ETV Bharat / bharat

Smriti Targets Congress: অধীরের 'রাষ্ট্রপত্নী' মন্তব্যের কড়া সমালোচনায় স্মৃতি

স্মৃতির কথায় "অধীর ভালোভাবেই জানতেন এ ধরনের মন্তব্য করা মানে রাষ্ট্রপতি পদের অসম্মান করা ৷ পাশাপাশি ভারতীয় মূল্যবোধেও যে আঘাত লাগবে তাও তাঁর জানা ছিল ৷ তবু এই মন্তব্য করেছেন ৷ কংগ্রেসের উচিত ক্ষমা চাওয়া (Smriti Irani said Congress should apologise ) ৷"

Smriti Targets Congress
অধীরের রাষ্ট্রপত্নী মন্তব্যের কড়া সমালোচনায় স্মৃতি
author img

By

Published : Jul 28, 2022, 2:11 PM IST

নয়া দিল্লি, 28 জুলাই: দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য বিতর্কে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি দেশের সর্বোচ্চ নাগরিককে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেছেন দাবি করে কংগ্রেসকে নিশানা করলেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷ পাশাপাশি কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন তিনি (Congress leader Adhir Chowdhury sparked controversy) ৷ তাঁর কথায়, "অধীর ভালোভাবেই জানতেন এ ধরনের মন্তব্য করা মানে রাষ্ট্রপতি পদের অসম্মান করা ৷ পাশাপাশি ভারতীয় মূল্যবোধেও যে আঘাত লাগবে তাও তাঁর জানা ছিল ৷ তবু এই মন্তব্য করেছেন ৷ কংগ্রেসের উচিত ক্ষমা চাওয়া ৷" জানা গিয়েছে, দিল্লিতে একটি প্রতিবাদে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করেন অধীর ৷ তবে ক্ষমা চাইতে নারাজ অধীর ৷ তাঁর দাবি তিনি কোনও অপরাধ করেননি তাই ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই ৷

  • #WATCH | BJP MPs in Parliament protest against Congress MP Adhir Ranjan Chowdhury, demand apology from him, on his 'Rashtrapatni' remark against President Droupadi Murmu in a video clip pic.twitter.com/zPovbGfLfM

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংবাদিকদের স্মৃতি জানান, ভারতের রাষ্ট্রপতি হয়ে ইতিহাস রচনা করেছেন আদিবাসী পরিবারে এই সন্তান ৷ অথচ প্রথম থেকেই কংগ্রেস তাঁর সম্পর্কে কুরুচিকর কথা বলে চলেছে ৷ এনডিএ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরও কংগ্রেসের তরফে আক্রমণ করা হয় ৷ দলের নেতা অজয় কুমার বলেন দ্রৌপদী ভারতের অশুভ দর্শনের প্রতিনিধি ৷ যদিও তিনি জানান, তাঁর মন্তব্যের লক্ষ্য কোনও ব্যক্তি নন ৷ এখন দেশে নানারকমের অশুভ ঘটনা ঘটছে সেটা বোঝাতেই তিনি এই মন্তব্য করেছেন ৷ আক্রমণ সেখানেই থেমে যায়নি ৷ দ্রৌপদী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরও আক্রমণ চলছে বলে দাবি করেন স্মৃতি ৷

  • "There is no question of apologising. I had mistakenly said 'Rashtrapatni', now if you want to hang me for it, then you can...the ruling party in a deliberate design trying to make mountain out of a molehill," says Congress MP Adhir Chowdhury on his 'Rashtrapatni' remark pic.twitter.com/PglyMbdxHB

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: যৌনসঙ্গীর সংখ্যা কমান, মাঙ্কিপক্স রুখতে সমপ্রেমী পুরুষদের পরামর্শ হু-এর

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি আদিবাসী সমাজের পক্ষেও এই মন্তব্য অবমাননাকর ৷ জীবনে নিদারুণ কষ্ট সহ্য করে এবং পরিশ্রমের মাধ্যমে পঞ্চায়েত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদ পর্যন্ত নিজের যাত্রা সম্পন্ন করছেন দ্রৌপদী ৷ তাঁকে অপমান করার অর্থ দেশকে অপমান করা ৷ পাশাপাশি তিনি মনে করেন কংগ্রেসের সভাপতি একজন মহিলা হওয়া স্বত্ত্বেও বারবার সেই দলের সদস্যরাই মহিলাদের অসম্মান করেন ৷

নয়া দিল্লি, 28 জুলাই: দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য বিতর্কে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি দেশের সর্বোচ্চ নাগরিককে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেছেন দাবি করে কংগ্রেসকে নিশানা করলেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷ পাশাপাশি কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন তিনি (Congress leader Adhir Chowdhury sparked controversy) ৷ তাঁর কথায়, "অধীর ভালোভাবেই জানতেন এ ধরনের মন্তব্য করা মানে রাষ্ট্রপতি পদের অসম্মান করা ৷ পাশাপাশি ভারতীয় মূল্যবোধেও যে আঘাত লাগবে তাও তাঁর জানা ছিল ৷ তবু এই মন্তব্য করেছেন ৷ কংগ্রেসের উচিত ক্ষমা চাওয়া ৷" জানা গিয়েছে, দিল্লিতে একটি প্রতিবাদে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করেন অধীর ৷ তবে ক্ষমা চাইতে নারাজ অধীর ৷ তাঁর দাবি তিনি কোনও অপরাধ করেননি তাই ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই ৷

  • #WATCH | BJP MPs in Parliament protest against Congress MP Adhir Ranjan Chowdhury, demand apology from him, on his 'Rashtrapatni' remark against President Droupadi Murmu in a video clip pic.twitter.com/zPovbGfLfM

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংবাদিকদের স্মৃতি জানান, ভারতের রাষ্ট্রপতি হয়ে ইতিহাস রচনা করেছেন আদিবাসী পরিবারে এই সন্তান ৷ অথচ প্রথম থেকেই কংগ্রেস তাঁর সম্পর্কে কুরুচিকর কথা বলে চলেছে ৷ এনডিএ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরও কংগ্রেসের তরফে আক্রমণ করা হয় ৷ দলের নেতা অজয় কুমার বলেন দ্রৌপদী ভারতের অশুভ দর্শনের প্রতিনিধি ৷ যদিও তিনি জানান, তাঁর মন্তব্যের লক্ষ্য কোনও ব্যক্তি নন ৷ এখন দেশে নানারকমের অশুভ ঘটনা ঘটছে সেটা বোঝাতেই তিনি এই মন্তব্য করেছেন ৷ আক্রমণ সেখানেই থেমে যায়নি ৷ দ্রৌপদী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরও আক্রমণ চলছে বলে দাবি করেন স্মৃতি ৷

  • "There is no question of apologising. I had mistakenly said 'Rashtrapatni', now if you want to hang me for it, then you can...the ruling party in a deliberate design trying to make mountain out of a molehill," says Congress MP Adhir Chowdhury on his 'Rashtrapatni' remark pic.twitter.com/PglyMbdxHB

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: যৌনসঙ্গীর সংখ্যা কমান, মাঙ্কিপক্স রুখতে সমপ্রেমী পুরুষদের পরামর্শ হু-এর

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি আদিবাসী সমাজের পক্ষেও এই মন্তব্য অবমাননাকর ৷ জীবনে নিদারুণ কষ্ট সহ্য করে এবং পরিশ্রমের মাধ্যমে পঞ্চায়েত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদ পর্যন্ত নিজের যাত্রা সম্পন্ন করছেন দ্রৌপদী ৷ তাঁকে অপমান করার অর্থ দেশকে অপমান করা ৷ পাশাপাশি তিনি মনে করেন কংগ্রেসের সভাপতি একজন মহিলা হওয়া স্বত্ত্বেও বারবার সেই দলের সদস্যরাই মহিলাদের অসম্মান করেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.