ETV Bharat / bharat

Kalyan Singh : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কল্যাণ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন বুলন্দশহরে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আরও বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন ৷ শেষকৃত্যের আগে তাঁরা শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে ৷

up-kalyan-singh-laid-to-rest-with-full-state-honours-in-bulandshahr
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কল্যাণ সিংয়ের সম্পন্ন হল বুলন্দশহরে
author img

By

Published : Aug 23, 2021, 9:25 PM IST

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 23 অগস্ট : গঙ্গার তীরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কল্যাণ সিংয়ের শেষকৃত্য ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং 21 অগস্ট প্রয়াত হন ৷ তার পর আজ, সোমবার বুলন্দশহরের নারোরা শহরের বংশী ঘাটে তাঁর শেষকৃত্য হয় ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আরও বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন ৷ শেষকৃত্যের আগে তাঁরা শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে ৷

আরও পড়ুন : PM Modi tribute : কল্যাণ সিং আর সুশাসন সমার্থক, লখনউতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে টুইট মোদির

রবিবার লখনউ থেকে কল্যাণ সিংয়ের মরদেহ বুলন্দশহরে নিয়ে আসা হয় ৷ পুরো পথেই ছিলেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও এদিন শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন ৷

কল্যাণ সিং বিজেপির বর্ষীয়ান নেতা ছিলেন ৷ যে আন্দোলন হিন্দি বলয়ে বিজেপিকে রাজনৈতিক মাইলেজ দিয়েছিল, সেই রাম মন্দির আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন কল্যাণ সিং ৷ তাই বিজেপিতে তাঁর জনপ্রিয়তা ভালই ছিল ৷ সেই কারণে এদিন তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন অনেক মানুষ ৷ অনেককে জয় শ্রীরাম স্লোগানও দিতে শোনা যায় ৷

আরও পড়ুন : PM Modi to Lucknow : প্রয়াত কল্যাণ সিংকে শেষ শ্রদ্ধা জানাতে লখনৌ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, কল্যাণ সিং বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁকে ভর্তি করা হয় লখনউ-এর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এসজিপিজিআই-তে ৷ সেখানেই গত শনিবার তিনি প্রয়াত হন ৷ রবিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কল্যাণ সিং উত্তরপ্রদেশে দু’বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ প্রথমবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1991 সালের জুন থেকে 1992 সালের ডিসেম্বর পর্যন্ত ৷ তার পর 1997 সালের সেপ্টেম্বরে আবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ৷ 1999 সালের নভেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৷ পরে 2014 থেকে 2019 সালে রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব সামেলেছেন ৷ এছাড়া বিজেপির একাধিক পদে ছিলেন তিনি ৷

আরও পড়ুন : Kalyan Singh: তৃণমূল স্তরের কর্মী থেকে মুখ্যমন্ত্রী, কল্যাণ সিংয়ের রাজনৈতিক জীবন ছিল বৈচিত্র্যময়আরও পড়ুন :

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 23 অগস্ট : গঙ্গার তীরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কল্যাণ সিংয়ের শেষকৃত্য ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং 21 অগস্ট প্রয়াত হন ৷ তার পর আজ, সোমবার বুলন্দশহরের নারোরা শহরের বংশী ঘাটে তাঁর শেষকৃত্য হয় ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আরও বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন ৷ শেষকৃত্যের আগে তাঁরা শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে ৷

আরও পড়ুন : PM Modi tribute : কল্যাণ সিং আর সুশাসন সমার্থক, লখনউতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে টুইট মোদির

রবিবার লখনউ থেকে কল্যাণ সিংয়ের মরদেহ বুলন্দশহরে নিয়ে আসা হয় ৷ পুরো পথেই ছিলেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও এদিন শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন ৷

কল্যাণ সিং বিজেপির বর্ষীয়ান নেতা ছিলেন ৷ যে আন্দোলন হিন্দি বলয়ে বিজেপিকে রাজনৈতিক মাইলেজ দিয়েছিল, সেই রাম মন্দির আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন কল্যাণ সিং ৷ তাই বিজেপিতে তাঁর জনপ্রিয়তা ভালই ছিল ৷ সেই কারণে এদিন তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন অনেক মানুষ ৷ অনেককে জয় শ্রীরাম স্লোগানও দিতে শোনা যায় ৷

আরও পড়ুন : PM Modi to Lucknow : প্রয়াত কল্যাণ সিংকে শেষ শ্রদ্ধা জানাতে লখনৌ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, কল্যাণ সিং বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁকে ভর্তি করা হয় লখনউ-এর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এসজিপিজিআই-তে ৷ সেখানেই গত শনিবার তিনি প্রয়াত হন ৷ রবিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কল্যাণ সিং উত্তরপ্রদেশে দু’বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ প্রথমবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1991 সালের জুন থেকে 1992 সালের ডিসেম্বর পর্যন্ত ৷ তার পর 1997 সালের সেপ্টেম্বরে আবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ৷ 1999 সালের নভেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৷ পরে 2014 থেকে 2019 সালে রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব সামেলেছেন ৷ এছাড়া বিজেপির একাধিক পদে ছিলেন তিনি ৷

আরও পড়ুন : Kalyan Singh: তৃণমূল স্তরের কর্মী থেকে মুখ্যমন্ত্রী, কল্যাণ সিংয়ের রাজনৈতিক জীবন ছিল বৈচিত্র্যময়আরও পড়ুন :

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.