ETV Bharat / bharat

Amit Shah: বিকৃতি সংশোধন করে ইতিহাস নতুন ভাবে লেখা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, মত অমিত শাহের

অসমের লচিত বড়ফুকনের (Lachit Barphukan) 400 তম জন্মজয়ন্তীতে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) বলেন, বিকৃত ইতিহাস শুধরে নিয়ে নতুন করে লেখা থেকে কেউ আটকাতে পারবে না ৷

union-home-minister-amit-shah-says-nothing-can-stop-us-from-correcting-and-rewriting-distorted-history
Amit Shah: বিকৃতি ইতিহাস নতুন করে লেখা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, মত অমিত শাহ
author img

By

Published : Nov 25, 2022, 1:32 PM IST

Updated : Nov 25, 2022, 2:02 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: ‘বিকৃত’ ইতিহাস শুধরে নিয়ে নতুন করে তা লেখা থেকে কেউ আটকাতে পারবে না ৷ এমনই মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ ইতিহাসবিদ ও পড়ুয়াদের কাছে তাঁর আবেদন, 150 সাল থেকে ভারতের বিভিন্ন অংশে শাসন করা 30টি সাম্রাজ্য ও দেশের স্বাধীনতার লড়াইয়ে শহিদ হওয়া 300-র থেকে বেশি মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে ইতিহাস লেখা হোক ৷

অসমের লচিত বড়ফুকনের (Lachit Barphukan) 400 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ৷ তিনি আরও জানিয়েছেন, যদি লচিত বড়ফুকন না থাকতেন, তাহলে উত্তর-পূর্ব ভারত ভারতের অংশ হতে পারত না ৷ তাঁর সঠিক সিদ্ধান্ত শুধু উত্তর পূর্ব ভারত নয়, দক্ষিণ এশিয়াকেও ধর্মান্ধ আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচিয়েছে ৷

ইতিহাস বিকৃতি (Distorted History) প্রসঙ্গে তাঁর বক্তব্য, ইতিহাসের ইতিবাচক দিকগুলি তুলে ধরতে হবে ৷ ভুল শুধরে ইতিহাস নতুন করে লিখতে হবে (Rewriting Distorted History) ৷ তাহলে অসত্য ইতিহাস নিজে থেকেই হারিয়ে যাবে ৷ তাছাড়া তাঁর মতে, ইতিহাস নিয়ে গর্ববোধ না থাকলে ভবিষ্যৎ কখনও উজ্জ্বল হয় না ৷ তাই দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম, তার থেকে প্রেরণা নিতে পারে ৷

এছাড়া তিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লচিত বড়ফুকনের লড়াইয়ের কথা তুলে ধরেন ওই অনুষ্ঠানে ৷ ওই অনুষ্ঠান নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ সেখানে অমিত শাহ আরও জানান যে ভারতের অন্য অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মধ্যে যে দূরত্ব ছিল, তাতে সেতুবন্ধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের

নয়াদিল্লি, 25 নভেম্বর: ‘বিকৃত’ ইতিহাস শুধরে নিয়ে নতুন করে তা লেখা থেকে কেউ আটকাতে পারবে না ৷ এমনই মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ ইতিহাসবিদ ও পড়ুয়াদের কাছে তাঁর আবেদন, 150 সাল থেকে ভারতের বিভিন্ন অংশে শাসন করা 30টি সাম্রাজ্য ও দেশের স্বাধীনতার লড়াইয়ে শহিদ হওয়া 300-র থেকে বেশি মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে ইতিহাস লেখা হোক ৷

অসমের লচিত বড়ফুকনের (Lachit Barphukan) 400 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ৷ তিনি আরও জানিয়েছেন, যদি লচিত বড়ফুকন না থাকতেন, তাহলে উত্তর-পূর্ব ভারত ভারতের অংশ হতে পারত না ৷ তাঁর সঠিক সিদ্ধান্ত শুধু উত্তর পূর্ব ভারত নয়, দক্ষিণ এশিয়াকেও ধর্মান্ধ আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচিয়েছে ৷

ইতিহাস বিকৃতি (Distorted History) প্রসঙ্গে তাঁর বক্তব্য, ইতিহাসের ইতিবাচক দিকগুলি তুলে ধরতে হবে ৷ ভুল শুধরে ইতিহাস নতুন করে লিখতে হবে (Rewriting Distorted History) ৷ তাহলে অসত্য ইতিহাস নিজে থেকেই হারিয়ে যাবে ৷ তাছাড়া তাঁর মতে, ইতিহাস নিয়ে গর্ববোধ না থাকলে ভবিষ্যৎ কখনও উজ্জ্বল হয় না ৷ তাই দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম, তার থেকে প্রেরণা নিতে পারে ৷

এছাড়া তিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লচিত বড়ফুকনের লড়াইয়ের কথা তুলে ধরেন ওই অনুষ্ঠানে ৷ ওই অনুষ্ঠান নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ সেখানে অমিত শাহ আরও জানান যে ভারতের অন্য অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মধ্যে যে দূরত্ব ছিল, তাতে সেতুবন্ধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের

Last Updated : Nov 25, 2022, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.