ETV Bharat / bharat

Giriraj Singh Slams Mamata Govt: মনরেগায় গরিবদের অর্থ লুট করেছে মমতার সরকার, অভিযোগ গিরিরাজের - একশো দিনের কাজের প্রকল্প

Union Minister Giriraj Singh Slams Bengal Government: দিল্লিতে যখন কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস, সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে পালটা সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ তাঁর দাবি, মনরেগায় গরিবদের অর্থ লুট করেছে মমতার সরকার ৷

Giriraj Singh Slams Mamata Govt
Giriraj Singh Slams Mamata Govt
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 6:59 PM IST

Updated : Oct 2, 2023, 7:28 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর: একশো দিনের কাজের প্রকল্প নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং ৷ সোমবার তিনি অভিযোগ করেছেন, একশো দিনের কাজের প্রকল্পের নামে গরিবদের লুট করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷

এ দিন নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং ৷ সেখানে তিনি অভিযোগ করেন, 2022 সালের মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে 54 হাজার 150 কোটি টাকা একশো দিনের কাজের প্রকল্পে দেওয়া হয়েছিল ৷ সেখানে 14 হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে ৷

গিরিরাজের আরও অভিযোগ, যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকায় কোনও কাজ করেনি বাংলার সরকার ৷ তদন্তের সময় নানা যুক্তি দেওয়া হয়েছিল ৷ কখনও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাত দেওয়া হয়েছে ৷ কাজের পর তৈরি ফলক হাতিতে ভেঙে দেওয়া হয়েছে বলে অজুহাত দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: সিবিআই তদন্তের হুমকি গিরিরাজের, স্বাগত জানিয়ে মন্ত্রীকে পালটা গ্রেফতারির দাবি অভিষেকের

গিরিরাজের আরও দাবি, বাংলাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 45 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল ৷ পরে আরও 11 লক্ষ বাড়ি আবার অনুমোদন করা হয় ৷ কিন্তু তদন্তের পর দেখা যায় যে যাঁদের দু’তলা বাড়ি, তাঁদের আবাস যোজনায় ঘরের টাকা দেওয়া হয়েছে ৷ আর যাঁদের প্রয়োজন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পায়নি ৷ এই প্রকল্পে 30 হাজার কোটি টাকা কেন্দ্রের তরফে বাংলার সরকারকে দেওয়া হয়েছে ৷ ইউপিএ আমলে 5400 কোটি টাকা দেওয়া হয়েছিল ৷

  • #WATCH | Union Minister Giriraj Singh says, "...They (West Bengal government) started looting the poor in the name of MGNREGA. In MGNREGA till March 2022, we did the work of giving Rs 54150 crore while in UPA only Rs 14000 crore was received... We never stopped funds in any… pic.twitter.com/oQ7nnT5jEO

    — ANI (@ANI) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গিরিরাজ সিংয়ের বক্তব্য, ‘‘আমরা কোনও প্রকল্পের টাকা আটকে রাখিনি ৷ ...সরকার কোনও বিভেদ করেনি ৷ কিন্তু যখন মনরেগায় দুর্নীতি হল ৷ তদন্তে সহযোগিতা করা হল না ৷ আধার লিঙ্ক করানোর পর প্রায় লক্ষ জব কার্ডে হেরফের পাওয়া গিয়েছে ৷’’

উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে বাংলার সঙ্গে বঞ্চনা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই কারণে আজ ও আগামিকাল (সোমবার ও মঙ্গলবার) দিল্লিতে ধরনা কর্মসূচি নিয়েছে বাংলার শাসক দল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই কর্মসূচি চলছে জাতীয় রাজধানীতে ৷ তার মাঝেই এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !

নয়াদিল্লি, 2 অক্টোবর: একশো দিনের কাজের প্রকল্প নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং ৷ সোমবার তিনি অভিযোগ করেছেন, একশো দিনের কাজের প্রকল্পের নামে গরিবদের লুট করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷

এ দিন নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং ৷ সেখানে তিনি অভিযোগ করেন, 2022 সালের মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে 54 হাজার 150 কোটি টাকা একশো দিনের কাজের প্রকল্পে দেওয়া হয়েছিল ৷ সেখানে 14 হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে ৷

গিরিরাজের আরও অভিযোগ, যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকায় কোনও কাজ করেনি বাংলার সরকার ৷ তদন্তের সময় নানা যুক্তি দেওয়া হয়েছিল ৷ কখনও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাত দেওয়া হয়েছে ৷ কাজের পর তৈরি ফলক হাতিতে ভেঙে দেওয়া হয়েছে বলে অজুহাত দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: সিবিআই তদন্তের হুমকি গিরিরাজের, স্বাগত জানিয়ে মন্ত্রীকে পালটা গ্রেফতারির দাবি অভিষেকের

গিরিরাজের আরও দাবি, বাংলাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 45 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল ৷ পরে আরও 11 লক্ষ বাড়ি আবার অনুমোদন করা হয় ৷ কিন্তু তদন্তের পর দেখা যায় যে যাঁদের দু’তলা বাড়ি, তাঁদের আবাস যোজনায় ঘরের টাকা দেওয়া হয়েছে ৷ আর যাঁদের প্রয়োজন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পায়নি ৷ এই প্রকল্পে 30 হাজার কোটি টাকা কেন্দ্রের তরফে বাংলার সরকারকে দেওয়া হয়েছে ৷ ইউপিএ আমলে 5400 কোটি টাকা দেওয়া হয়েছিল ৷

  • #WATCH | Union Minister Giriraj Singh says, "...They (West Bengal government) started looting the poor in the name of MGNREGA. In MGNREGA till March 2022, we did the work of giving Rs 54150 crore while in UPA only Rs 14000 crore was received... We never stopped funds in any… pic.twitter.com/oQ7nnT5jEO

    — ANI (@ANI) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গিরিরাজ সিংয়ের বক্তব্য, ‘‘আমরা কোনও প্রকল্পের টাকা আটকে রাখিনি ৷ ...সরকার কোনও বিভেদ করেনি ৷ কিন্তু যখন মনরেগায় দুর্নীতি হল ৷ তদন্তে সহযোগিতা করা হল না ৷ আধার লিঙ্ক করানোর পর প্রায় লক্ষ জব কার্ডে হেরফের পাওয়া গিয়েছে ৷’’

উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে বাংলার সঙ্গে বঞ্চনা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই কারণে আজ ও আগামিকাল (সোমবার ও মঙ্গলবার) দিল্লিতে ধরনা কর্মসূচি নিয়েছে বাংলার শাসক দল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই কর্মসূচি চলছে জাতীয় রাজধানীতে ৷ তার মাঝেই এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !

Last Updated : Oct 2, 2023, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.