ETV Bharat / bharat

নিজের বদলে শ্যালককে ডিউটিতে পাঠিয়ে ফাঁসলেন উত্তরপ্রদেশের এক পুলিশ কনস্টেবল - ঠাকুরদ্বারা পুলিশ স্টেশন

বাড়িতেই শ্য়ালককে পুলিশের অস্ত্র চালনার প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছেন ৷ অভিযোগ, তারপর নিজের ডিউটিতে তাঁকে পাঠিয়েছেন ৷ নাম এক হলেও পদবী আলাদা ৷ চেহারারও মিল নেই ৷ তবু তা এড়িয়ে গিয়েছিল পুলিশ কর্তাদের চোখে ৷ কিন্তু ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন কেউ ৷ চলছে জিজ্ঞাসাবাদ, নকল পুলিশ কর্মী পালিয়েছেন ৷

অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল
অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল
author img

By

Published : Jun 19, 2021, 4:01 PM IST

উত্তরপ্রদেশ, 19 জুন : নিজের বদলে শালাকে পুলিশ ট্রেনিং দিয়ে কাজে বহাল করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ঠাকুরদ্বারা পুলিশ স্টেশনের ৷

জানা গিয়েছে, অনিল কুমার মুজফফরনগরের বাসিন্দা ৷ 2011-তে বরেলিতে পুলিশ নিয়োগের পরীক্ষায় পাশ করলেও প্রশিক্ষণে ব্যর্থ হন, একই ঘটনা ঘটে মিরাটে, 2012-তে ৷ 2012-র নভেম্বরে ফের গোরখপুরে তৃতীয় বার আবেদন করে পাশ করে কনস্টেবলের পদ পান অনিল ৷ বরেলিতে শপথ নিয়ে কাজে যোগ দেন কনস্টেবল অনিল কুমার ৷ এরপর তাঁকে বরেলি থেকে মোরাদাবাদে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : তামিলনাড়ুর চিড়িয়াখানায় 4টি সিংহ ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত

এইখানেই গোলমালের সূত্রপাত ৷ অনিল কুমারের বিরুদ্ধে অভিযোগ, এই সময় তিনি নাকি তাঁর শ্যালক অনিল সোনিকে বাড়িতে পুলিশি অস্ত্র চালনার প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে সোনিকেই তাঁর বদলে মোরাদাবাদে ডিউটিতে পাঠান ৷ সোনি সেখানে উচ্চাধিকারিকের কাছে বরেলি থেকে পাওয়া অনিল কুমারের নামে সংশ্লিষ্ট সরকারি কাগজপত্র জমা দেন ৷ আর অনিল কুমার-এর নামে কাজ করতে শুরু করেন ৷ তাঁকে সরকার থেকে পিস্তল, কার্বাইন, এসএলআর দেওয়া হয় ৷ নাম এক, কিন্তু চেহারার সঙ্গে কি পরিচিত ছিলেন না পুলিশ প্রশাসনের আধিকারিকরা, কী ভাবে বিষয়টি চোখ এড়িয়ে গেল কর্তৃপক্ষের ?

কিছু নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি এই বিষয়টি পুলিশের উচ্চাধিকারিকদের কানে তোলেন ৷ এরপরই গোপন তদন্ত শুরু করে দেয় উত্তরপ্রদেশের পুলিশ ৷ ইতিমধ্যে পুলিশ অনিল কুমারকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে ৷ কিন্তু উধাও নকল অনিল কুমার ওরফে অনিল সোনি ৷

উত্তরপ্রদেশ, 19 জুন : নিজের বদলে শালাকে পুলিশ ট্রেনিং দিয়ে কাজে বহাল করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ঠাকুরদ্বারা পুলিশ স্টেশনের ৷

জানা গিয়েছে, অনিল কুমার মুজফফরনগরের বাসিন্দা ৷ 2011-তে বরেলিতে পুলিশ নিয়োগের পরীক্ষায় পাশ করলেও প্রশিক্ষণে ব্যর্থ হন, একই ঘটনা ঘটে মিরাটে, 2012-তে ৷ 2012-র নভেম্বরে ফের গোরখপুরে তৃতীয় বার আবেদন করে পাশ করে কনস্টেবলের পদ পান অনিল ৷ বরেলিতে শপথ নিয়ে কাজে যোগ দেন কনস্টেবল অনিল কুমার ৷ এরপর তাঁকে বরেলি থেকে মোরাদাবাদে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : তামিলনাড়ুর চিড়িয়াখানায় 4টি সিংহ ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত

এইখানেই গোলমালের সূত্রপাত ৷ অনিল কুমারের বিরুদ্ধে অভিযোগ, এই সময় তিনি নাকি তাঁর শ্যালক অনিল সোনিকে বাড়িতে পুলিশি অস্ত্র চালনার প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে সোনিকেই তাঁর বদলে মোরাদাবাদে ডিউটিতে পাঠান ৷ সোনি সেখানে উচ্চাধিকারিকের কাছে বরেলি থেকে পাওয়া অনিল কুমারের নামে সংশ্লিষ্ট সরকারি কাগজপত্র জমা দেন ৷ আর অনিল কুমার-এর নামে কাজ করতে শুরু করেন ৷ তাঁকে সরকার থেকে পিস্তল, কার্বাইন, এসএলআর দেওয়া হয় ৷ নাম এক, কিন্তু চেহারার সঙ্গে কি পরিচিত ছিলেন না পুলিশ প্রশাসনের আধিকারিকরা, কী ভাবে বিষয়টি চোখ এড়িয়ে গেল কর্তৃপক্ষের ?

কিছু নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি এই বিষয়টি পুলিশের উচ্চাধিকারিকদের কানে তোলেন ৷ এরপরই গোপন তদন্ত শুরু করে দেয় উত্তরপ্রদেশের পুলিশ ৷ ইতিমধ্যে পুলিশ অনিল কুমারকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে ৷ কিন্তু উধাও নকল অনিল কুমার ওরফে অনিল সোনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.