ETV Bharat / bharat

FIR for Eve-teasing Teacher: আই লভ ইউ মেরি জান...শিক্ষিকাকে ইভটিজিং ! এফআইআর দ্বাদশ শ্রেণির 3 ছাত্রের বিরুদ্ধে - ছাত্রের বিরুদ্ধে এফআইআর

আই লভ ইউ মেরি জান...শিক্ষিকাকে এ সব কথা বলে নিত্যদিন ইভটিজিং (FIR for Eve-teasing Teacher) করার অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির 3 ছাত্রের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR Against Student) দায়ের করা হয়েছে ৷

UP: fir against three 12th class students in meerut over eve teasing teacher
আই লভ ইউ মেরি জান...শিক্ষিকাকে ইভটিজিং, এফআইআর দ্বাদশ শ্রেণির 3 ছাত্রের বিরুদ্ধে
author img

By

Published : Nov 27, 2022, 2:59 PM IST

Updated : Nov 27, 2022, 4:46 PM IST

মেরঠ, 27 নভেম্বর: উত্তরপ্রদেশের এক শিক্ষিকাকে ইভটিজিং-এর (FIR for Eve-teasing Teacher) অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির 3 ছাত্রের বিরুদ্ধে ৷ তারা ক্লাস চলাকালীন, স্কুল প্রাঙ্গণে চলাফেরার সময় - সব ক্ষেত্রে ওই শিক্ষিকাকে 'আই লভ ইউ' বলে এবং নানা অশ্লীল ভাষা প্রয়োগ করে বিরক্ত করত বলে অভিযোগ উঠেছে ৷ বারবার নিষেধ করেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই শিক্ষিকা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিনজন ছাত্রের বিরুদ্ধে এফআইআর (FIR Against Student) দায়ের করেছে ৷

উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা ৷ কিথোর থানা এলাকায় অভিযোগ দায়ের করেছেন সেখানকারই একটি স্কুলের শিক্ষিকা । তাঁর অভিযোগ, ক্লাস চলাকালীন, স্কুল-প্রাঙ্গণে যাতায়াতের পথে সবসময় তাঁকে বিরক্ত করে ওই তিন ছাত্র ৷ তারা বলতে থাকে, "আমি তোমাকে ভালোবাসি ম্যাম ৷ আমাকে ভালোবাসো... ওহ ম্যাম, আই লভ ইউ মেরি জান ৷" পাশাপাশি ওই ছাত্ররা তাঁর উদ্দেশে নানা অশ্লীল ভাষাও ব্যবহার করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা । তিনি জানান, ছাত্রদের তিনি অনেক বুঝিয়েছেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন এবং তিন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযুক্ত তিনজন ছাত্রই নাবালক বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সন্তান না হওয়ায় গৃহবধূকে বিষ খাওয়ানের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

ওই শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থীরা তাঁকে উত্ত্যক্ত করে আসছে । অনেক সময় ক্লাসেও অশ্লীল ভাষা ব্যবহার করে তারা । এ দিকে, কিথোরের তদন্তকারী আধিকারিক শুচিতা সিং বলেছেন যে, শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে আইটি আইন লঙ্ঘন এবং শ্লীলতাহানির ধারায় মেরঠের তিন ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্ত ছাত্রদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।

মেরঠ, 27 নভেম্বর: উত্তরপ্রদেশের এক শিক্ষিকাকে ইভটিজিং-এর (FIR for Eve-teasing Teacher) অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির 3 ছাত্রের বিরুদ্ধে ৷ তারা ক্লাস চলাকালীন, স্কুল প্রাঙ্গণে চলাফেরার সময় - সব ক্ষেত্রে ওই শিক্ষিকাকে 'আই লভ ইউ' বলে এবং নানা অশ্লীল ভাষা প্রয়োগ করে বিরক্ত করত বলে অভিযোগ উঠেছে ৷ বারবার নিষেধ করেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই শিক্ষিকা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিনজন ছাত্রের বিরুদ্ধে এফআইআর (FIR Against Student) দায়ের করেছে ৷

উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা ৷ কিথোর থানা এলাকায় অভিযোগ দায়ের করেছেন সেখানকারই একটি স্কুলের শিক্ষিকা । তাঁর অভিযোগ, ক্লাস চলাকালীন, স্কুল-প্রাঙ্গণে যাতায়াতের পথে সবসময় তাঁকে বিরক্ত করে ওই তিন ছাত্র ৷ তারা বলতে থাকে, "আমি তোমাকে ভালোবাসি ম্যাম ৷ আমাকে ভালোবাসো... ওহ ম্যাম, আই লভ ইউ মেরি জান ৷" পাশাপাশি ওই ছাত্ররা তাঁর উদ্দেশে নানা অশ্লীল ভাষাও ব্যবহার করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা । তিনি জানান, ছাত্রদের তিনি অনেক বুঝিয়েছেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন এবং তিন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযুক্ত তিনজন ছাত্রই নাবালক বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সন্তান না হওয়ায় গৃহবধূকে বিষ খাওয়ানের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

ওই শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থীরা তাঁকে উত্ত্যক্ত করে আসছে । অনেক সময় ক্লাসেও অশ্লীল ভাষা ব্যবহার করে তারা । এ দিকে, কিথোরের তদন্তকারী আধিকারিক শুচিতা সিং বলেছেন যে, শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে আইটি আইন লঙ্ঘন এবং শ্লীলতাহানির ধারায় মেরঠের তিন ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্ত ছাত্রদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।

Last Updated : Nov 27, 2022, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.