গাজিয়াবাদ, 24 নভেম্বর: সমাজে সর্বধর্ম সদভাবনা ও সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী গণবিবাহ কর্মসূচির সূচনা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের রীতি-নীতি মেনে বিয়ের অনুষ্ঠান করা হয় ৷ আসলে যোগী আদিত্যনাথ সরকারের উদ্দেশ্য বিয়ের অনুষ্ঠানে যে খরচ হয় তা থেকে গরিব পরিবারগুলিকে কিছু সুরাহা দেওয়া (Ghaziabad mass wedding ceremony) ৷
বৃহস্পতিবার গাজিয়াবাদের কমলা নেহেরু পার্কে এরকমই এক গণবিবাহের অনুষ্ঠান আয়োজিত হয় ৷ যেখানে হাপুড়, গাজিয়াবাদ ও বুলন্দ শহরের 6 হাজার 6 জন পাত্র-পাত্রী বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন ৷ অর্থাৎ 3 হাজার 3টি বিয়ে এদিন এখানে সম্পন্ন হয়েছে ৷ অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী অনিল রাজভর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেনারেল বিকে সিং-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন (UP Mass Marriage) ৷
আরও পড়ুন: এগিয়ে এলেন গ্রামবাসীরা ! অনুদানের টাকায় কেনা জমিতেই মাথা তুলবে সরকারি স্কুলের নয়া ভবন
গাজিয়াবাদের 1 হাজার 654, হাপুড়ের 794 ও বুলন্দ শহরের 555 জন যুগল এদিন বিয়ে করেন ৷ তাঁদের মধ্যে 1850 জন দম্পতি হিন্দু, 1147 জন দম্পতি মুসলিম ধর্মাবলম্বী ৷ 3 শিখ ও 3 বৌদ্ধ দম্পতিও এদিন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ এই কর্মসূচির আওতায় প্রত্যেক দম্পতিকে মোট 75 হাজার টাকা করে দেওয়া হচ্ছে রাজ্যের তরফে ৷