ETV Bharat / bharat

Girls molested in UP school : রাতভর স্কুলে যৌন হেনস্থা, ডিএম'কে চিঠি দিল রাজ্য মহিলা কমিশন - Protection of Children from Sexual Offences Act

উত্তরপ্রদেশের মুজফফরনগরে প্র্যাক্টিক্যাল ক্লাসের নাম করে (pretext of practical class) স্কুলে ডেকে এনে যৌন হেনস্থা ৷ ইটিভি ভারতের খবরের জেরে ডিএমকে চিঠি লিখে অতি সত্ত্বর ব্যবস্থা নিতে বলল রাজ্য মহিলা কমিশন ।

pretext of practical class
চিঠি দিল রাজ্য মহিলা কমিশন
author img

By

Published : Dec 7, 2021, 4:14 PM IST

লখনউ, 7 ডিসেম্বর : সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ (pretext of practical class) শেষ করতে হবে ৷ কর্তৃপক্ষের এই নিদান শুনে বাধ্য হয়ে স্কুলে থেকে গিয়েছিল দশম শ্রেণির 17 জন ছাত্রী ৷ প্র্যাক্টিক্যালের বদলে খাবারে মাদক মিশিয়ে নেশাগ্রস্ত করে সারারাত ধরে তাদের উপর চলল যৌন নির্যাতন ৷ ইটিভি ভারতের সেই খবরের পরেই, মুজাফফরনগর জেলা প্রশাসনকে একটি চিঠি পাঠালেন ইউপি স্টেট কমিশন ফর উইমেন (UP State Women Commission)। চিঠিতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে সমস্ত তথ্য যত তাড়াতাড়ি সম্ভব মহিলা কমিশনের কাছে পৌঁছে দিতে হবে।

20 নভেম্বর ঘটনাটি ঘটলেও 4 ডিসেম্বর গ্রামের প্রধান মুজফফরনগরের এসএসপি অভিষেক যাদবকে বিষয়টি জানালে এই ঘটনা প্রকাশ্যে আসে ৷ অভিযোগ খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার অর্মিতেজ বিজয়বর্গীয় ও সদর এলাকার সার্কেল অফিসার কৃষাণ কুমার বিষ্ণোইকে দায়িত্ব দেন এসএসপি ৷ ছাত্রীদের পরিবারের সদস্যরা দু‘টি স্কুলের মালিকদের বিরুদ্ধে ছাত্রীদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে যৌন নির্যাতন করার অভিযোগ করেন ।

প্রাথমিক তদন্ত শুরু হওয়ার পর এই নিয়ে পুলিশি শিথিলতার অভিযোগও আসে ৷ তারপরেই ইটিভি ভারতের খবরে জেরে সিনিয়র পুলিশ সুপার নিজে বিষয়টি দেখার দায়িত্ব নেন ৷ শনিবার ঘটনার তদন্তে দুই স্কুল ও গ্রামে যান তদন্তকারী অফিসাররা ৷ নিগৃহীতা দুই ছাত্রীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে স্কুল দু‘টির মালিক যোগেশ কুমার ও অর্জুন সিং-এর বিরুদ্ধে পক্সো (Protection of Children from Sexual Offences Act) আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : Girls molested in UP school: যোগীরাজ্যে প্র্যাক্টিক্যাল ক্লাসের নাম করে রাতভর স্কুলে যৌন হেনস্থা 17 ছাত্রীকে

সার্কেল অফিসার কৃষাণকুমার বিষ্ণোই বলেন, "যোগেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং অপর অভিযুক্তের খোঁজ চলছে ৷" বাকি 15 জন ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের না করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷ যে দু‘জন ছাত্রীর বাবা-মা অভিযোগ জানিয়েছেন তাঁদের দাবি, ল্যাবে প্র্যাক্টিক্যালের কাজের জন্য স্কুলে ডেকে পাঠানো হয়েছিল ছাত্রীদের ৷ তাদের বলা হয় সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ শেষ করে দিয়ে যেতে হবে ৷ এরপর ছাত্রীদের খাবারে মাদক মিশিয়ে তাদের নেশাগ্রস্ত করা হয় এবং সারারাত ধরে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ নিগৃহীতা সব ছাত্রীই গরিব পরিবারের ৷

লখনউ, 7 ডিসেম্বর : সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ (pretext of practical class) শেষ করতে হবে ৷ কর্তৃপক্ষের এই নিদান শুনে বাধ্য হয়ে স্কুলে থেকে গিয়েছিল দশম শ্রেণির 17 জন ছাত্রী ৷ প্র্যাক্টিক্যালের বদলে খাবারে মাদক মিশিয়ে নেশাগ্রস্ত করে সারারাত ধরে তাদের উপর চলল যৌন নির্যাতন ৷ ইটিভি ভারতের সেই খবরের পরেই, মুজাফফরনগর জেলা প্রশাসনকে একটি চিঠি পাঠালেন ইউপি স্টেট কমিশন ফর উইমেন (UP State Women Commission)। চিঠিতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে সমস্ত তথ্য যত তাড়াতাড়ি সম্ভব মহিলা কমিশনের কাছে পৌঁছে দিতে হবে।

20 নভেম্বর ঘটনাটি ঘটলেও 4 ডিসেম্বর গ্রামের প্রধান মুজফফরনগরের এসএসপি অভিষেক যাদবকে বিষয়টি জানালে এই ঘটনা প্রকাশ্যে আসে ৷ অভিযোগ খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার অর্মিতেজ বিজয়বর্গীয় ও সদর এলাকার সার্কেল অফিসার কৃষাণ কুমার বিষ্ণোইকে দায়িত্ব দেন এসএসপি ৷ ছাত্রীদের পরিবারের সদস্যরা দু‘টি স্কুলের মালিকদের বিরুদ্ধে ছাত্রীদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে যৌন নির্যাতন করার অভিযোগ করেন ।

প্রাথমিক তদন্ত শুরু হওয়ার পর এই নিয়ে পুলিশি শিথিলতার অভিযোগও আসে ৷ তারপরেই ইটিভি ভারতের খবরে জেরে সিনিয়র পুলিশ সুপার নিজে বিষয়টি দেখার দায়িত্ব নেন ৷ শনিবার ঘটনার তদন্তে দুই স্কুল ও গ্রামে যান তদন্তকারী অফিসাররা ৷ নিগৃহীতা দুই ছাত্রীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে স্কুল দু‘টির মালিক যোগেশ কুমার ও অর্জুন সিং-এর বিরুদ্ধে পক্সো (Protection of Children from Sexual Offences Act) আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : Girls molested in UP school: যোগীরাজ্যে প্র্যাক্টিক্যাল ক্লাসের নাম করে রাতভর স্কুলে যৌন হেনস্থা 17 ছাত্রীকে

সার্কেল অফিসার কৃষাণকুমার বিষ্ণোই বলেন, "যোগেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং অপর অভিযুক্তের খোঁজ চলছে ৷" বাকি 15 জন ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের না করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷ যে দু‘জন ছাত্রীর বাবা-মা অভিযোগ জানিয়েছেন তাঁদের দাবি, ল্যাবে প্র্যাক্টিক্যালের কাজের জন্য স্কুলে ডেকে পাঠানো হয়েছিল ছাত্রীদের ৷ তাদের বলা হয় সারারাত স্কুলে থেকে প্র্যাক্টিক্যালের কাজ শেষ করে দিয়ে যেতে হবে ৷ এরপর ছাত্রীদের খাবারে মাদক মিশিয়ে তাদের নেশাগ্রস্ত করা হয় এবং সারারাত ধরে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ নিগৃহীতা সব ছাত্রীই গরিব পরিবারের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.