ETV Bharat / bharat

Youth Charred to Death: লখনউয়ের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত যুবক, হাসপাতালে আরও এক - লখনউয়ে আগুন

লখনউয়ের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে (Lucknow Restaurant Fire) পুড়ে মৃত এক যুবক (Youth Charred to Death)৷ অগ্নিদগ্ধ আর এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন (UP Fire)৷

UP: Youth charred to death, another injured in Lucknow restaurant fire
লখনউয়ের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত যুবক, হাসপাতালে আরও এক
author img

By

Published : Dec 9, 2022, 2:07 PM IST

লখনউ, 9 ডিসেম্বর: রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে (Lucknow Restaurant Fire) দগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের (Youth Charred to Death)৷ আরও এক যুবক আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ উত্তরপ্রদেশের (UP Fire) লখনউয়ের চারবাগ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷

এডিসিপি মধ্য রাজে শ্রীবাস্তব জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ চারবাগ এলাকার কবীর হোটেলের বেসমেন্টে 'বেস্ট বিরিয়ানি' রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন লাগে ৷ খুব অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে ৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশের বিশাল বাহিনী ৷ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে ততক্ষণে আগুনে পুড়ে গিয়েছেন দুই যুবক ৷ গুরুতর অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে একজনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ ৷ 30 বছরের ওই যুবকের নাম প্রকাশ সুধাকর দাত্রে ৷

অপর যুবক আনীশ শেখের শরীরের 40 শতাংশ পুড়ে গিয়েছে ৷ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ এডিসিপি জানিয়েছেন, মৃত সুধাকর দাত্রে তাঁর সাতজন বন্ধুকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রতাপগড়ে গিয়েছিলেন ৷ বৃহস্পতিবার বিয়ে থেকে ফিরে তিনি চারবাগের রঙ্গোলি হোটেলে আশ্রয় নেন ৷ তাঁর অন্যান্য বন্ধুরা যখন হোটেলে ছিলেন, তখন নৈশভোজের জন্য সুধাকর বেস্ট বিরিয়ানি রেস্তোরাঁয় যান ৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, শুক্রবার হোটেলের এই অতিথিদের বাড়ি ফেরার কথা ছিল ৷ এলপিজি সিলিন্ডার লিক করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

আরও পড়ুন: ভোরে ভয়াবহ আগুন, নিউটাউনের গৌরাঙ্গনগরে পুড়ে ছাই দোকান

ঘটনাস্থল পরীক্ষা-নীরিক্ষা করে তদন্ত শুরু করেছেন দমকল ও পুলিশের আধিকারিকরা ৷ সিএফও মঙ্গেশ কুমার জানিয়েছেন, হোটেলে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল, সেই কারণে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ নইলে আরও বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটত ৷

লখনউ, 9 ডিসেম্বর: রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে (Lucknow Restaurant Fire) দগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের (Youth Charred to Death)৷ আরও এক যুবক আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ উত্তরপ্রদেশের (UP Fire) লখনউয়ের চারবাগ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷

এডিসিপি মধ্য রাজে শ্রীবাস্তব জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ চারবাগ এলাকার কবীর হোটেলের বেসমেন্টে 'বেস্ট বিরিয়ানি' রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন লাগে ৷ খুব অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে ৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশের বিশাল বাহিনী ৷ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে ততক্ষণে আগুনে পুড়ে গিয়েছেন দুই যুবক ৷ গুরুতর অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে একজনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ ৷ 30 বছরের ওই যুবকের নাম প্রকাশ সুধাকর দাত্রে ৷

অপর যুবক আনীশ শেখের শরীরের 40 শতাংশ পুড়ে গিয়েছে ৷ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ এডিসিপি জানিয়েছেন, মৃত সুধাকর দাত্রে তাঁর সাতজন বন্ধুকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রতাপগড়ে গিয়েছিলেন ৷ বৃহস্পতিবার বিয়ে থেকে ফিরে তিনি চারবাগের রঙ্গোলি হোটেলে আশ্রয় নেন ৷ তাঁর অন্যান্য বন্ধুরা যখন হোটেলে ছিলেন, তখন নৈশভোজের জন্য সুধাকর বেস্ট বিরিয়ানি রেস্তোরাঁয় যান ৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, শুক্রবার হোটেলের এই অতিথিদের বাড়ি ফেরার কথা ছিল ৷ এলপিজি সিলিন্ডার লিক করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

আরও পড়ুন: ভোরে ভয়াবহ আগুন, নিউটাউনের গৌরাঙ্গনগরে পুড়ে ছাই দোকান

ঘটনাস্থল পরীক্ষা-নীরিক্ষা করে তদন্ত শুরু করেছেন দমকল ও পুলিশের আধিকারিকরা ৷ সিএফও মঙ্গেশ কুমার জানিয়েছেন, হোটেলে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল, সেই কারণে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ নইলে আরও বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.