ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে 23 নভেম্বর থেকে খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়

নির্দেশিকায় মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে ।

UP colleges and universities will open from ২৩rd november
23 নভেম্বর থেকে উত্তরপ্রদেশে খুলছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান
author img

By

Published : Nov 18, 2020, 1:26 PM IST

লখনউ, 18 নভেম্বর : প্রায় আট মাস পর উত্তরপ্রদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে । 23 নভেম্বর থেকে খুলে যাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি । উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি 50 শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করতে পারবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে ।

উত্তরপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব মনিকা গর্গ জানান, "জেলাশাসক ও রেজিস্ট্রারদের এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে । পাশাপাশি ক্যাম্পাসে ভিড় এড়াতে ধাপে ধাপে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে ।" নির্দেশিকায় মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে । পড়ুয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে । কোনও পড়ুয়া তাদের বই, খাতা, পেন ও ল্যাপটপ একে অপরের সঙ্গে আদান-প্রদান করতে পারবেন না ।

যেসব পড়ুয়া, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী কন্টেনমেন্ট জ়োনে রয়েছেন তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না । কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অধ্যক্ষ ও উপাচার্যদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের থেকে । প্রয়োজনে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মেলাতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ।

লখনউ, 18 নভেম্বর : প্রায় আট মাস পর উত্তরপ্রদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে । 23 নভেম্বর থেকে খুলে যাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি । উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি 50 শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করতে পারবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে ।

উত্তরপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব মনিকা গর্গ জানান, "জেলাশাসক ও রেজিস্ট্রারদের এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে । পাশাপাশি ক্যাম্পাসে ভিড় এড়াতে ধাপে ধাপে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে ।" নির্দেশিকায় মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে । পড়ুয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে । কোনও পড়ুয়া তাদের বই, খাতা, পেন ও ল্যাপটপ একে অপরের সঙ্গে আদান-প্রদান করতে পারবেন না ।

যেসব পড়ুয়া, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী কন্টেনমেন্ট জ়োনে রয়েছেন তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না । কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অধ্যক্ষ ও উপাচার্যদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের থেকে । প্রয়োজনে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মেলাতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.