ETV Bharat / bharat

Amit Shah: বিকৃতি সংশোধন করে ইতিহাস নতুন ভাবে লেখা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, মত অমিত শাহের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অসমের লচিত বড়ফুকনের (Lachit Barphukan) 400 তম জন্মজয়ন্তীতে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) বলেন, বিকৃত ইতিহাস শুধরে নিয়ে নতুন করে লেখা থেকে কেউ আটকাতে পারবে না ৷

union-home-minister-amit-shah-says-nothing-can-stop-us-from-correcting-and-rewriting-distorted-history
Amit Shah: বিকৃতি ইতিহাস নতুন করে লেখা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, মত অমিত শাহ
author img

By

Published : Nov 25, 2022, 1:32 PM IST

Updated : Nov 25, 2022, 2:02 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: ‘বিকৃত’ ইতিহাস শুধরে নিয়ে নতুন করে তা লেখা থেকে কেউ আটকাতে পারবে না ৷ এমনই মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ ইতিহাসবিদ ও পড়ুয়াদের কাছে তাঁর আবেদন, 150 সাল থেকে ভারতের বিভিন্ন অংশে শাসন করা 30টি সাম্রাজ্য ও দেশের স্বাধীনতার লড়াইয়ে শহিদ হওয়া 300-র থেকে বেশি মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে ইতিহাস লেখা হোক ৷

অসমের লচিত বড়ফুকনের (Lachit Barphukan) 400 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ৷ তিনি আরও জানিয়েছেন, যদি লচিত বড়ফুকন না থাকতেন, তাহলে উত্তর-পূর্ব ভারত ভারতের অংশ হতে পারত না ৷ তাঁর সঠিক সিদ্ধান্ত শুধু উত্তর পূর্ব ভারত নয়, দক্ষিণ এশিয়াকেও ধর্মান্ধ আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচিয়েছে ৷

ইতিহাস বিকৃতি (Distorted History) প্রসঙ্গে তাঁর বক্তব্য, ইতিহাসের ইতিবাচক দিকগুলি তুলে ধরতে হবে ৷ ভুল শুধরে ইতিহাস নতুন করে লিখতে হবে (Rewriting Distorted History) ৷ তাহলে অসত্য ইতিহাস নিজে থেকেই হারিয়ে যাবে ৷ তাছাড়া তাঁর মতে, ইতিহাস নিয়ে গর্ববোধ না থাকলে ভবিষ্যৎ কখনও উজ্জ্বল হয় না ৷ তাই দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম, তার থেকে প্রেরণা নিতে পারে ৷

এছাড়া তিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লচিত বড়ফুকনের লড়াইয়ের কথা তুলে ধরেন ওই অনুষ্ঠানে ৷ ওই অনুষ্ঠান নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ সেখানে অমিত শাহ আরও জানান যে ভারতের অন্য অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মধ্যে যে দূরত্ব ছিল, তাতে সেতুবন্ধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের

নয়াদিল্লি, 25 নভেম্বর: ‘বিকৃত’ ইতিহাস শুধরে নিয়ে নতুন করে তা লেখা থেকে কেউ আটকাতে পারবে না ৷ এমনই মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ ইতিহাসবিদ ও পড়ুয়াদের কাছে তাঁর আবেদন, 150 সাল থেকে ভারতের বিভিন্ন অংশে শাসন করা 30টি সাম্রাজ্য ও দেশের স্বাধীনতার লড়াইয়ে শহিদ হওয়া 300-র থেকে বেশি মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে ইতিহাস লেখা হোক ৷

অসমের লচিত বড়ফুকনের (Lachit Barphukan) 400 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ৷ তিনি আরও জানিয়েছেন, যদি লচিত বড়ফুকন না থাকতেন, তাহলে উত্তর-পূর্ব ভারত ভারতের অংশ হতে পারত না ৷ তাঁর সঠিক সিদ্ধান্ত শুধু উত্তর পূর্ব ভারত নয়, দক্ষিণ এশিয়াকেও ধর্মান্ধ আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচিয়েছে ৷

ইতিহাস বিকৃতি (Distorted History) প্রসঙ্গে তাঁর বক্তব্য, ইতিহাসের ইতিবাচক দিকগুলি তুলে ধরতে হবে ৷ ভুল শুধরে ইতিহাস নতুন করে লিখতে হবে (Rewriting Distorted History) ৷ তাহলে অসত্য ইতিহাস নিজে থেকেই হারিয়ে যাবে ৷ তাছাড়া তাঁর মতে, ইতিহাস নিয়ে গর্ববোধ না থাকলে ভবিষ্যৎ কখনও উজ্জ্বল হয় না ৷ তাই দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম, তার থেকে প্রেরণা নিতে পারে ৷

এছাড়া তিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লচিত বড়ফুকনের লড়াইয়ের কথা তুলে ধরেন ওই অনুষ্ঠানে ৷ ওই অনুষ্ঠান নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ সেখানে অমিত শাহ আরও জানান যে ভারতের অন্য অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মধ্যে যে দূরত্ব ছিল, তাতে সেতুবন্ধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের

Last Updated : Nov 25, 2022, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.