ETV Bharat / bharat

AFSPA extended in Nagaland : নাগাল্যান্ডে আরও ছয়মাস বাড়ল আফস্পার মেয়াদ - Nagaland AFSPA latest news

নাগাল্যান্ডের পরিস্থিতি স্থিতিশীল নয় ৷ তাই আরও 6 মাস এখানে কার্যকর থাকবে আফস্পা ৷ (Union Ministry of Home Affairs extends AFSPA in Nagaland for 6 months)

AFSPA extended in Nagaland
নাগাল্যান্ডে বাড়ল আফস্পার মেয়াদ
author img

By

Published : Dec 30, 2021, 9:27 AM IST

Updated : Dec 30, 2021, 10:22 AM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর : বাড়ানো হল বিতর্কিত আফস্পার সময়সীমা (Union Ministry of Home Affairs extends AFSPA in Nagaland for 6 months) ৷ বৃহস্পতিবার, 30 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে, নাগাল্যান্ড এখনও 'অশান্ত' ৷ তাই আজ থেকে আগামী 6 মাসের জন্য সেখানে কার্যকর থাকবে আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট, 1958 (Armed Forces (Special Powers) Act, 1958) ৷

অমিত শাহের মন্ত্রক আজ একটি গেজেট নোটিফিকেশনে জানিয়েছে, নাগাল্যান্ড রাজ্য এমন একটা অস্থির আর বিপজ্জনক অবস্থায় রয়েছে যে সমাজকে রক্ষা করতে সেখানে সেনাবাহিনী দরকার ৷ কেন্দ্রীয় সরকার সমগ্র নাগাল্যান্ড রাজ্যকে 'অশান্ত এলাকা' (disturbed area) হিসেবে ঘোষণা করছে ৷ তাই 30 ডিসেম্বর, 2021 থেকে 3 নম্বর ধারার (Section 3) আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট, 1958-এর মেয়াদ বৃদ্ধি করা হল ৷ এই নোটিফিকেশনটি প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব ( additional secretary in the Home Ministry) পীষূষ গোয়েল (Piyush Goyal) ৷

আরও পড়ুন : Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার, জারি 144 ধারা

4 ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায় (Mon) অসম রাইফেলসের অতর্কিত আক্রমণে মারা যান 13 জন নিরীহ নাগরিক ৷ আহত হন 11 জন ৷ এরপর ফের বিতর্ক তৈরি হয় আফস্পা নিয়ে ৷ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও (Chief Minister Neiphiu Rio) এই আইন প্রত্যাহারের কথা জানান কেন্দ্রীয় সরকারকে ৷ 20 ডিসেম্বর নাগাল্যান্ডের বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই আইন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷

উত্তরপূর্বের এই রাজ্যটি থেকে আফস্পা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়টি খতিয়ে দেখতে বুধবার বিবেক জোশীর (secretary-level officer Vivek Joshi) নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার ৷ কমিটির অন্যতম সদস্য পীযূষ গোয়েল ৷ এরপর দিনই মেয়াদ বৃদ্ধির ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ 1958 সালে উত্তর-পূর্বে বলবৎ করা হয় এই বিতর্কিত আইন ৷ নাগাল্যান্ড রাজ্যের স্বীকৃতি পেয়েছে 1963 সালে ৷ তাই জন্মলগ্ন থেকে সেখানে এই আইন বহাল রয়েছে ৷

নয়াদিল্লি, 30 ডিসেম্বর : বাড়ানো হল বিতর্কিত আফস্পার সময়সীমা (Union Ministry of Home Affairs extends AFSPA in Nagaland for 6 months) ৷ বৃহস্পতিবার, 30 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে, নাগাল্যান্ড এখনও 'অশান্ত' ৷ তাই আজ থেকে আগামী 6 মাসের জন্য সেখানে কার্যকর থাকবে আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট, 1958 (Armed Forces (Special Powers) Act, 1958) ৷

অমিত শাহের মন্ত্রক আজ একটি গেজেট নোটিফিকেশনে জানিয়েছে, নাগাল্যান্ড রাজ্য এমন একটা অস্থির আর বিপজ্জনক অবস্থায় রয়েছে যে সমাজকে রক্ষা করতে সেখানে সেনাবাহিনী দরকার ৷ কেন্দ্রীয় সরকার সমগ্র নাগাল্যান্ড রাজ্যকে 'অশান্ত এলাকা' (disturbed area) হিসেবে ঘোষণা করছে ৷ তাই 30 ডিসেম্বর, 2021 থেকে 3 নম্বর ধারার (Section 3) আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট, 1958-এর মেয়াদ বৃদ্ধি করা হল ৷ এই নোটিফিকেশনটি প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব ( additional secretary in the Home Ministry) পীষূষ গোয়েল (Piyush Goyal) ৷

আরও পড়ুন : Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার, জারি 144 ধারা

4 ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায় (Mon) অসম রাইফেলসের অতর্কিত আক্রমণে মারা যান 13 জন নিরীহ নাগরিক ৷ আহত হন 11 জন ৷ এরপর ফের বিতর্ক তৈরি হয় আফস্পা নিয়ে ৷ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও (Chief Minister Neiphiu Rio) এই আইন প্রত্যাহারের কথা জানান কেন্দ্রীয় সরকারকে ৷ 20 ডিসেম্বর নাগাল্যান্ডের বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই আইন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷

উত্তরপূর্বের এই রাজ্যটি থেকে আফস্পা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়টি খতিয়ে দেখতে বুধবার বিবেক জোশীর (secretary-level officer Vivek Joshi) নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার ৷ কমিটির অন্যতম সদস্য পীযূষ গোয়েল ৷ এরপর দিনই মেয়াদ বৃদ্ধির ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ 1958 সালে উত্তর-পূর্বে বলবৎ করা হয় এই বিতর্কিত আইন ৷ নাগাল্যান্ড রাজ্যের স্বীকৃতি পেয়েছে 1963 সালে ৷ তাই জন্মলগ্ন থেকে সেখানে এই আইন বহাল রয়েছে ৷

Last Updated : Dec 30, 2021, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.