নয়াদিল্লি, 28 ডিসেম্বর : আগামী সোমবার থেকে 15-18 বছর বয়সীদের করোনার প্রতিষেধক দেওয়া হবে ৷ গত শনিবার এই ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ কিন্তু সেই কতজন পাবেন এই ভ্যাকসিন, সেই সংখ্যা মঙ্গলবার জানানো হল স্বাস্থ্যমন্ত্রকের তরফে (Union health Ministry on Covid Vaccine) ৷
এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে 7 কোটি 40 লক্ষ 57 হাজার 15-18 বছর বয়সী কিশোর-কিশোরীকে করোনার প্রতিষেধক দেওয়া হবে (union health ministry says almost 7 and half crore people of 15 to 18 age group will get covid vaccine) ৷ প্রাপ্তবয়স্করা যেমন একাধিক ভ্যাকসিনের মধ্যে যে কোনও একটি নিতে পেরেছিলেন ৷ এক্ষেত্রে আপাতত সেই সুযোগ থাকছে না ৷ আপাতত তাদের কোভ্যাকসিন দেওয়া হবে ৷ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার জন্য কো-উইন অ্যাপে বুকিং করা যেতে পারে ৷ আবার টিকাকরণ কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করা যেতে পারে ৷
শনিবার করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি জানিয়েছিলেন 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি ৷ পাশাপাশি জানিয়েছিলেন, 60 বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স আর কো-মরবিডিটি আছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনার টিকার সতর্কতামূলক ডোজ নিয়ে নিতে পারেন ৷
আরও পড়ুন : Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ
এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে সেই বিষয়টি আবার জানানো হয়েছে ৷ করোনার টিকার এই সতর্কতামূলক ডোজ নিতে গেলে চিকিৎসকের সার্টিফিকেট লাগবে না বলেও এদিন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ একই সঙ্গে তারা জানিয়েছে, 60 বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের মধ্যে 2 কোটি 75 লক্ষ 14 হাজার মানুষের কো-মরবিডিটি আছে ৷