ETV Bharat / bharat

Triple Talaq তিন তালাক দেওয়ায় অভিযুক্ত স্বামী, পুলিশের দ্বারস্থ উত্তরপ্রদেশের তরুণী - সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে আইন করে দেশে তিন তালাক (Triple Talaq) নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার ৷ তার পরও উত্তরপ্রদেশের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে তিন তালাক দিয়েছেন বলে অভিযোগ ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

up-woman-files-fir-against-husband-for-giving-her-triple-talaq
Triple Talaq তিন তালাক দেওয়ায় অভিযুক্ত স্বামী, পুলিশের দ্বারস্থ উত্তরপ্রদেশের তরুণী
author img

By

Published : Aug 25, 2022, 8:32 PM IST

গোন্ডা (উত্তরপ্রদেশ), 25 অগস্ট : স্বামীর বিরুদ্ধে তিন তালাক (Triple Talaq) দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে ৷ এই অভিযোগে একজন মহিলা তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন (Woman files FIR against Husband) ৷

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে যে ওই মহিলার নাম নুসরত ফতিমা ৷ বছর 21-এর ওই তরুণী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) খণ্ডারে এলাকার পিপরা আদাই গ্রামের বাসিন্দা ৷ তাঁর স্বামীর নাম মহম্মদ জাভেদ (23) ৷ বুধবার ওই মহিলা স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে এফআইআর করেছেন বলে জানিয়েছে পুলিশ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে তিন তালাক নিষিদ্ধ হয়েছে ভারতে ৷ পরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ৷ মুসলিম ওমেন (প্রটোকশন অফ রাইটস অন ম্যারেজ) অ্যাক্ট 2019 আইন অনুসারেই নুসরত পুলিশের কাছে অভিযোগ করেছেন ৷

পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি বাপের বাড়িতে রয়েছেন ৷ পণের দাবিতে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় ৷ তার পর আর তাঁকে সেখানে থাকতে দেওয়া হয়নি ৷ এই নিয়ে 2021 সালের 21 অক্টোবর তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন ৷

এই পরিস্থিতিতে তাঁর উপর অভিযোগ প্রত্যাহারের জন্য স্বামী চাপ দিচ্ছিলেন ৷ কিন্তু তিনি তাতে রাজি ছিলেন না ৷ তাঁর দাবি, সেই কারণে চলতি বছরের 25 মে তাঁর স্বামী মহম্মদ জাভেদ তাঁকে তিন তালাক দেন ৷ তার পর তিনি আবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ উত্তরপ্রদেশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : পরকীয়ায় আপত্তি স্ত্রীর, তিন তালাক দিয়ে মামলার মুখে স্বামী

গোন্ডা (উত্তরপ্রদেশ), 25 অগস্ট : স্বামীর বিরুদ্ধে তিন তালাক (Triple Talaq) দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে ৷ এই অভিযোগে একজন মহিলা তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন (Woman files FIR against Husband) ৷

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে যে ওই মহিলার নাম নুসরত ফতিমা ৷ বছর 21-এর ওই তরুণী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) খণ্ডারে এলাকার পিপরা আদাই গ্রামের বাসিন্দা ৷ তাঁর স্বামীর নাম মহম্মদ জাভেদ (23) ৷ বুধবার ওই মহিলা স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে এফআইআর করেছেন বলে জানিয়েছে পুলিশ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে তিন তালাক নিষিদ্ধ হয়েছে ভারতে ৷ পরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ৷ মুসলিম ওমেন (প্রটোকশন অফ রাইটস অন ম্যারেজ) অ্যাক্ট 2019 আইন অনুসারেই নুসরত পুলিশের কাছে অভিযোগ করেছেন ৷

পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি বাপের বাড়িতে রয়েছেন ৷ পণের দাবিতে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় ৷ তার পর আর তাঁকে সেখানে থাকতে দেওয়া হয়নি ৷ এই নিয়ে 2021 সালের 21 অক্টোবর তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন ৷

এই পরিস্থিতিতে তাঁর উপর অভিযোগ প্রত্যাহারের জন্য স্বামী চাপ দিচ্ছিলেন ৷ কিন্তু তিনি তাতে রাজি ছিলেন না ৷ তাঁর দাবি, সেই কারণে চলতি বছরের 25 মে তাঁর স্বামী মহম্মদ জাভেদ তাঁকে তিন তালাক দেন ৷ তার পর তিনি আবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ উত্তরপ্রদেশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : পরকীয়ায় আপত্তি স্ত্রীর, তিন তালাক দিয়ে মামলার মুখে স্বামী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.