ETV Bharat / bharat

Yogi outwits Rahul: টুইটারে রাহুলকে পিছনে ফেললেন যোগী আদিত্যনাথ - টুইটার

টুইটার ফলোয়ারের নিরিখে রাহুল গান্ধির (Congress MP Rahul Gandhi) থেকে এগিয়ে গেলেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ ড্রাগ মাফিয়াদের (Drug Mafia) বিরুদ্ধে প্রচারের জেরেই টুইটারে ফলোয়ার বেড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৷

UP cm yogi adityanath beats rahul gandhi on twitter
Yogi outwits Rahul: টুইটারে রাহুলকে পিছনে ফেললেন যোগী আদিত্যনাথ
author img

By

Published : Sep 3, 2022, 8:39 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 3 সেপ্টেম্বর : ড্রাগ মাফিয়াদের (Drug Mafia) বিরুদ্ধে বিশেষ প্রচার চালাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ এই প্রচারের জেরে তাঁর জনপ্রিয়তা বেশ খানিকটা বেড়েছে ৷ ফলে টুইটারেও (Twitter) বেড়েছে তাঁর ফলোয়ারের সঙ্গে ৷ এর জেরে তিনি পিছনে ফেলে দিলেন কংগ্রেসের রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ৷ ওয়েনাড়ের সাংসদের এখন টুইটারে ফলোয়ার সংখ্যা 21.4 মিলিয়ন ৷ আর যোগী আদিত্যনাথের ফলোয়ার সংখ্যা 21.5 মিলিয়ন ৷

সম্প্রতি ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে এই প্রচার শুরু করেছেন যোগী আদিত্যনাথ ৷ যা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে ৷ সেখানে #যোগীএগেনেস্ট_ড্রাগমাফিয়া (#YogiAgainst_DrugMafia), যার অর্থ ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ ৷ এই হ্যাশট্যাগও জনপ্রিয় হয়েছে ৷ গত 27 অগস্ট এই হ্যাশট্যাগ দিয়ে 38 হাজার নেটিজেন টুইট করেন ৷ যা পৌঁছে যায় 66 মিলিয়ন নেট ব্যবহারকারীর কাছে ৷

UP cm yogi adityanath beats rahul gandhi on twitter
রাহুল ও যোগীর টুইটারের ফলোয়ার

একজন নেটিজেন, যাঁর নাম হরিশ শর্মা, তিনি টুইটে লিখেছেন, ‘‘এখন পোস্টার দেওয়া হবে ৷ সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে ৷ ড্রাগ ডিলারদের জীবন যোগীজির শাসনে শেষ হয়ে যাবে ৷ এটা বাবার স্টাইল ৷’’

আর এই প্রচারের জন্যই গত কয়েকদিনে যোগী আদিত্যনাথের টুইটার ফলোয়ার সংখ্যা হু হু করে বেড়েছে ৷ এখন তা পৌঁছেছে 21.5 মিলিয়নে ৷ এই সংখ্যাই তাঁকে এগিয়ে দিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির থেকে ৷

আরও পড়ুন : মণিপুরের মতো বিহারও হবে জেডিইউ মুক্ত, দাবি বিজেপির সুশীল মোদির

লখনউ (উত্তরপ্রদেশ), 3 সেপ্টেম্বর : ড্রাগ মাফিয়াদের (Drug Mafia) বিরুদ্ধে বিশেষ প্রচার চালাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ এই প্রচারের জেরে তাঁর জনপ্রিয়তা বেশ খানিকটা বেড়েছে ৷ ফলে টুইটারেও (Twitter) বেড়েছে তাঁর ফলোয়ারের সঙ্গে ৷ এর জেরে তিনি পিছনে ফেলে দিলেন কংগ্রেসের রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ৷ ওয়েনাড়ের সাংসদের এখন টুইটারে ফলোয়ার সংখ্যা 21.4 মিলিয়ন ৷ আর যোগী আদিত্যনাথের ফলোয়ার সংখ্যা 21.5 মিলিয়ন ৷

সম্প্রতি ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে এই প্রচার শুরু করেছেন যোগী আদিত্যনাথ ৷ যা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে ৷ সেখানে #যোগীএগেনেস্ট_ড্রাগমাফিয়া (#YogiAgainst_DrugMafia), যার অর্থ ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ ৷ এই হ্যাশট্যাগও জনপ্রিয় হয়েছে ৷ গত 27 অগস্ট এই হ্যাশট্যাগ দিয়ে 38 হাজার নেটিজেন টুইট করেন ৷ যা পৌঁছে যায় 66 মিলিয়ন নেট ব্যবহারকারীর কাছে ৷

UP cm yogi adityanath beats rahul gandhi on twitter
রাহুল ও যোগীর টুইটারের ফলোয়ার

একজন নেটিজেন, যাঁর নাম হরিশ শর্মা, তিনি টুইটে লিখেছেন, ‘‘এখন পোস্টার দেওয়া হবে ৷ সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে ৷ ড্রাগ ডিলারদের জীবন যোগীজির শাসনে শেষ হয়ে যাবে ৷ এটা বাবার স্টাইল ৷’’

আর এই প্রচারের জন্যই গত কয়েকদিনে যোগী আদিত্যনাথের টুইটার ফলোয়ার সংখ্যা হু হু করে বেড়েছে ৷ এখন তা পৌঁছেছে 21.5 মিলিয়নে ৷ এই সংখ্যাই তাঁকে এগিয়ে দিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির থেকে ৷

আরও পড়ুন : মণিপুরের মতো বিহারও হবে জেডিইউ মুক্ত, দাবি বিজেপির সুশীল মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.