ETV Bharat / bharat

ATS interrogates Atiq Ahmed: লস্কর ও আইএসআই এর সঙ্গে যোগাযোগ নিয়ে আতিক জেরা উত্তরপ্রদেশ এটিএসের - গুজরাতের সবরমতি জেল

গ্যাংস্টার আতিক আহমেদের সঙ্গে জঙ্গিযোগের সন্ধান পেয়েছে উত্তরপ্রদেশের এটিএস ৷ সেই কারণে তাঁকে শুক্রবার সন্ধ্যায় জেরা করে এটিএস ৷ তাঁর ভাই আশরাফকেও জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

ATS interrogates Atiq Ahmed
ATS interrogates Atiq Ahmed
author img

By

Published : Apr 15, 2023, 3:48 PM IST

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 15 এপ্রিল: গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টারে মৃত্যুর পরে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড বা এটিএস তাঁর বিরুদ্ধে আরও তদন্ত শুরু করেছে ৷ উত্তরপ্রদেশ পুলিশের একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে, এটিএসের একটি দল আতিক ও তাঁর ভাই আশরাফকে জেরা শুরু করেছে ৷ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে তাঁদের কী যোগাযোগ, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ শুক্রবার সন্ধ্যায় এটিএসের আধিকারিকরা প্রয়াগরাজের ধুমানগঞ্জ থানায় পৌঁছে আতিক আহমেদ ও আশরাফকে জিজ্ঞাসাবাদ করেন ।

গুজরাতের সবরমতি জেলে বন্দি ছিলেন আতিক আহমেদ ৷ সম্প্রতি তাঁকে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয় একটি মামলার রায়ের কারণে ৷ খুনের দায়ে সাজাও হয় আতিকের ৷ তার পর তাঁকে আবার গুজরাতের সবরমতী জেলে পাঠিয়ে দেওয়া হয় ৷ তার পর অন্য একটি মামলায় তাঁকে আবার উত্তরপ্রদেশে ফিরিয়ে আনা হয়েছে ৷

এর মধ্যে আতিকের ছেলে আসাদ এনকাউন্টারে নিহত হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে উমেশ পালকে খুনের অভিযোগ ছিল ৷ পুলিশ তাঁর নামে 5 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল ৷ কিন্তু বুধবার উত্তরপ্রদেশের এটিএসের সঙ্গে এনকাউন্টারে তাঁর মৃত্যু হয় ৷ অন্যদিকে বৃহস্পতিবার আদালতে আতিক ও আশরাফকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ সেই আবেদনে জানানো হয়, আতিক ও আশরাফ পাকিস্তান থেকে অস্ত্র ও গোলাবারুদ আনতেন । পঞ্জাব হয়ে ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র ও কার্তুজ আনা হত । সেই কারণে তাঁদের আরও জেরা প্রয়োজন ৷ পুলিশের দেওয়া এই তথ্য আরও বিপাকে ফেলেছে আতিক ও আশরাফকে ৷

আদালতে পুলিশের তরফে আরও জানানো হয়, অস্ত্রের জোগানের জন্যই তাঁরা লস্কর-ই-তইবা ও পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ রাখত ৷ আদালত দু’জনকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ তার পরই তাঁদের জেরা করতে প্রয়াগরাজে পৌঁছে যায় উত্তরপ্রদেশের এটিএস ৷ জানা গিয়েছে, পুলিশ ও উত্তরপ্রদেশের এসটিএফ উমেশ পাল হত্যাকাণ্ড নিয়ে আতিক ও আশরাফকে বারবার জেরা করছিল ৷ সেই কারণে এটিএসের পক্ষে জেরা সম্ভব হয়নি ৷ তাই এবার তারা আতিক ও আশরাফের জঙ্গিযোগ নিয়ে সমস্ত রহস্যের উন্মোচন করতে চায় ৷

আরও পড়ুন: আদালতে মিলল ছেলের মৃত্যুর খবর, রাতে ধুমনগঞ্জ থানায় জেরা আতিককে

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 15 এপ্রিল: গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টারে মৃত্যুর পরে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড বা এটিএস তাঁর বিরুদ্ধে আরও তদন্ত শুরু করেছে ৷ উত্তরপ্রদেশ পুলিশের একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে, এটিএসের একটি দল আতিক ও তাঁর ভাই আশরাফকে জেরা শুরু করেছে ৷ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে তাঁদের কী যোগাযোগ, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ শুক্রবার সন্ধ্যায় এটিএসের আধিকারিকরা প্রয়াগরাজের ধুমানগঞ্জ থানায় পৌঁছে আতিক আহমেদ ও আশরাফকে জিজ্ঞাসাবাদ করেন ।

গুজরাতের সবরমতি জেলে বন্দি ছিলেন আতিক আহমেদ ৷ সম্প্রতি তাঁকে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয় একটি মামলার রায়ের কারণে ৷ খুনের দায়ে সাজাও হয় আতিকের ৷ তার পর তাঁকে আবার গুজরাতের সবরমতী জেলে পাঠিয়ে দেওয়া হয় ৷ তার পর অন্য একটি মামলায় তাঁকে আবার উত্তরপ্রদেশে ফিরিয়ে আনা হয়েছে ৷

এর মধ্যে আতিকের ছেলে আসাদ এনকাউন্টারে নিহত হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে উমেশ পালকে খুনের অভিযোগ ছিল ৷ পুলিশ তাঁর নামে 5 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল ৷ কিন্তু বুধবার উত্তরপ্রদেশের এটিএসের সঙ্গে এনকাউন্টারে তাঁর মৃত্যু হয় ৷ অন্যদিকে বৃহস্পতিবার আদালতে আতিক ও আশরাফকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ সেই আবেদনে জানানো হয়, আতিক ও আশরাফ পাকিস্তান থেকে অস্ত্র ও গোলাবারুদ আনতেন । পঞ্জাব হয়ে ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র ও কার্তুজ আনা হত । সেই কারণে তাঁদের আরও জেরা প্রয়োজন ৷ পুলিশের দেওয়া এই তথ্য আরও বিপাকে ফেলেছে আতিক ও আশরাফকে ৷

আদালতে পুলিশের তরফে আরও জানানো হয়, অস্ত্রের জোগানের জন্যই তাঁরা লস্কর-ই-তইবা ও পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ রাখত ৷ আদালত দু’জনকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ তার পরই তাঁদের জেরা করতে প্রয়াগরাজে পৌঁছে যায় উত্তরপ্রদেশের এটিএস ৷ জানা গিয়েছে, পুলিশ ও উত্তরপ্রদেশের এসটিএফ উমেশ পাল হত্যাকাণ্ড নিয়ে আতিক ও আশরাফকে বারবার জেরা করছিল ৷ সেই কারণে এটিএসের পক্ষে জেরা সম্ভব হয়নি ৷ তাই এবার তারা আতিক ও আশরাফের জঙ্গিযোগ নিয়ে সমস্ত রহস্যের উন্মোচন করতে চায় ৷

আরও পড়ুন: আদালতে মিলল ছেলের মৃত্যুর খবর, রাতে ধুমনগঞ্জ থানায় জেরা আতিককে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.