ভিলওয়াড়া (রাজস্থান) , 16 সেপ্টেম্বর: দেশের সংবিধানকে ধ্বংস করতে চান প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি ৷ এমনই দাবি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও যুব কল্যাণ-ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের। তাঁর অভিযোগ, কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা কয়েকজনকে দেশের সংবিধান ধ্বংস করে দেওয়ার অনুমতি দিয়েছেন ৷ শুক্রবার তিনি বলেন, "অনেকেই দেশের উন্নতিতে খুশি নন ৷ তাঁরা সংবিধান ধ্বংস করে দিতে চান ৷ রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধি কয়েকজনকে এই কাজ করার অনুমতি দিয়েছেন ৷ যে কেউ চাইলেই কোনও ধর্মকে অপমান করতে পারবে। এই ধরনের কোনও কথা সংবিধানের কোনও অংশে বলা নেই ৷" একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে শনিবার হায়দরাবাদে বসছে কংগ্রেসের ওর্য়াকিং কমিটির বৈঠক। তার আগেই দুই শীর্ষনেতাকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
-
#WATCH | Union Minister Anurag Thakur says, "Some people had gone to open 'Mohabbat ka dukaan', instead they have built a 'mega mall of hatred'. Some want to erase the existence of the Hindus and crush the 'Sanatan dharma'..." pic.twitter.com/9BmQ7119Xb
— ANI (@ANI) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Union Minister Anurag Thakur says, "Some people had gone to open 'Mohabbat ka dukaan', instead they have built a 'mega mall of hatred'. Some want to erase the existence of the Hindus and crush the 'Sanatan dharma'..." pic.twitter.com/9BmQ7119Xb
— ANI (@ANI) September 15, 2023#WATCH | Union Minister Anurag Thakur says, "Some people had gone to open 'Mohabbat ka dukaan', instead they have built a 'mega mall of hatred'. Some want to erase the existence of the Hindus and crush the 'Sanatan dharma'..." pic.twitter.com/9BmQ7119Xb
— ANI (@ANI) September 15, 2023
সনাতন ধর্ম নিয়ে বিগত কয়েকদিন ধরে দেশে বিতর্ক চলছে ৷ এই বিষয়ে কংগ্রেসকে আক্রমণ করছেন অনুরাগ ৷ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটির বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, কংগ্রেস সনাতন ধর্ম নিয়ে লজ্জিত ৷ তারা এই ধর্মকে শেষ করে দিতে চায় ৷ রাজস্থানের ভিলওয়ারার শাহপুরায় তিনি বলেন, "কংগ্রেস হিন্দু ধর্মের নামে লজ্জা বোধ করে ৷ তারা হিন্দু ধর্মকে অপমান করতে চায় ৷ তারা সংবিধানকে দুমড়ে মুচড়ে নষ্ট করে দেবে ৷"
তিনি আরও বলেন, "প্রতিদিন কংগ্রেস এবং তাদের সমর্থিত দলের নেতারা বলেন, তাঁরা সনাতন ধর্মকে শেষ করে দেবেন ৷ এবার তারা সাংবাদিকদেরও বয়টক করছেন ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ করছেন ৷" এদিকে বিজেপির সভাপতি জে পি নাড্ডা শুক্রবার 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করে জানান, সনাতন ধর্মকে অসম্মান করাই সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির ঘোষিত লক্ষ্য ৷
আরও পড়ুন: 14 সঞ্চালককে বয়কট 'ইন্ডিয়া'র, জরুরি অবস্থার ছায়া দেখছে বিজেপি
উল্লেখ্য, এবছরের শেষে কংগ্রেস শাসিত রাজস্থানের বিধাসভা নির্বাচন হওয়ার কথা ৷ ইতিমধ্যে কংগ্রেস সেখানে নির্বাচনী প্রচারে নেমেছে ৷ বিজেপিও নির্বাচনী প্রচার চালাচ্ছে ৷ এমনই রাজনৈতিক আবহে সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ঝড় ওঠে ৷ মন্তব্যটি করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে তথা সে রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্টালিন ৷
তাঁর এই বক্তব্যকে ঘিরে তুমুল রাজনৈতিক প্রতিক্রয়ার সৃষ্টি হয়। বিজেপির প্রায় সমস্ত নেতাই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দলের নেতাদের এই ইস্যুতে সরব হতে নির্দেশ দিয়েছেন। উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার ইন্ডিয়া জোটে থাকা ডিএমকের এই নেতার মন্তব্যকে হাতিয়ার করে সোনিয়া এবং রাহুলকে বিঁধলেন মোদি মন্ত্রিসভার অন্যতম সদস্য অনুরাগ ঠাকুর।