লখনউ, 22 মে : পেটের দায়ে কার্ফু ভাঙায় প্রাণ দিয়ে তার খেসারত দিতে হল মাত্র 17 বছরের এক কিশোরকে ৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ের ঘটনায় কাঠগড়ায় পুলিশ প্রশাসন ৷ অভিযোগ, পুলিশের মারেই প্রাণ গিয়েছে পেশায় সবজি বিক্রেতা ওই কিশোরের ৷ ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয় ৷ বরখাস্ত করা হয় এক হোমগার্ডকেও ৷
সূত্রের খবর, মৃত কিশোর উন্নাওয়ের বাঙ্গারমাউয়ের বাসিন্দা ছিল ৷ শুক্রবার করোনা-কার্ফু চলাকালীন বাড়ির সামনেই রাস্তায় সবজির পসার নিয়ে বসেছিল সে ৷ পরিবারের অভিযোগ, ছেলেটি যখন সবজি বিক্রি করছিল, ঠিক সেই সময়েই সেখানে পৌঁছায় পুলিশ ৷ কার্ফু ভাঙার অভিযোগে ওই কিশোরকে জোর করে তুলে নিয়ে যায় তারা ৷ এরপর থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে ৷ তাতেই অসুস্থ হয়ে পড়ে ছেলেটি ৷ অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা সেখানেই ওই কিশোরকে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ৷
এই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় বয়ে যায় ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ টনক নড়ে প্রশাসনের ৷ প্রাথমিকভাবে ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবল এবং এক হোমগার্ডকে সাসপেন্ড করা হয় ৷ পরে ওই হোমগার্ডকে চাকরি থেকেও বরখাস্ত করা হয় ৷ পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয় গোটা ঘটনা ৷
-
थाना बांगरमऊ क्षेत्रांतर्गत युवक की मृत्यु हो जाने के संदर्भ में संबन्धित के विरुद्ध की गई कार्यवाही के विषय में अपर पुलिस अधीक्षक उन्नाव द्वारा दी गई बाइट @Uppolice @dgpup @adgzonelucknow @Igrangelucknow pic.twitter.com/2TCyvaZMp7
— UNNAO POLICE (@unnaopolice) May 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">थाना बांगरमऊ क्षेत्रांतर्गत युवक की मृत्यु हो जाने के संदर्भ में संबन्धित के विरुद्ध की गई कार्यवाही के विषय में अपर पुलिस अधीक्षक उन्नाव द्वारा दी गई बाइट @Uppolice @dgpup @adgzonelucknow @Igrangelucknow pic.twitter.com/2TCyvaZMp7
— UNNAO POLICE (@unnaopolice) May 21, 2021थाना बांगरमऊ क्षेत्रांतर्गत युवक की मृत्यु हो जाने के संदर्भ में संबन्धित के विरुद्ध की गई कार्यवाही के विषय में अपर पुलिस अधीक्षक उन्नाव द्वारा दी गई बाइट @Uppolice @dgpup @adgzonelucknow @Igrangelucknow pic.twitter.com/2TCyvaZMp7
— UNNAO POLICE (@unnaopolice) May 21, 2021
আরও পড়ুন : মাত্র 75 মিনিটেই কোভিড-19 প্রতিরোধী অ্য়ান্টিবডির হদিশ দেবে ডিপকোভান
তবে এতেও জনরোষ সামলানো যায়নি ৷ ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি, মৃত কিশোরের পরিবারের একজনের জন্য সরকারি চাকরি এবং পরিবারটিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি উঠেছে ৷
প্রসঙ্গত, করোনার সংক্রমণ রুখতে আপাতত উত্তরপ্রদেশে কার্ফু চলছে ৷ যা জারি থাকবে আগামী 24 মে সকাল সাতটা পর্যন্ত ৷