ETV Bharat / bharat

Yogi Adityanath : আগে সরকারি টাকায় কবরস্থান হত, এখন মন্দির হয় : যোগী - Ayodhya

বুধবার অযোধ্যার রামকথা পার্কে দীপোৎসবে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

up cm yogi adityanath says that earlier public money was spent on kabristan bjp govt using it for upgrade of temples
Yogi Adityanath : আগে সরকারি টাকায় কবরস্থান হত, এখন মন্দির হয় : যোগী
author img

By

Published : Nov 4, 2021, 8:39 PM IST

অযোধ্যা, 4 নভেম্বর : সরকারি অর্থ খরচ করে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আগে তৈরি করা হত কবরস্থান ৷ কিন্তু এখন তৈরি হয় মন্দির ৷ বুধবার এমনই দাবি করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷

গতকাল অযোধ্যার রামকথা পার্কে দীপোৎসবের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে হাজির হয়ে উত্তরপ্রদেশের আগের সরকারগুলি নিয়ে সমালোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ৷

আরও পড়ুন : Yogi Adityanath: দোল পর্যন্ত বিনামূল্যে রেশন, ভোটের আগে কল্পতরু যোগী

এই প্রসঙ্গে তিনি টেনে আনেন অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরির প্রসঙ্গ৷ এই ইস্যুতে তিনি বিরোধীদের সমালোচনাও করেছেন ৷ তাঁর দাবি, 30 বছর আগে উত্তর প্রদেশে জয় শ্রীরাম (Jai Sree Ram) বলা অপরাধ ছিল ৷ তাঁর দাবি, রাম সকলকে ঐক্যবদ্ধ করে ৷ তাই রাম মন্দির 2023 সালের মধ্যে তৈরি হবেই ৷ কেউ তা আটকাতে পারবে না ৷

এছাড়া উল্লেখ করেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কীভাবে উত্তরপ্রদেশে 500 টি মন্দিরের মানোন্নয়নের কাজ হচ্ছে ৷ 300 টি মন্দিরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে তিনি জানান ৷ বাকি মন্দিরগুলি ঠিক করার কাজ আগামী দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদী-শাহকে কটাক্ষ বিরোধীদের

তাঁর কথায়, ‘‘এটা একেবারে ভিন্ন চিন্তার বিষয় ৷ যাঁরা করবস্থান ভালবাসেন, তাঁরা সেখানে সরকারি টাকা খরচ করেছেন ৷ আর যাঁরা ধর্ম ও সংস্কৃতি ভালবাসেন তাঁরা সেখানে খরচ করেছেন ৷’’

পাশাপাশি উত্তরপ্রদেশের মানুষের জন্য সুখবরও শোনান যোগী আদিত্যনাথ ৷ তিনি জানান, আগামী হোলি পর্যন্ত উত্তর প্রদেশে বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে এই সুবিধা রাজ্যের মানুষ পাবেন ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারতের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাওয়া উচিত : মোদি

করোনার সময় কেন্দ্রীয় সরকার এই প্রকল্প এনেছিল ৷ যে প্রকল্পে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হয় ৷ ওই প্রকল্পের মেয়াদ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু সেই সময়সীমা তিনি উত্তরপ্রদেশের জন্য বাড়িয়ে দিলেন আগামী বছরের হোলি পর্যন্ত ৷

তিনি জানান, তাঁর সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের 15 কোটি মানুষ উপকৃত হবেন ৷ তাঁরা বিনামূল্যে লবণ, চিনি, ডাল ও তেল পাবেন ৷ তাছাড়া তিনি দাবি করেন যে তাঁর সরকার উত্তরপ্রদেশে আরও 50 টি প্রকল্পের সূচনা করেছে ৷ যার জন্য 661 কোটি টাকা খরচ হবে ৷

আরও পড়ুন : Lalu Prasad Yadav : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর ফের দাম বাড়বে জ্বালানির, ভবিষ্যদ্বাণী লালুর

আর কয়েকমাস পরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) ৷ সেই নির্বাচনে জেতার জন্যই কি আচমকা কল্পতরু উঠছেন যোগী আদিত্যনাথ, উঠছে প্রশ্ন ৷

অযোধ্যা, 4 নভেম্বর : সরকারি অর্থ খরচ করে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আগে তৈরি করা হত কবরস্থান ৷ কিন্তু এখন তৈরি হয় মন্দির ৷ বুধবার এমনই দাবি করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷

গতকাল অযোধ্যার রামকথা পার্কে দীপোৎসবের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে হাজির হয়ে উত্তরপ্রদেশের আগের সরকারগুলি নিয়ে সমালোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ৷

আরও পড়ুন : Yogi Adityanath: দোল পর্যন্ত বিনামূল্যে রেশন, ভোটের আগে কল্পতরু যোগী

এই প্রসঙ্গে তিনি টেনে আনেন অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরির প্রসঙ্গ৷ এই ইস্যুতে তিনি বিরোধীদের সমালোচনাও করেছেন ৷ তাঁর দাবি, 30 বছর আগে উত্তর প্রদেশে জয় শ্রীরাম (Jai Sree Ram) বলা অপরাধ ছিল ৷ তাঁর দাবি, রাম সকলকে ঐক্যবদ্ধ করে ৷ তাই রাম মন্দির 2023 সালের মধ্যে তৈরি হবেই ৷ কেউ তা আটকাতে পারবে না ৷

এছাড়া উল্লেখ করেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কীভাবে উত্তরপ্রদেশে 500 টি মন্দিরের মানোন্নয়নের কাজ হচ্ছে ৷ 300 টি মন্দিরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে তিনি জানান ৷ বাকি মন্দিরগুলি ঠিক করার কাজ আগামী দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদী-শাহকে কটাক্ষ বিরোধীদের

তাঁর কথায়, ‘‘এটা একেবারে ভিন্ন চিন্তার বিষয় ৷ যাঁরা করবস্থান ভালবাসেন, তাঁরা সেখানে সরকারি টাকা খরচ করেছেন ৷ আর যাঁরা ধর্ম ও সংস্কৃতি ভালবাসেন তাঁরা সেখানে খরচ করেছেন ৷’’

পাশাপাশি উত্তরপ্রদেশের মানুষের জন্য সুখবরও শোনান যোগী আদিত্যনাথ ৷ তিনি জানান, আগামী হোলি পর্যন্ত উত্তর প্রদেশে বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে এই সুবিধা রাজ্যের মানুষ পাবেন ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারতের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাওয়া উচিত : মোদি

করোনার সময় কেন্দ্রীয় সরকার এই প্রকল্প এনেছিল ৷ যে প্রকল্পে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হয় ৷ ওই প্রকল্পের মেয়াদ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু সেই সময়সীমা তিনি উত্তরপ্রদেশের জন্য বাড়িয়ে দিলেন আগামী বছরের হোলি পর্যন্ত ৷

তিনি জানান, তাঁর সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের 15 কোটি মানুষ উপকৃত হবেন ৷ তাঁরা বিনামূল্যে লবণ, চিনি, ডাল ও তেল পাবেন ৷ তাছাড়া তিনি দাবি করেন যে তাঁর সরকার উত্তরপ্রদেশে আরও 50 টি প্রকল্পের সূচনা করেছে ৷ যার জন্য 661 কোটি টাকা খরচ হবে ৷

আরও পড়ুন : Lalu Prasad Yadav : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর ফের দাম বাড়বে জ্বালানির, ভবিষ্যদ্বাণী লালুর

আর কয়েকমাস পরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) ৷ সেই নির্বাচনে জেতার জন্যই কি আচমকা কল্পতরু উঠছেন যোগী আদিত্যনাথ, উঠছে প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.