লখনউ, 31 জানুয়ারি: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে (UP Assembly Election 2022) অখিলেশ যাদবের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেলকে প্রার্থী করল বিজেপি (SP Singh Baghel vs Akhilesh Yadav)৷ মইনপুরীর কারহাল কেন্দ্র (Karhal seat) থেকে লড়বেন বাঘেল ৷
এদিকে, আজই ওই কেন্দ্র থেকে মনোনয়নপত্র পেশ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ৷ আজ দুপুরে মইনপুরীর জেলা কালেক্টরেটে মনোনয়নপত্র জমা দেন তিনি ৷ তাঁর দাবি, বিজেপি এই কেন্দ্রে যাঁকেই প্রার্থী করুক, তাঁকে পরাজয়ের মুখ দেখতে হবে ৷
আরও পড়ুন: Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে বাড়ি বাড়ি প্রচারে অমিত শাহ
আজ মনোনয়নপত্র পেশ করেছেন এসপি সিং বাঘেলও ৷ বর্তমানে তিনি আগ্রা লোকসভা কেন্দ্রের সাংসদ ৷ কারহাল কেন্দ্রে অখিলেশ যাদবকে টক্কর দিতে হেভিওয়েট প্রার্থীকে বাজি রাখল বিজেপি ৷
আরও পড়ুন: Akhilesh Attacks BJP : ভোটের আগে বিজেপি সবকিছু করতে পারে, কপ্টার বিতর্কে সরব অখিলেশ