ETV Bharat / bharat

করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা

author img

By

Published : May 13, 2021, 4:32 PM IST

কমিশন প্রতি বছর তিনটি পর্যায়ে এই পরীক্ষা নিয়ে থাকে ৷ সেই তিনটি পর্যায় হল - প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ ৷ এই তিনটি স্তর পেরিয়ে যাঁরা কৃতকার্য হন তাঁরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস - এ চাকরি সুযোগ পান ৷

করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা
করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা

নয়াদিল্লি, 13 মে : করোনা সংক্রমণের জন্য পিছিয়ে দেওয়া হল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ৷ বৃহস্পতিবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি - এর তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ চলতি বছরের জুন মাসে হওয়ার কথা ছিল ৷ তা পিছিয়ে অক্টোবরের 10 তারিখ করা হল ৷

উল্লেখ্য, কমিশন প্রতি বছর তিনটি পর্যায়ে এই পরীক্ষা নিয়ে থাকে ৷ সেই তিনটি পর্যায় হল - প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ ৷ এই তিনটি স্তর পেরিয়ে যাঁরা কৃতকার্য হন তাঁরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস - এ চাকরি সুযোগ পান ৷

আরও পড়ুন : কোভিড রুখতে 1 জুন পর্যন্ত লকডাউন-কড়াকড়ি বাড়াল মহারাষ্ট্র

এদিন পরীক্ষা বাতিল করা নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে কমিশনের তরফে ৷ তাতে জানানো হয়েছে যে এবার সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী 27 জুন, 2021 হওয়ার কথা ছিল ৷ কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত পরিস্থিতির জেরে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল ৷ পরিবর্তে 10 অক্টোবর, 2021 এই পরীক্ষা নেওয়া হবে ৷

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা দিতে নির্দেশ জারির পথে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 13 মে : করোনা সংক্রমণের জন্য পিছিয়ে দেওয়া হল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ৷ বৃহস্পতিবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি - এর তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ চলতি বছরের জুন মাসে হওয়ার কথা ছিল ৷ তা পিছিয়ে অক্টোবরের 10 তারিখ করা হল ৷

উল্লেখ্য, কমিশন প্রতি বছর তিনটি পর্যায়ে এই পরীক্ষা নিয়ে থাকে ৷ সেই তিনটি পর্যায় হল - প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ ৷ এই তিনটি স্তর পেরিয়ে যাঁরা কৃতকার্য হন তাঁরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস - এ চাকরি সুযোগ পান ৷

আরও পড়ুন : কোভিড রুখতে 1 জুন পর্যন্ত লকডাউন-কড়াকড়ি বাড়াল মহারাষ্ট্র

এদিন পরীক্ষা বাতিল করা নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে কমিশনের তরফে ৷ তাতে জানানো হয়েছে যে এবার সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী 27 জুন, 2021 হওয়ার কথা ছিল ৷ কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত পরিস্থিতির জেরে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল ৷ পরিবর্তে 10 অক্টোবর, 2021 এই পরীক্ষা নেওয়া হবে ৷

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা দিতে নির্দেশ জারির পথে সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.