নয়ডা, 29 জুন : ভারতে টুইটারের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে এফআইআর করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে বুলন্দশহরের খুরজা নগর পুলিশ স্টেশনে ৷ সোমবার সন্ধ্যায় বজরং দলের এক কর্মীর অভিযোগের ভিত্তিতে ওই দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ অভিযোগ টুইটার ইন্ডিয়ার প্রকাশিত ম্যাপে কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে ভারতের বাইরে দেখানো হয়েছে ৷ যা সোমবার সবার নজরে আসে ৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেন নেট নাগরিকরা ৷ বিতর্ক শুরু হতেই সোমবার সন্ধ্যায় টুইটারের তরফে ভারতের ওই বিকৃত মানচিত্রটি সরিয়ে ফেলা হয় ৷
এ নিয়ে বজরং দলের উত্তরপ্রদেশ পশ্চিমের আহ্বায়ক প্রবীণ ভাটি তাঁর অভিযোগে জানিয়েছেন, বিশ্ব মানচিত্রে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়নি ৷ এই আচরণ সকল ভারতবাসীর ভাবাবেগে আঘাত করেছে ৷ বুলন্দশহরে দায়ের হওয়া মামলায় টুইটার ইন্ডিয়ার এমডি মণীশ মহেশ্বরী এবং নিউজ পার্টনারশিপ হেড অমৃতা ত্রিপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 505(2) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ সেখানে তথ্য প্রযুক্তি আইনের 74নং ধারা (প্রতারণার উদ্দেশ্যে প্রকাশ) যুক্ত করা হয়েছে ৷
আরও পড়ুন : ফের বিতর্কে টুইটার, ভারতের মানচিত্রকে বিকৃত করে দেখানোর অভিযোগ
বিশ্বের বিকৃত মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল টুইটার ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে ৷ যেখানে ‘টুইপ লাইফ’ লেখা হেডলাইনের নিচে মানচিত্রটি প্রকাশ করা হয় ৷ যা নেট নাগরিকদের নজরে আসতেই, প্রবল সমালোচনা শুরু হয় ৷ অনেকেই মাইক্রোব্লগিং এই সাইটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তোলে ৷ প্রসঙ্গত, এর আগে লে-কে চিনের অংশ বলে টুইটারের প্রকাশিত মানচিত্রে দেখানোর অভিযোগ উঠেছিল ৷
আরও পড়ুন : Twitter : জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, টুইটার ইস্যুতে কেন্দ্রের পাশে কং
প্রসঙ্গত, ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইন না মানায় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে ভারত সরকারের দ্বন্দ্ব লেগেই রয়েছে ৷ এমনকি এ নিয়ে টুইটার ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের ইতিমধ্যে সংসদে তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের স্ট্যাডিং কমিটি তলব করেছে ৷ যেখানে ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইন মানার বিষয় নিয়ে টুইটারের অবস্থান জানতে চাওয়া হয়েছিল ৷ এমনকি বিভিন্ন ইস্যুতে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারের মতভেদ চরমে উঠেছিল ৷ যেখানে এবার নয়া সংযোজন মানচিত্র বিকৃতি ৷