিনেমা দেখানো হয়েছিল ৷ মেইতিস দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছে। আজকের পদক্ষেপের কারণ, মেইতি গোষ্ঠীগুলির দেশবিরোধী নীতিগুলিকে অস্বীকার করা এবং ভারতের প্রতি আমাদের ভালবাসা প্রদর্শন করা ৷"
জানা গিয়েছে, চলচ্চিত্র প্রদর্শনের আগে, রাজধানী শহর থেকে 63 কিলোমিটার দূরে অবস্থিত ওপেন এয়ার থিয়েটারে প্রথমে বেজে ওঠে দেশের জাতীয় সঙ্গীত। 3 মে থেকে মণিপুর এক দুঃসহ সময়ের সাক্ষী থেকেছে ৷ যেখানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং উপজাতি কুকি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জাতিগত সংঘর্ষের কারণে মৃত্যু হয়েছে 160 জনেরও বেশি নাগরিকের ৷
সোমবার হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলির প্রতি বিরোধিতা দেখাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যে সন্ত্রাস গোষ্ঠী কয়েক দশক ধরে তাঁদের পরাধীন করে রেখেছে ৷ এরপরেই জনসাধারণের উদ্দেশ্যে আবেদন করে বলা হয়, "স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে আমাদের লড়াইয়ে পাশে থাকুন ৷ আমাদের এই লড়াইয়ে অংশগ্রহণ করুন ৷"
আরও পড়ুন: 20 বছর পর...স্বাধীনতা দিবসে হিন্দি ছবি দেখানো হবে মণিপুরে !
উল্লেখ্য, 1998 সালে মণিপুরে শেষ ছবি দেখানো হয়েছিল করণ জোহর পরিচালিত 'কুছ কুছ হোতা হ্যায়' ৷ 2000 সালে হিন্দি ছবির প্রদর্শন নিষিদ্ধ হওয়ার পরেই ছয় হাজার থেকে আচ হাজার অডিয়ো ও ভিডিয়ো ক্যাসেট পুড়িয়ে দিয়েছিল মেইতেই সন্ত্রাসী গোষ্ঠী ৷