কোরবা (ছত্তিসগড়), 14 অক্টোবর : কয়লার ভাঁড়ারে টান থাকলেও তা নিয়ে ভয়ের কোনও কারণ নেই ৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় কয়লা এবং খনি মন্ত্রী প্রহ্লাদ জোশি (Prahlad Joshi) ৷ তাঁর বক্তব্য, পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শীঘ্রই ঘাটতি পূরণ হয়ে যাবে ৷ ইতিমধ্যেই ছত্তিসগড়ের তিনটি কয়লা খনি ঘুরে দেখেন প্রহ্লাদ ৷ তারপর সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি ৷ মন্ত্রী জানান, দেশে যে কয়লার ঘাটতি রয়েছে, তা সত্যি ৷ তবে আগামী কয়েক দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে ৷ তাঁর দাবি, গত চারদিনে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে মজুত কয়লার পরিমাণ অনেকটাই বেড়েছে ৷ কারণ, চাহিদা অনুযায়ী কয়লা জোগান বাড়ানো হয়েছে ৷
আরও পড়ুন : Uttarakhand Power Crisis : দৈনিক ঘাটতি মেটাতে মোটা টাকায় বিদ্যুৎ কিনছে ইউপিসিএল
প্রহ্লাদ জানিয়েছেন, ইতিমধ্যেই কয়লার উৎপাদন খতিয়ে দেখেছেন তিনি ৷ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজন মাফিক কয়লার উৎপাদন অব্যাহত রাখা হয় ৷ কয়লার ঘাটতির জেরে যাতে কোনওভাবেই বিদ্যুতের উৎপাদন যাতে ব্যাহত না হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে তাঁদের ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী বলেন, ‘‘লক্ষ্যমাত্রা অনুসারে প্রতিদিন 20 লক্ষ টন কয়লা উত্তোলন করা হচ্ছে ৷ ভবিষ্যতেও এই হার বজায় রাখা হবে ৷ আধিকারিকরা আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়েছে ৷ তাছাড়া, করোনার পর অর্থনীতিও ঘুরে দাঁড়াতে শুরু করেছে ৷ এই কারণেই বিদ্যুতের চাহিদা বেড়েছে ৷ আর তার ফলেই কয়লার সঙ্কট তৈরি হয়েছে ৷ আমি বলছি না যে জোগানের অভাব নেই ৷ কিন্তু সেই সমস্য়া মেটাতে হলে আমাদের যথাযথ পদক্ষেপ করতে হবে ৷’’
আরও পড়ুন : Coal Crisis : সঙ্কট মেটাতে 40 কয়লা খনির নিলাম করবে কয়লামন্ত্রক
প্রসঙ্গত, ভারতের মোট চাহিদার প্রায় 20 শতাংশ কয়লাই উত্তোলিত হয় ছত্তিসগড় থেকে ৷ গোটা দেশ এখানকার কয়লার উপর বহুলাংশে নির্ভরশীল ৷ সূত্রের খবর, দেশে কয়লার জোগান অব্যাহত রাখতে 2023 সালের মধ্যে গোটা ভারতের খনিগুলি থেকে মোট 100 কোটি টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা (বর্তমানে কয়লা উৎপাদনের পরিমাণ 65 কোটি টন) ধার্য করেছে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited) ৷ আপাতত এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ চলছে বলে জানা গিয়েছে ৷