ETV Bharat / bharat

Shah on Bengal law and order : ‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন’, রাজ্যসভায় বিস্ফোরক শাহ - Amit Shah says Law and order in Bengal is not good You can be killed

আগামী 16 এপ্রিল উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ সেদিন তিনবিঘায় সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি ৷ রাজ্য সফরের দশদিন আগেই আশঙ্কা প্রকাশ করে বিজেপির সেকেন্ড ম্যান জানালেন, বাংলার আইনশৃঙ্খলা ভাল না ৷ খুন হয়ে যেতে পারেন ৷

Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
author img

By

Published : Apr 6, 2022, 10:47 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল : দিনকয়েক পরের দু'দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ ৷ বগটুই গণহত্যায় উত্তাল রাজ্য ৷ তদন্ত গিয়েছে সিবিআই-এর হাতে ৷ তারমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যসফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ ৷ সেই রাজ্য সফরের দশদিন আগেই আশঙ্কা প্রকাশ করে বিজেপির সেকেন্ড ম্যান জানালেন, বাংলার আইনশৃঙ্খলা ভাল না ৷ খুন হয়ে যেতে পারেন ৷ স্বভাবতই বঙ্গের অশান্তি নিয়ে এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (Amit Shah says Law and order in Bengal is not good You can be killed) ৷

আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘আপনি গুজরাতের কথা বলছেন ৷ ভাগ্যিস বাংলায় জাননি ৷ গেলে খুন হয়ে যেতেন ৷’’ তাঁর এই মন্তব্যের বিরোধিতা শুরু করেন তৃণমূল সাংসদরা ৷ উত্তাল হয়ে ওঠে সংসদ কক্ষ ৷ তারপরেই অমিত শাহকে বলতে শোনা যায়, ‘‘এর আগে আমার গাড়িতে পাথর ছোঁড়া হয়েছে ৷ নাড্ডা'জির ওপর হামলা হয়েছে ৷ আমি ভুল কিছু বলিনি ৷’’

বিজেপির সেকেন্ড ম্যান জানালেন, বাংলার আইনশৃঙ্খলা ভাল না, খুন হয়ে যেতে পারেন ৷

আরও পড়ুন : দু’দিনের বঙ্গ সফরে অমিত, শাহী সাক্ষাৎ চায় বিক্ষুব্ধরা

প্রসঙ্গত, এদিনই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানিয়ে এসেছেন রাজ্যের দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কুনার হেমব্রম । বিজেপি সূত্রে খবর, অমিত শাহকে সামগ্রিক একটি রিপোর্টও তুলে দেন লকেট চট্টোপাধ্যায় । মাত্র 1 মাসের মধ্যে বগটুই গণহত্যা-সহ বাংলায় রাজনৈতিক বলির সংখ্যা 26 ৷ জানা গিয়েছে, তারপরে বাংলার সমস্ত সাংসদের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, লোকসভা কেন্দ্রে কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনা ঘটলে অবিলম্বে তা দিল্লিতে জানাতে হবে ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল : দিনকয়েক পরের দু'দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ ৷ বগটুই গণহত্যায় উত্তাল রাজ্য ৷ তদন্ত গিয়েছে সিবিআই-এর হাতে ৷ তারমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যসফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ ৷ সেই রাজ্য সফরের দশদিন আগেই আশঙ্কা প্রকাশ করে বিজেপির সেকেন্ড ম্যান জানালেন, বাংলার আইনশৃঙ্খলা ভাল না ৷ খুন হয়ে যেতে পারেন ৷ স্বভাবতই বঙ্গের অশান্তি নিয়ে এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (Amit Shah says Law and order in Bengal is not good You can be killed) ৷

আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘আপনি গুজরাতের কথা বলছেন ৷ ভাগ্যিস বাংলায় জাননি ৷ গেলে খুন হয়ে যেতেন ৷’’ তাঁর এই মন্তব্যের বিরোধিতা শুরু করেন তৃণমূল সাংসদরা ৷ উত্তাল হয়ে ওঠে সংসদ কক্ষ ৷ তারপরেই অমিত শাহকে বলতে শোনা যায়, ‘‘এর আগে আমার গাড়িতে পাথর ছোঁড়া হয়েছে ৷ নাড্ডা'জির ওপর হামলা হয়েছে ৷ আমি ভুল কিছু বলিনি ৷’’

বিজেপির সেকেন্ড ম্যান জানালেন, বাংলার আইনশৃঙ্খলা ভাল না, খুন হয়ে যেতে পারেন ৷

আরও পড়ুন : দু’দিনের বঙ্গ সফরে অমিত, শাহী সাক্ষাৎ চায় বিক্ষুব্ধরা

প্রসঙ্গত, এদিনই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানিয়ে এসেছেন রাজ্যের দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কুনার হেমব্রম । বিজেপি সূত্রে খবর, অমিত শাহকে সামগ্রিক একটি রিপোর্টও তুলে দেন লকেট চট্টোপাধ্যায় । মাত্র 1 মাসের মধ্যে বগটুই গণহত্যা-সহ বাংলায় রাজনৈতিক বলির সংখ্যা 26 ৷ জানা গিয়েছে, তারপরে বাংলার সমস্ত সাংসদের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, লোকসভা কেন্দ্রে কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনা ঘটলে অবিলম্বে তা দিল্লিতে জানাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.