ETV Bharat / bharat

Kalyan Singh : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কল্যাণ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন বুলন্দশহরে - কল্যাণ সিং

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আরও বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন ৷ শেষকৃত্যের আগে তাঁরা শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে ৷

up-kalyan-singh-laid-to-rest-with-full-state-honours-in-bulandshahr
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কল্যাণ সিংয়ের সম্পন্ন হল বুলন্দশহরে
author img

By

Published : Aug 23, 2021, 9:25 PM IST

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 23 অগস্ট : গঙ্গার তীরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কল্যাণ সিংয়ের শেষকৃত্য ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং 21 অগস্ট প্রয়াত হন ৷ তার পর আজ, সোমবার বুলন্দশহরের নারোরা শহরের বংশী ঘাটে তাঁর শেষকৃত্য হয় ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আরও বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন ৷ শেষকৃত্যের আগে তাঁরা শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে ৷

আরও পড়ুন : PM Modi tribute : কল্যাণ সিং আর সুশাসন সমার্থক, লখনউতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে টুইট মোদির

রবিবার লখনউ থেকে কল্যাণ সিংয়ের মরদেহ বুলন্দশহরে নিয়ে আসা হয় ৷ পুরো পথেই ছিলেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও এদিন শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন ৷

কল্যাণ সিং বিজেপির বর্ষীয়ান নেতা ছিলেন ৷ যে আন্দোলন হিন্দি বলয়ে বিজেপিকে রাজনৈতিক মাইলেজ দিয়েছিল, সেই রাম মন্দির আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন কল্যাণ সিং ৷ তাই বিজেপিতে তাঁর জনপ্রিয়তা ভালই ছিল ৷ সেই কারণে এদিন তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন অনেক মানুষ ৷ অনেককে জয় শ্রীরাম স্লোগানও দিতে শোনা যায় ৷

আরও পড়ুন : PM Modi to Lucknow : প্রয়াত কল্যাণ সিংকে শেষ শ্রদ্ধা জানাতে লখনৌ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, কল্যাণ সিং বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁকে ভর্তি করা হয় লখনউ-এর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এসজিপিজিআই-তে ৷ সেখানেই গত শনিবার তিনি প্রয়াত হন ৷ রবিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কল্যাণ সিং উত্তরপ্রদেশে দু’বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ প্রথমবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1991 সালের জুন থেকে 1992 সালের ডিসেম্বর পর্যন্ত ৷ তার পর 1997 সালের সেপ্টেম্বরে আবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ৷ 1999 সালের নভেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৷ পরে 2014 থেকে 2019 সালে রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব সামেলেছেন ৷ এছাড়া বিজেপির একাধিক পদে ছিলেন তিনি ৷

আরও পড়ুন : Kalyan Singh: তৃণমূল স্তরের কর্মী থেকে মুখ্যমন্ত্রী, কল্যাণ সিংয়ের রাজনৈতিক জীবন ছিল বৈচিত্র্যময়আরও পড়ুন :

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 23 অগস্ট : গঙ্গার তীরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কল্যাণ সিংয়ের শেষকৃত্য ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং 21 অগস্ট প্রয়াত হন ৷ তার পর আজ, সোমবার বুলন্দশহরের নারোরা শহরের বংশী ঘাটে তাঁর শেষকৃত্য হয় ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আরও বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন ৷ শেষকৃত্যের আগে তাঁরা শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে ৷

আরও পড়ুন : PM Modi tribute : কল্যাণ সিং আর সুশাসন সমার্থক, লখনউতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে টুইট মোদির

রবিবার লখনউ থেকে কল্যাণ সিংয়ের মরদেহ বুলন্দশহরে নিয়ে আসা হয় ৷ পুরো পথেই ছিলেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও এদিন শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন ৷

কল্যাণ সিং বিজেপির বর্ষীয়ান নেতা ছিলেন ৷ যে আন্দোলন হিন্দি বলয়ে বিজেপিকে রাজনৈতিক মাইলেজ দিয়েছিল, সেই রাম মন্দির আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন কল্যাণ সিং ৷ তাই বিজেপিতে তাঁর জনপ্রিয়তা ভালই ছিল ৷ সেই কারণে এদিন তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন অনেক মানুষ ৷ অনেককে জয় শ্রীরাম স্লোগানও দিতে শোনা যায় ৷

আরও পড়ুন : PM Modi to Lucknow : প্রয়াত কল্যাণ সিংকে শেষ শ্রদ্ধা জানাতে লখনৌ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, কল্যাণ সিং বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁকে ভর্তি করা হয় লখনউ-এর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এসজিপিজিআই-তে ৷ সেখানেই গত শনিবার তিনি প্রয়াত হন ৷ রবিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কল্যাণ সিং উত্তরপ্রদেশে দু’বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ প্রথমবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1991 সালের জুন থেকে 1992 সালের ডিসেম্বর পর্যন্ত ৷ তার পর 1997 সালের সেপ্টেম্বরে আবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ৷ 1999 সালের নভেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৷ পরে 2014 থেকে 2019 সালে রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব সামেলেছেন ৷ এছাড়া বিজেপির একাধিক পদে ছিলেন তিনি ৷

আরও পড়ুন : Kalyan Singh: তৃণমূল স্তরের কর্মী থেকে মুখ্যমন্ত্রী, কল্যাণ সিংয়ের রাজনৈতিক জীবন ছিল বৈচিত্র্যময়আরও পড়ুন :

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.