ETV Bharat / bharat

Woman Life Imprisonment: স্বামীর গায়ের রং পছন্দ না হওয়ায় পেট্রল ঢেলে পুড়িয়ে খুন! যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রীর

স্বামীর গায়ে জ্বালানি ঢেলে তাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন স্ত্রী ৷ পরে স্বামীর মৃত্যু হয় ৷ এই ঘটনায় স্ত্রীকে যাবজ্জীবন কারাবাসের সাজার রায় দিল আদালত ৷

ETV Bharat
স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 3:08 PM IST

Updated : Nov 7, 2023, 4:54 PM IST

সম্বল, 7 নভেম্বর: স্বামীকে পুড়িয়ে হত্যায় দোষী সাব্যস্ত স্ত্রী। শাস্তি যাবজ্জীবন কারাণ্ড । সূত্রের খবর, তিনি তাঁর স্বামীকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিলেন ৷ সোমবার এই ঘটনায় মহিলাকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ তাঁকে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক ৷

সরকারি আইনজীবী জানান, উত্তরপ্রদেশের চন্দৌসা তেহসিলে 2019 সালের 15 এপ্রিল প্রেমশ্রী তাঁর স্বামী সত্যবীরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন ৷ তখন ভোর 6 টা ৷ বাড়িতেও কেউ ছিল না ৷ পরিবারের অন্য সদস্যরা ক্ষেতে চাষবাসের কাজ করতে গিয়েছিল ৷ 25 বছর বয়সি সত্যবীরের দেহের 90 শতাংশই পুড়ে গিয়েছিল ৷ এর ফলে তাঁর মৃত্যু হয় ৷

এই ঘটনায় মৃতের ভাই হরবীর সিং তাঁর বউদির বিরুদ্ধে স্থানীয় থানায় 302 ধারায় মামলা দায়ের করেন ৷ অভিযোগ, সত্যবীর শ্যামবর্ণ, তাঁর গায়ের রং নিয়ে প্রেমশ্রী প্রায়ই স্বামীকে কটাক্ষ করতেন ৷ আর এই জন্যেই তিনি সত্যবীরের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলেছেন ৷ চার বছর ধরে এই মামলা চলার পর গতকাল জেলা দায়রা আদালত এই রায় ঘোষণা করে ৷

এই মামলার শুনানি শেষে অতিরিক্ত জেলা দায়রা বিচারক অশোক কুমার যাদব রায়দান পর্ব স্থগিত রেখেছিলেন ৷ সোমবার আদালত প্রেমশ্রীকে দোষী সাব্যস্ত করে ৷ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় ৷ আদালতে উপস্থিত ছিলেন মৃত সত্যবীরের বাবা মহেন্দ্র ৷ তিনি বলেন, "আদালতের উপর আমার বিশ্বাস আছে ৷ আজ বিচার পেলাম ৷"

আরও পড়ুন: এনআরআই স্বামীকে খুন, মহিলাকে মৃত্যুদণ্ড ও প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

সম্বল, 7 নভেম্বর: স্বামীকে পুড়িয়ে হত্যায় দোষী সাব্যস্ত স্ত্রী। শাস্তি যাবজ্জীবন কারাণ্ড । সূত্রের খবর, তিনি তাঁর স্বামীকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিলেন ৷ সোমবার এই ঘটনায় মহিলাকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ তাঁকে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক ৷

সরকারি আইনজীবী জানান, উত্তরপ্রদেশের চন্দৌসা তেহসিলে 2019 সালের 15 এপ্রিল প্রেমশ্রী তাঁর স্বামী সত্যবীরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন ৷ তখন ভোর 6 টা ৷ বাড়িতেও কেউ ছিল না ৷ পরিবারের অন্য সদস্যরা ক্ষেতে চাষবাসের কাজ করতে গিয়েছিল ৷ 25 বছর বয়সি সত্যবীরের দেহের 90 শতাংশই পুড়ে গিয়েছিল ৷ এর ফলে তাঁর মৃত্যু হয় ৷

এই ঘটনায় মৃতের ভাই হরবীর সিং তাঁর বউদির বিরুদ্ধে স্থানীয় থানায় 302 ধারায় মামলা দায়ের করেন ৷ অভিযোগ, সত্যবীর শ্যামবর্ণ, তাঁর গায়ের রং নিয়ে প্রেমশ্রী প্রায়ই স্বামীকে কটাক্ষ করতেন ৷ আর এই জন্যেই তিনি সত্যবীরের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলেছেন ৷ চার বছর ধরে এই মামলা চলার পর গতকাল জেলা দায়রা আদালত এই রায় ঘোষণা করে ৷

এই মামলার শুনানি শেষে অতিরিক্ত জেলা দায়রা বিচারক অশোক কুমার যাদব রায়দান পর্ব স্থগিত রেখেছিলেন ৷ সোমবার আদালত প্রেমশ্রীকে দোষী সাব্যস্ত করে ৷ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় ৷ আদালতে উপস্থিত ছিলেন মৃত সত্যবীরের বাবা মহেন্দ্র ৷ তিনি বলেন, "আদালতের উপর আমার বিশ্বাস আছে ৷ আজ বিচার পেলাম ৷"

আরও পড়ুন: এনআরআই স্বামীকে খুন, মহিলাকে মৃত্যুদণ্ড ও প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

Last Updated : Nov 7, 2023, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.