ETV Bharat / bharat

করোনার ভ্যাকসিন নষ্টে শীর্ষে ঝাড়খণ্ড, জানাল স্বাস্থ্যমন্ত্রক

author img

By

Published : May 26, 2021, 4:02 PM IST

যদিও স্বাস্থ্যমন্ত্রকের এই তথ্যের সঙ্গে সহমত নন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ৷

করোনার ভ্যাকসিন নষ্টে শীর্ষে ঝাড়খণ্ড, জানাল স্বাস্থ্যমন্ত্রক
করোনার ভ্যাকসিন নষ্টে শীর্ষে ঝাড়খণ্ড, জানাল স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, 26 মে : একদিকে করোনার ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছে দেশজুড়ে ৷ বিভিন্ন রাজ্যে সেই কারণে টিকাকরণের প্রক্রিয়ার গতি কমে গিয়েছে ৷ ঠিক সেই সময়ই সামনে এল ভয়ঙ্কর এক তথ্য ৷

যেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ভ্যাকসিন নষ্ট হয়েছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে ৷ সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে এই দুই রাজ্যে তিনটির মধ্যে একটি ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷

সারা দেশে ভ্যাকসিন নষ্টের হার 6.3 শতাংশ ৷ ঝাড়খণ্ডে 37.3 শতাংশ করোনার ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ তালিকা শীর্ষে রয়েছে দেশের এই রাজ্য ৷ দ্বিতীয় স্থানে ছত্তিশগড় ৷ সেখানে 30.2 শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ এর পর তিনটি স্থানে রয়েছে তামিলনাড়ু (15.5 শতাংশ), জম্মু ও কাশ্মীর (10.8 শতাংশ) এবং মধ্যপ্রদেশ (10.7 শতাংশ )৷

  • As per total vaccine doses availability with Govt on Jharkhand till today, the current Vaccine Wastage proportion is only 4.65%. Vaccination data could not be fully updated to the central Co-Win Server/ Platform due to technical difficulties/glitches & the updation is in process. https://t.co/w3QXPFnKFR pic.twitter.com/uBFJXCktei

    — Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) May 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="

As per total vaccine doses availability with Govt on Jharkhand till today, the current Vaccine Wastage proportion is only 4.65%. Vaccination data could not be fully updated to the central Co-Win Server/ Platform due to technical difficulties/glitches & the updation is in process. https://t.co/w3QXPFnKFR pic.twitter.com/uBFJXCktei

— Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) May 26, 2021 ">

যদিও স্বাস্থ্যমন্ত্রকের এই তথ্যের সঙ্গে সহমত নন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ৷ তিনি টুইট করে এই নিয়ে প্রতিবাদ করেছেন ৷ তাঁর দাবি, ঝাড়খণ্ডে মাত্র 4.65 শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ তবে তাঁর আশ্বাস, এটাও যাতে না হয়, সেদিকে তাঁর প্রশাসন নজর রেখেছে ৷

আরও পড়ুন : ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

নয়াদিল্লি, 26 মে : একদিকে করোনার ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছে দেশজুড়ে ৷ বিভিন্ন রাজ্যে সেই কারণে টিকাকরণের প্রক্রিয়ার গতি কমে গিয়েছে ৷ ঠিক সেই সময়ই সামনে এল ভয়ঙ্কর এক তথ্য ৷

যেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ভ্যাকসিন নষ্ট হয়েছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে ৷ সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে এই দুই রাজ্যে তিনটির মধ্যে একটি ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷

সারা দেশে ভ্যাকসিন নষ্টের হার 6.3 শতাংশ ৷ ঝাড়খণ্ডে 37.3 শতাংশ করোনার ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ তালিকা শীর্ষে রয়েছে দেশের এই রাজ্য ৷ দ্বিতীয় স্থানে ছত্তিশগড় ৷ সেখানে 30.2 শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ এর পর তিনটি স্থানে রয়েছে তামিলনাড়ু (15.5 শতাংশ), জম্মু ও কাশ্মীর (10.8 শতাংশ) এবং মধ্যপ্রদেশ (10.7 শতাংশ )৷

  • As per total vaccine doses availability with Govt on Jharkhand till today, the current Vaccine Wastage proportion is only 4.65%. Vaccination data could not be fully updated to the central Co-Win Server/ Platform due to technical difficulties/glitches & the updation is in process. https://t.co/w3QXPFnKFR pic.twitter.com/uBFJXCktei

    — Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) May 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও স্বাস্থ্যমন্ত্রকের এই তথ্যের সঙ্গে সহমত নন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ৷ তিনি টুইট করে এই নিয়ে প্রতিবাদ করেছেন ৷ তাঁর দাবি, ঝাড়খণ্ডে মাত্র 4.65 শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ তবে তাঁর আশ্বাস, এটাও যাতে না হয়, সেদিকে তাঁর প্রশাসন নজর রেখেছে ৷

আরও পড়ুন : ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.