ETV Bharat / bharat

Man accuses Spouse as a Terrorist: স্ত্রী জঙ্গি কার্যকলাপে যুক্ত, ‘তালাক’ পেতে ভুয়ো অভিযোগ দায়ের স্বামীর - man accuses spouse of being Terrorist for Divorce

UP man accuses spouse of being Terrorist to get Divorce: তালাক চাই ৷ তা পেতেই অভিনব উপায় বাছলেন স্বামী ৷ পুলিশের কাছে গিয়ে স্ত্রী’কে দাগিয়ে দিলেন জঙ্গি বলে ৷ তদন্তে নেমে পুলিশ দেখব, যাবতীয় অভিযোগ ভুয়ো ৷ তারপর...

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 28, 2023, 10:45 PM IST

আলিগড়, 28 জুলাই: স্ত্রী-সঙ্গ আর ভালো লাগছিল না ৷ মুক্তি পেতে অভিনব উপায় ফেঁদেছিলেন বুলন্দশহরের সিরাজ আলি ৷ সটান পুলিশে গিয়ে অভিযোগ করে বসেছিলেন, স্ত্রী হাসিনা ওয়াদিয়া ‘জঙ্গি’ ৷ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের মাধ্যমে তদন্তের আর্জিও জানান ৷ যদিও শেষরক্ষা হল না ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যাবতীয় দাবি ‘ভুয়ো’ ৷ পুরোটাই সাজানো অভিযোগ ৷

তদন্তকারীদের সিরাজ জানান, ফেসবুকে হাসিনার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল । প্রথম স্বামীকে তালাক দিয়েছিলেন হাসিনা । তাঁর একটি 12 বছর বয়সি মেয়েও রয়েছে ৷ বর্তমানে সে দেরাদুনে পড়াশোনা করছে । সিরাজ জানান, সামাজিক মাধ্যমে গল্প করতে করতে অচিরেই তাঁরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন ৷ শেষপর্যন্ত 2021 সালের 14 মে সম্পর্ককে পরিণতি দেন তাঁরা । বিয়ের পর কুয়ারসি এলাকার নাগলা পাটোয়ারীতে থাকতে শুরু করেন দু’জনে । কিন্তু, তারপরেই ছন্দপতন ৷ নিত্যকলহে ক্রমশ আলগা হতে থাকে দাম্পত্যের সুতো ।

একই সঙ্গে আরও ভয়ংকর অভিযোগ করেন সিরাজ ৷ তদন্তকারীদের জানান, হাসিনার কাছে মণীষা ও পূজা নামে দু’টি আধার কার্ড রয়েছে ৷ দু’টি আধার কার্ডে ঠিকানা রয়েছে পুনে ও দিল্লি’র । তাঁর কাছে 4টি মোবাইল ফোনও রয়েছে । সিরাজ জানান, তাঁর সন্দেহ হাসিনা আইএসআইএসের সঙ্গে জড়িত ৷ কলকাতা, পুনে, দিল্লি, নয়ডা এবং দেরাদুনে পরিচালিত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগও করেন তিনি । সিরাজ পুলিশকে জানান, তাঁর সন্দেহ স্ত্রী কারও সঙ্গে মিশনে রয়েছে এবং দেশের ক্ষতি করতে পারে । সমস্ত কিছু থেকে পরিত্রাণ পেতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি ৷

অভিযোগের গুরুত্বের পরিপ্রেক্ষিতে এসএসপি কালানিধি নাইথানি মামলার তদন্তের নির্দেশ দেন । তদন্তে নেমে কার্যত চোখ কপালে ওঠে পুলিশের ৷ সিভিল লাইন ডিভিশনাল অফিসার অশোক কুমার সিং সংবাদমাধ্যমকে জানান, সিরাজের আনা অভিযোগ তো ভুয়ো ৷ কিন্তু তিনি এই অভিযোগই বা কেন আনলেন ? তদন্তে উঠে আসে, প্রথম স্বামীর থেকে খোরপোশ বাবদ 21 লাখ টাকা পেয়েছিলেন হাসিনা ৷ সেই টাকা ‘উড়িয়ে’ দিয়েছেন সিরাজ ৷ তারপরেই ডিভোর্স চেয়েছেন গুণধর স্বামী ৷ একই সঙ্গে জানা গিয়েছে, দু’জনেই দিল্লিতে থাকতেন । হাসিনাই তাঁর স্বামীর বিরুদ্ধে প্রথমে দিল্লি এবং পরে আলিগড়ে পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ দোষী প্রমাণিত হলে পুলিশকে বিভ্রান্ত করা, মিথ্যে অভিযোগ-সহ একাধিক চার্জে গারদে পিছনে যাবেন সিরাজ ৷

আরও পড়ুন: ডিভোর্স চাওয়ায় স্বামীকে জঙ্গি বলে এনআইএ-কে ভুয়ো মেল চিনা মহিলার!

আলিগড়, 28 জুলাই: স্ত্রী-সঙ্গ আর ভালো লাগছিল না ৷ মুক্তি পেতে অভিনব উপায় ফেঁদেছিলেন বুলন্দশহরের সিরাজ আলি ৷ সটান পুলিশে গিয়ে অভিযোগ করে বসেছিলেন, স্ত্রী হাসিনা ওয়াদিয়া ‘জঙ্গি’ ৷ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের মাধ্যমে তদন্তের আর্জিও জানান ৷ যদিও শেষরক্ষা হল না ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যাবতীয় দাবি ‘ভুয়ো’ ৷ পুরোটাই সাজানো অভিযোগ ৷

তদন্তকারীদের সিরাজ জানান, ফেসবুকে হাসিনার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল । প্রথম স্বামীকে তালাক দিয়েছিলেন হাসিনা । তাঁর একটি 12 বছর বয়সি মেয়েও রয়েছে ৷ বর্তমানে সে দেরাদুনে পড়াশোনা করছে । সিরাজ জানান, সামাজিক মাধ্যমে গল্প করতে করতে অচিরেই তাঁরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন ৷ শেষপর্যন্ত 2021 সালের 14 মে সম্পর্ককে পরিণতি দেন তাঁরা । বিয়ের পর কুয়ারসি এলাকার নাগলা পাটোয়ারীতে থাকতে শুরু করেন দু’জনে । কিন্তু, তারপরেই ছন্দপতন ৷ নিত্যকলহে ক্রমশ আলগা হতে থাকে দাম্পত্যের সুতো ।

একই সঙ্গে আরও ভয়ংকর অভিযোগ করেন সিরাজ ৷ তদন্তকারীদের জানান, হাসিনার কাছে মণীষা ও পূজা নামে দু’টি আধার কার্ড রয়েছে ৷ দু’টি আধার কার্ডে ঠিকানা রয়েছে পুনে ও দিল্লি’র । তাঁর কাছে 4টি মোবাইল ফোনও রয়েছে । সিরাজ জানান, তাঁর সন্দেহ হাসিনা আইএসআইএসের সঙ্গে জড়িত ৷ কলকাতা, পুনে, দিল্লি, নয়ডা এবং দেরাদুনে পরিচালিত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগও করেন তিনি । সিরাজ পুলিশকে জানান, তাঁর সন্দেহ স্ত্রী কারও সঙ্গে মিশনে রয়েছে এবং দেশের ক্ষতি করতে পারে । সমস্ত কিছু থেকে পরিত্রাণ পেতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি ৷

অভিযোগের গুরুত্বের পরিপ্রেক্ষিতে এসএসপি কালানিধি নাইথানি মামলার তদন্তের নির্দেশ দেন । তদন্তে নেমে কার্যত চোখ কপালে ওঠে পুলিশের ৷ সিভিল লাইন ডিভিশনাল অফিসার অশোক কুমার সিং সংবাদমাধ্যমকে জানান, সিরাজের আনা অভিযোগ তো ভুয়ো ৷ কিন্তু তিনি এই অভিযোগই বা কেন আনলেন ? তদন্তে উঠে আসে, প্রথম স্বামীর থেকে খোরপোশ বাবদ 21 লাখ টাকা পেয়েছিলেন হাসিনা ৷ সেই টাকা ‘উড়িয়ে’ দিয়েছেন সিরাজ ৷ তারপরেই ডিভোর্স চেয়েছেন গুণধর স্বামী ৷ একই সঙ্গে জানা গিয়েছে, দু’জনেই দিল্লিতে থাকতেন । হাসিনাই তাঁর স্বামীর বিরুদ্ধে প্রথমে দিল্লি এবং পরে আলিগড়ে পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ দোষী প্রমাণিত হলে পুলিশকে বিভ্রান্ত করা, মিথ্যে অভিযোগ-সহ একাধিক চার্জে গারদে পিছনে যাবেন সিরাজ ৷

আরও পড়ুন: ডিভোর্স চাওয়ায় স্বামীকে জঙ্গি বলে এনআইএ-কে ভুয়ো মেল চিনা মহিলার!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.