ETV Bharat / bharat

Anurag Thakur: 2014-র পরে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয়েছে, দাবি অনুরাগের - অনুরাগ ঠাকুর

2014 সালের পরে উত্তর-পূর্ব ভারতে শান্তির যুগ শুরু হয়েছে (Era of Peace Started in Northeast)৷ সোমবার দিল্লিতে এমনই দাবি করেছেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur)৷ তিনি বলেন, সেখানে নাশকতা সংক্রান্ত হিংসার ঘটনা ব্যাপক হ্রাস পেয়েছে (Union Minister on Northeast)।

union-minister-anurag-thakur-says-era-of-peace-started-in-northeast-after-2014
2014-র পরে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয়েছে, দাবি অনুরাগের
author img

By

Published : Dec 19, 2022, 12:30 PM IST

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: 2014 সালের পরে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয়েছে (Era of Peace Started in Northeast) এবং সেখানে নাশকতা সংক্রান্ত হিংসার ঘটনা ব্যাপক হ্রাস পেয়েছে । সোমবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)৷ উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদ হ্রাস পাওয়ার ঘটনার বিবরণ দিতে পরিসংখ্যানগত প্রমাণও তুলে ধরেছেন তিনি ৷

সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর বলেন, "2014 সালের পরে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয় । নাশকতা সংক্রান্ত হিংসার ঘটনা সেখানে 80 শতাংশ হ্রাস পেয়েছে ৷ বেসামরিক ক্ষেত্রের মৃত্যুর সংখ্যা 89 শতাংশ হ্রাস পেয়েছে ৷ 2014 সালের পরে আত্মসমর্পণ করেছে 6000 জঙ্গি । অতি বাম কার্যকলাপও 265 শতাংশ হ্রাস পেয়েছে ৷"

তিনি আরও বলেন, "মোদি সরকারের গৃহীত নীতি হল সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স । সিদ্ধান্তমূলক পদক্ষেপ আমাদের নিশ্চিত ফলাফল দিয়েছে । সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট স্ট্রাইক এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একের পর এক আঘাতের ফলে 2014 সাল থেকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ 168% হ্রাস পেয়েছে ৷"

কেন্দ্রীয় মন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপকেও তুলে ধরেছেন ৷ তিনি বলেন, "ভারতের নীতি সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল । সেটা ইউএপিএ আইনকে শক্তিশালী করা হোক বা এনআইএ আইন সংশোধনী বিল । প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত সরকার কোনও কসুর বাকি রাখেনি । মোদি সরকার সামাজিক কল্যাণের অজুহাতে কট্টরপন্থা প্রচার করে এমন একটি সংগঠন (পিএফআই) নিষিদ্ধ করতে দ্বিধা করেনি ৷ আমরা দলটির বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছি এবং এর সদস্যদের গ্রেফতার করেছি । মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ৷"

আরও পড়ুন: ক্রিপটোকারেন্সি সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্র : অনুরাগ ঠাকুর

উদ্ধার অভিযানের উপর জোর দিয়ে অনুরাগ ঠাকুর বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সক্রিয় কার্যক্রমের কথা তুলে ধরেছেন ৷ তিনি বলেন, "উদ্ধার অভিযান তখনই সম্ভব হয় যখন মোদি সরকার প্রতিটি নাগরিকের জীবনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন । অপারেশন গঙ্গার অধীনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় 22,500 জনেরও বেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে । 2021-এ অপারেশন দেবী শক্তি প্রায় 670 ভারতীয় নাগরিককে আফগানিস্তান থেকে নিরাপদে উদ্ধার করেছে । ইউহান থেকে উদ্ধার করা 654 জনের মধ্যে 647 জন ভারতীয় ছিল ৷"

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: 2014 সালের পরে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয়েছে (Era of Peace Started in Northeast) এবং সেখানে নাশকতা সংক্রান্ত হিংসার ঘটনা ব্যাপক হ্রাস পেয়েছে । সোমবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)৷ উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদ হ্রাস পাওয়ার ঘটনার বিবরণ দিতে পরিসংখ্যানগত প্রমাণও তুলে ধরেছেন তিনি ৷

সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর বলেন, "2014 সালের পরে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয় । নাশকতা সংক্রান্ত হিংসার ঘটনা সেখানে 80 শতাংশ হ্রাস পেয়েছে ৷ বেসামরিক ক্ষেত্রের মৃত্যুর সংখ্যা 89 শতাংশ হ্রাস পেয়েছে ৷ 2014 সালের পরে আত্মসমর্পণ করেছে 6000 জঙ্গি । অতি বাম কার্যকলাপও 265 শতাংশ হ্রাস পেয়েছে ৷"

তিনি আরও বলেন, "মোদি সরকারের গৃহীত নীতি হল সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স । সিদ্ধান্তমূলক পদক্ষেপ আমাদের নিশ্চিত ফলাফল দিয়েছে । সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট স্ট্রাইক এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একের পর এক আঘাতের ফলে 2014 সাল থেকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ 168% হ্রাস পেয়েছে ৷"

কেন্দ্রীয় মন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপকেও তুলে ধরেছেন ৷ তিনি বলেন, "ভারতের নীতি সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল । সেটা ইউএপিএ আইনকে শক্তিশালী করা হোক বা এনআইএ আইন সংশোধনী বিল । প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত সরকার কোনও কসুর বাকি রাখেনি । মোদি সরকার সামাজিক কল্যাণের অজুহাতে কট্টরপন্থা প্রচার করে এমন একটি সংগঠন (পিএফআই) নিষিদ্ধ করতে দ্বিধা করেনি ৷ আমরা দলটির বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছি এবং এর সদস্যদের গ্রেফতার করেছি । মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ৷"

আরও পড়ুন: ক্রিপটোকারেন্সি সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্র : অনুরাগ ঠাকুর

উদ্ধার অভিযানের উপর জোর দিয়ে অনুরাগ ঠাকুর বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সক্রিয় কার্যক্রমের কথা তুলে ধরেছেন ৷ তিনি বলেন, "উদ্ধার অভিযান তখনই সম্ভব হয় যখন মোদি সরকার প্রতিটি নাগরিকের জীবনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন । অপারেশন গঙ্গার অধীনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় 22,500 জনেরও বেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে । 2021-এ অপারেশন দেবী শক্তি প্রায় 670 ভারতীয় নাগরিককে আফগানিস্তান থেকে নিরাপদে উদ্ধার করেছে । ইউহান থেকে উদ্ধার করা 654 জনের মধ্যে 647 জন ভারতীয় ছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.