ETV Bharat / bharat

Charge Sheet Against Man for Killing Rat: ইঁদুরকে খুনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে 30 পাতার চার্জশিট যোগীরাজ্যে - ইঁদুরকে খুনের অভিযোগ

ইঁদুরকে নর্দমায় ডুবিয়ে খুনের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে 30 পাতার চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশ পুলিশ ৷

Charge Sheet Against Man for Killing Rat ETV bharat
ইঁদুরকে খুনের অভিযোগ
author img

By

Published : Apr 11, 2023, 6:27 PM IST

বাদাউন (উত্তরপ্রদেশ), 11 এপ্রিল: সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ ! উত্তরপ্রদেশের একটি ঘটনা মনে করাবে এই বিখ্যাত পংক্তি ৷ একজন কুমোরের বিরুদ্ধে 30 পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে যোগীরাজ্যের পুলিশ ৷ কী অভিযোগ ? খুনের অভিযোগ আনা হয়েছে ওই কুমোরের বিরুদ্ধে ৷ না ৷ কোনও মানুষকে নয়, একটি ইঁদুরকে নাকি প্রাণে মেরেছেন ওই কুমোর ৷ একটি ইঁদুরের লেজে ইট বেঁধে, সেটিকে নর্দমায় ডুবিয়ে মারার অভিযোগ আনা হয়েছে ওই কুমোরের বিরুদ্ধে । 2022 সালের 24 নভেম্বর এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন পশু অধিকার কর্মী ভিকেন্দ্র কুমার ৷

বাদাউনের কল্যাণ নগরের বাসিন্দা ভিকেন্দ্র কুমার বলেছেন যে, তিনি পানভাদিয়া এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখেন, মনোজ কুমার ইঁদুরের লেজে একটি ইট বেঁধে সেটিকে নর্দমায় ডুবিয়ে দিচ্ছেন । কুমারের কথায়, "2022 সালের 24 নভেম্বর আমি পানভাদিয়া এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিলাম । সেই সময় মনোজ কুমারকে ইঁদুরের লেজে ইট বেঁধে সেটিকে নর্দমায় ডুবিয়ে দিতে দেখেছি । বাধা দেওয়ার পরও তিনি সেই কাজে বিরত না হয়ে তর্ক শুরু করেন । আমি নর্দমা থেকে ইঁদুরটিকে টেনে বের করে আনলে সেটি মারা যায় । পরে আমি অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি ৷"

গ্রেফতার হওয়ার পর মনোজ কুমারকে আদালত জামিন দেয় । পুলিশের মতে, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট (আইভিআরআই) ইঁদুরটির ময়নাতদন্ত করেছে এবং দেখেছে যে, এটি ডুবে মারা গিয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট, ভিডিয়ো প্রমাণ এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে তদন্তকারীরা অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এনেছে ৷ সার্কেল অফিসারের যাচাইয়ের পর সেই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে ।

যদিও চিকিৎসকদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জলে ডুবে ইঁদুরটির মৃত্যু হয়নি ৷ আইভিএফআই-এর যুগ্ম পরিচালক ডা. কেপি সিং বলেছেন যে, ইঁদুরটি শ্বাসরোধে মারা গিয়েছে এবং তার শরীরে নর্দমার জল পাওয়া যায়নি ৷ রিপোর্টগুলি থেকে বোঝা যায় যে, প্রাণীটি অসুস্থই ছিল এবং অভিযুক্ত যেমন বলছেন, সেই নির্যাতনের কারণে ইঁদুরটি মারা যায়নি ৷

তিনি বলেন, "ময়নাতদন্ত রিপোর্টে ইঁদুরের ফুসফুসে কোনও জল পাওয়া যায়নি । আসলে আমরা দেখতে পেয়েছি যে, প্রাণীটির লিভার এবং ফুসফুস ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ছিল, যা বোঝায় যে সেটি অসুস্থ ছিল ৷

আরও পড়ুন: থানায় রাখা 11 কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর !

বাদাউন (উত্তরপ্রদেশ), 11 এপ্রিল: সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ ! উত্তরপ্রদেশের একটি ঘটনা মনে করাবে এই বিখ্যাত পংক্তি ৷ একজন কুমোরের বিরুদ্ধে 30 পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে যোগীরাজ্যের পুলিশ ৷ কী অভিযোগ ? খুনের অভিযোগ আনা হয়েছে ওই কুমোরের বিরুদ্ধে ৷ না ৷ কোনও মানুষকে নয়, একটি ইঁদুরকে নাকি প্রাণে মেরেছেন ওই কুমোর ৷ একটি ইঁদুরের লেজে ইট বেঁধে, সেটিকে নর্দমায় ডুবিয়ে মারার অভিযোগ আনা হয়েছে ওই কুমোরের বিরুদ্ধে । 2022 সালের 24 নভেম্বর এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন পশু অধিকার কর্মী ভিকেন্দ্র কুমার ৷

বাদাউনের কল্যাণ নগরের বাসিন্দা ভিকেন্দ্র কুমার বলেছেন যে, তিনি পানভাদিয়া এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখেন, মনোজ কুমার ইঁদুরের লেজে একটি ইট বেঁধে সেটিকে নর্দমায় ডুবিয়ে দিচ্ছেন । কুমারের কথায়, "2022 সালের 24 নভেম্বর আমি পানভাদিয়া এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিলাম । সেই সময় মনোজ কুমারকে ইঁদুরের লেজে ইট বেঁধে সেটিকে নর্দমায় ডুবিয়ে দিতে দেখেছি । বাধা দেওয়ার পরও তিনি সেই কাজে বিরত না হয়ে তর্ক শুরু করেন । আমি নর্দমা থেকে ইঁদুরটিকে টেনে বের করে আনলে সেটি মারা যায় । পরে আমি অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি ৷"

গ্রেফতার হওয়ার পর মনোজ কুমারকে আদালত জামিন দেয় । পুলিশের মতে, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট (আইভিআরআই) ইঁদুরটির ময়নাতদন্ত করেছে এবং দেখেছে যে, এটি ডুবে মারা গিয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট, ভিডিয়ো প্রমাণ এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে তদন্তকারীরা অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এনেছে ৷ সার্কেল অফিসারের যাচাইয়ের পর সেই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে ।

যদিও চিকিৎসকদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জলে ডুবে ইঁদুরটির মৃত্যু হয়নি ৷ আইভিএফআই-এর যুগ্ম পরিচালক ডা. কেপি সিং বলেছেন যে, ইঁদুরটি শ্বাসরোধে মারা গিয়েছে এবং তার শরীরে নর্দমার জল পাওয়া যায়নি ৷ রিপোর্টগুলি থেকে বোঝা যায় যে, প্রাণীটি অসুস্থই ছিল এবং অভিযুক্ত যেমন বলছেন, সেই নির্যাতনের কারণে ইঁদুরটি মারা যায়নি ৷

তিনি বলেন, "ময়নাতদন্ত রিপোর্টে ইঁদুরের ফুসফুসে কোনও জল পাওয়া যায়নি । আসলে আমরা দেখতে পেয়েছি যে, প্রাণীটির লিভার এবং ফুসফুস ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ছিল, যা বোঝায় যে সেটি অসুস্থ ছিল ৷

আরও পড়ুন: থানায় রাখা 11 কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.