ETV Bharat / bharat

Delhi Service Bill: লোকসভায় দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে সংশোধনী পেশ করলেন শাহ - দিল্লির আইন সংশোধনী বিল

মঙ্গলবার লোকসভায় দিল্লির প্রশাসন সংক্রান্ত আইনের সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর আগে এই বিষয়ে অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র ৷ এবার সেই নির্দেশই বিল আকারে সংসদে পাশ করিয়ে দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে সংশোধন আনতে চাইছে মোদি সরকার ৷

ETV Bharat
অমিত শাহ
author img

By

Published : Aug 1, 2023, 3:33 PM IST

Updated : Aug 1, 2023, 4:09 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: বিরোধীদের প্রবল হই-হট্টোগোলের মধ্যে লোকসভায় পেশ হল দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনের সংশোধনী বিল ৷ মঙ্গলবার দুপুরে লোকসভায় গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (জিএনসিটি) অফ দিল্লি নামক আইনের এই সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এদিন বিল পেশ করার সময় শাহ বলেন, "সংবিধান সংসদকে দিল্লি সংক্রান্ত যে কোনও বিল পাস করানোর ক্ষমতা দিয়েছে ৷ সুপ্রিম কোর্টও জানিয়েছে, দিল্লি প্রশাসন সংক্রান্ত কোনও আইনের উপর সংশোধনী বিল সংসদ চাইলে পাশ করাতেই পারে ৷ তাই এই বিষয়টি নিয়ে যে বিরোধিতা করা হচ্ছে তা সবটাই হচ্ছে রাজনীতির স্বার্থে ৷"

  • #WATCH | Union Home Minister Amit Shah speaks on GNCT (Amendment) bill 2023 in the Lok Sabha, says "Constitution has given the House, power to pass any law regarding the state of Delhi. Supreme Court judgement has clarified that Parliament can bring any law regarding the state of… pic.twitter.com/IoAlEP6prt

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিরোধীদের প্রবল বাধা ও স্লোগানের মধ্যে লোকসভায় এই গুরুত্বপূর্ণ বিল পেশ করেন অমিত শাহ ৷ তিনি যখন স্পিকার ওম বিড়লার অনুমতি এই বিল পেশ করছেন তখন প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী 'ইন্ডিয়া' জোটের সাংসদরা ৷ উল্লেখ্য, লোকসভায় বিজেপি যেহেতু একক সংখ্যা গরিষ্ঠ তাই সাংসদদের সংখ্যাধিক্যের জেরে এই বিল সহজেই এখানে পাস হয়ে যাওয়ার কথা ৷ তার উপর নবীন পট্টনায়কের বিজু জনতা দল এদিনই জানিয়েছে, তারা এই বিলকে সমর্থন করবে ৷ লোকসভায় মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেডি ৷

আরও পড়ুন: লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা, জানুন কবে ?

উল্লেখ্য, দিল্লির প্রশাসনে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকার না দিল্লি সরকার কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে ৷ বিষয়টি নিয়ে মামলাও হয় শীর্ষ আদালতে ৷ আমলাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে গত 11 মে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত ৷

বর্তমান আইনের আওতায় কেন্দ্র বা দিল্লির উপ-রাজ্যপাল দিল্লি সরকারের প্রশাসনে এভাবে হস্তক্ষেপ করতে পারে না ৷ এরপর মে মাসে একটি অধ্যাদেশ আনে কেন্দ্র ৷ তার উদ্দেশ্য ছিল, দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির বিষয়টি নিয়ন্ত্রণ করা ৷ এবার এই সিদ্ধান্তকেই আইনি রূপ দিতে সংসদে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (জিএনসিটি) অফ দিল্লি নামক আইনের সংশোধনী বিল আনল কেন্দ্র ৷

নয়াদিল্লি, 1 অগস্ট: বিরোধীদের প্রবল হই-হট্টোগোলের মধ্যে লোকসভায় পেশ হল দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনের সংশোধনী বিল ৷ মঙ্গলবার দুপুরে লোকসভায় গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (জিএনসিটি) অফ দিল্লি নামক আইনের এই সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এদিন বিল পেশ করার সময় শাহ বলেন, "সংবিধান সংসদকে দিল্লি সংক্রান্ত যে কোনও বিল পাস করানোর ক্ষমতা দিয়েছে ৷ সুপ্রিম কোর্টও জানিয়েছে, দিল্লি প্রশাসন সংক্রান্ত কোনও আইনের উপর সংশোধনী বিল সংসদ চাইলে পাশ করাতেই পারে ৷ তাই এই বিষয়টি নিয়ে যে বিরোধিতা করা হচ্ছে তা সবটাই হচ্ছে রাজনীতির স্বার্থে ৷"

  • #WATCH | Union Home Minister Amit Shah speaks on GNCT (Amendment) bill 2023 in the Lok Sabha, says "Constitution has given the House, power to pass any law regarding the state of Delhi. Supreme Court judgement has clarified that Parliament can bring any law regarding the state of… pic.twitter.com/IoAlEP6prt

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিরোধীদের প্রবল বাধা ও স্লোগানের মধ্যে লোকসভায় এই গুরুত্বপূর্ণ বিল পেশ করেন অমিত শাহ ৷ তিনি যখন স্পিকার ওম বিড়লার অনুমতি এই বিল পেশ করছেন তখন প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী 'ইন্ডিয়া' জোটের সাংসদরা ৷ উল্লেখ্য, লোকসভায় বিজেপি যেহেতু একক সংখ্যা গরিষ্ঠ তাই সাংসদদের সংখ্যাধিক্যের জেরে এই বিল সহজেই এখানে পাস হয়ে যাওয়ার কথা ৷ তার উপর নবীন পট্টনায়কের বিজু জনতা দল এদিনই জানিয়েছে, তারা এই বিলকে সমর্থন করবে ৷ লোকসভায় মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেডি ৷

আরও পড়ুন: লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা, জানুন কবে ?

উল্লেখ্য, দিল্লির প্রশাসনে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকার না দিল্লি সরকার কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে ৷ বিষয়টি নিয়ে মামলাও হয় শীর্ষ আদালতে ৷ আমলাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে গত 11 মে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত ৷

বর্তমান আইনের আওতায় কেন্দ্র বা দিল্লির উপ-রাজ্যপাল দিল্লি সরকারের প্রশাসনে এভাবে হস্তক্ষেপ করতে পারে না ৷ এরপর মে মাসে একটি অধ্যাদেশ আনে কেন্দ্র ৷ তার উদ্দেশ্য ছিল, দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির বিষয়টি নিয়ন্ত্রণ করা ৷ এবার এই সিদ্ধান্তকেই আইনি রূপ দিতে সংসদে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (জিএনসিটি) অফ দিল্লি নামক আইনের সংশোধনী বিল আনল কেন্দ্র ৷

Last Updated : Aug 1, 2023, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.