ETV Bharat / bharat

Kiren Rijiju: গাড়িতে ধাক্কা ট্রাকের, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী - জম্মু শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনা

শনিবার জম্মু-কাশ্মীরের রামবানে দুর্ঘটনার মুখে পড়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর গাড়ি ৷ তবে মন্ত্রীর কোনও চোট লাগেনি এই দুর্ঘটনায় ৷

Etv Bharat
কিরেন রিজিজুj গাড়ি দুর্ঘটনার কবলে
author img

By

Published : Apr 8, 2023, 11:02 PM IST

জম্মু, 8 এপ্রিল: বড় দুর্ঘটনার হাত থেকে শনিবার রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ এদিন জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকায় দুর্ঘটনায় পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ৷ একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ ফলে ক্ষতিগ্রস্ত হয় কিরেন রিজিজুর গাড়ি ৷ যদিও এই ঘটনায় মন্ত্রীর কোনও চোট লাগেনি ৷ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁর সঙ্গে থাকা অন্যান্যরাও ৷

জানা গিয়েছে, এদিন বিকেলের পর যখন রামবানে জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর দিয়ে কিরেন রিজিজুর কনভয় যাচ্ছিল, সে সময় যানজটে আটকে পড়া একটি ট্রাকের চালক সেটিকে ঘোরানোর চেষ্টা করছিলেন ৷ তখনই দুর্ঘটনাবশত ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগে যায় কেন্দ্রীয় আইন মন্ত্রীর এসইউভি'র সঙ্গে ৷ ঘটনার পরেই গাড়িটির দিকে ছুটে যান রিজিজুর কনভয়ে থাকা তাঁর নিরাপত্তারক্ষীরা ৷ তবে কোনও আঘাত না লাগায় আইনমন্ত্রী নিজেই হেঁটে অন্য গাড়িতে উঠে গন্তব্যের দিকে এগিয়ে যান ৷ সেই মুহূর্তের ভিডিয়োও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  • Today while going from Jammu to Srinagar by Road Union Minister for Law and Justice Kiran Rijiju’s car met with an minor accident. No injuries happened to anyone and Honourable Minister was driven safely to destination: Ramban Police #Kashmir #kiranrijuju pic.twitter.com/u70SSMpEdh

    — Umar Ganie (@UmarGanie1) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুর্ঘটনা প্রসঙ্গে রামবান পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় কেউ আহত হননি ৷ কিরেন রিজিজুকেও সাবধানে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের এডিজি মুকেশ সিংও এই ঘটনার কথা স্বীকার করেছেন ৷ উল্লেখ্য, এদিন জম্মু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রথমে যোগ দেন কিরেন রিজিজু ৷ ডোগরি ভাষায় দেশের সংবিধানের যে অনুবাদ করা হয়েছে তার প্রথম সংস্করণের উদ্বোধন করেন তিনি ৷ এরপর উধমপুরে একটি লিগাল সার্ভিস ক্যাম্পে তাঁর যোগ দিতে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় শিশু সহ একই পরিবারের মৃত ছয়

উল্লেখ্য, শ্রীনগর থেকে সড়ক পথে জম্মুর দূরত্ব প্রায় 250 কিমি ৷ পাহাড়ি রাস্তা দিয়েই ওই শহরে যেতে হয় ৷ এর আগেও জম্মু-শ্রীনগর হাইওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ প্রাণও হারিয়েছেন অনেকে ৷ এছাড়াও পাহাড়ি ধসের ঘটনাও ঘটে এই এলাকায় ৷ তাই পাহাড়ি খাদ ঘেরা এই হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় সব সময়েই গাড়ির গতি কম রাখা হয় ও সতর্ক থাকতে হয় ৷

জম্মু, 8 এপ্রিল: বড় দুর্ঘটনার হাত থেকে শনিবার রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ এদিন জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকায় দুর্ঘটনায় পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ৷ একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ ফলে ক্ষতিগ্রস্ত হয় কিরেন রিজিজুর গাড়ি ৷ যদিও এই ঘটনায় মন্ত্রীর কোনও চোট লাগেনি ৷ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁর সঙ্গে থাকা অন্যান্যরাও ৷

জানা গিয়েছে, এদিন বিকেলের পর যখন রামবানে জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর দিয়ে কিরেন রিজিজুর কনভয় যাচ্ছিল, সে সময় যানজটে আটকে পড়া একটি ট্রাকের চালক সেটিকে ঘোরানোর চেষ্টা করছিলেন ৷ তখনই দুর্ঘটনাবশত ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগে যায় কেন্দ্রীয় আইন মন্ত্রীর এসইউভি'র সঙ্গে ৷ ঘটনার পরেই গাড়িটির দিকে ছুটে যান রিজিজুর কনভয়ে থাকা তাঁর নিরাপত্তারক্ষীরা ৷ তবে কোনও আঘাত না লাগায় আইনমন্ত্রী নিজেই হেঁটে অন্য গাড়িতে উঠে গন্তব্যের দিকে এগিয়ে যান ৷ সেই মুহূর্তের ভিডিয়োও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  • Today while going from Jammu to Srinagar by Road Union Minister for Law and Justice Kiran Rijiju’s car met with an minor accident. No injuries happened to anyone and Honourable Minister was driven safely to destination: Ramban Police #Kashmir #kiranrijuju pic.twitter.com/u70SSMpEdh

    — Umar Ganie (@UmarGanie1) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুর্ঘটনা প্রসঙ্গে রামবান পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় কেউ আহত হননি ৷ কিরেন রিজিজুকেও সাবধানে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের এডিজি মুকেশ সিংও এই ঘটনার কথা স্বীকার করেছেন ৷ উল্লেখ্য, এদিন জম্মু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রথমে যোগ দেন কিরেন রিজিজু ৷ ডোগরি ভাষায় দেশের সংবিধানের যে অনুবাদ করা হয়েছে তার প্রথম সংস্করণের উদ্বোধন করেন তিনি ৷ এরপর উধমপুরে একটি লিগাল সার্ভিস ক্যাম্পে তাঁর যোগ দিতে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় শিশু সহ একই পরিবারের মৃত ছয়

উল্লেখ্য, শ্রীনগর থেকে সড়ক পথে জম্মুর দূরত্ব প্রায় 250 কিমি ৷ পাহাড়ি রাস্তা দিয়েই ওই শহরে যেতে হয় ৷ এর আগেও জম্মু-শ্রীনগর হাইওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ প্রাণও হারিয়েছেন অনেকে ৷ এছাড়াও পাহাড়ি ধসের ঘটনাও ঘটে এই এলাকায় ৷ তাই পাহাড়ি খাদ ঘেরা এই হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় সব সময়েই গাড়ির গতি কম রাখা হয় ও সতর্ক থাকতে হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.