ETV Bharat / bharat

Women's Reservation Bill:: মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র মোদি মন্ত্রিসভার, মঙ্গলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

সোমবার বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ৷ সূত্রের খবর, এদিন মহিলা সংরক্ষণ বিল ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

Etv Bharat
ছবি সৌজন্যে এক্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 10:39 PM IST

Updated : Sep 18, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সম্ভবত সংসদের চলতি বিশেষ অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল পেশ করতে চলেছে কেন্দ্র ৷ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে নয়াদিল্লিতে ৷ বৈঠকের পর কেন্দ্রের তরফে কোনও সাংবাদিক বৈঠক করা না-হলেও, সূত্রের খবর এদিন মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ তিনি লেখেন, "মহিলাদের জন্য সংরক্ষের দাবি পূরণ করার নৈতিক সাহস মোদি সরকারেরই আছে ৷ মন্ত্রিসভার ছাড়পত্র সেটাই প্রমাণ করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভাকে ধন্যবাদ ৷"

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন ৷ 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন ৷ এদিন সংসদের পুরনো ভবনে এই বিশেষ অধিবেশনের সূচনা হলেও মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন ৷ তার আগে এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে ৷ সূত্রের খবর, এদিন প্রায় 90 মিনিট ধরে বৈঠক চলে ৷ সেখানেই বহু আলোচিত মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে মোদি মন্ত্রিসভা ৷ মঙ্গলবার এই কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভা ও রাজ্যের বিধানসভা আসনগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের কথা এই বিলে বলা হয়েছে ৷

  • "Only the Modi government had the moral courage to fulfil the demand for women's reservation. Which was proved by the approval of the cabinet. Congratulations PM Narendra Modi and congratulations to the PM Modi government," tweets Union Minister Prahlad Singh Patel https://t.co/P1Ivxtil8H pic.twitter.com/tUrn2hy2ZQ

    — ANI (@ANI) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'নতুন সংসদে নতুন কিছু হবে না, রাজনীতির পদ্ধতি পরিবর্তন করুন'; কেন্দ্রকে কটাক্ষ খাড়গের

রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের আগে সংসদে এই মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়ে মাস্ট্রার স্ট্রোক দিতে চাইছে নরেন্দ্র মোদি সরকার ৷ তথ্য বলছে, কংগ্রেস জমানায় এই বিল পাশের চেষ্টা হলেও তা সফল হয়নি ৷ সংশ্লিষ্ট মহল মনে করছে, সংসদের চলতি অধিবেশন ঠিক কী কারণে ডাকা হয়েছে তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয় ৷ কিন্তু সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন এই অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে ৷ ওয়াকিবহাল মহলের মতে, মহিলা সংরক্ষণ বিল সম্ভবত সেগুলির মধ্যে অন্যতম ৷ কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলিও এই বিলের পক্ষেই এতদিন কথা বলে এসেছে ৷ তাই এই বিল পাশ করাতে মোদি সরকারকে বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সম্ভবত সংসদের চলতি বিশেষ অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল পেশ করতে চলেছে কেন্দ্র ৷ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে নয়াদিল্লিতে ৷ বৈঠকের পর কেন্দ্রের তরফে কোনও সাংবাদিক বৈঠক করা না-হলেও, সূত্রের খবর এদিন মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ তিনি লেখেন, "মহিলাদের জন্য সংরক্ষের দাবি পূরণ করার নৈতিক সাহস মোদি সরকারেরই আছে ৷ মন্ত্রিসভার ছাড়পত্র সেটাই প্রমাণ করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভাকে ধন্যবাদ ৷"

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন ৷ 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন ৷ এদিন সংসদের পুরনো ভবনে এই বিশেষ অধিবেশনের সূচনা হলেও মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন ৷ তার আগে এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে ৷ সূত্রের খবর, এদিন প্রায় 90 মিনিট ধরে বৈঠক চলে ৷ সেখানেই বহু আলোচিত মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে মোদি মন্ত্রিসভা ৷ মঙ্গলবার এই কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভা ও রাজ্যের বিধানসভা আসনগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের কথা এই বিলে বলা হয়েছে ৷

  • "Only the Modi government had the moral courage to fulfil the demand for women's reservation. Which was proved by the approval of the cabinet. Congratulations PM Narendra Modi and congratulations to the PM Modi government," tweets Union Minister Prahlad Singh Patel https://t.co/P1Ivxtil8H pic.twitter.com/tUrn2hy2ZQ

    — ANI (@ANI) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'নতুন সংসদে নতুন কিছু হবে না, রাজনীতির পদ্ধতি পরিবর্তন করুন'; কেন্দ্রকে কটাক্ষ খাড়গের

রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের আগে সংসদে এই মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়ে মাস্ট্রার স্ট্রোক দিতে চাইছে নরেন্দ্র মোদি সরকার ৷ তথ্য বলছে, কংগ্রেস জমানায় এই বিল পাশের চেষ্টা হলেও তা সফল হয়নি ৷ সংশ্লিষ্ট মহল মনে করছে, সংসদের চলতি অধিবেশন ঠিক কী কারণে ডাকা হয়েছে তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয় ৷ কিন্তু সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন এই অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে ৷ ওয়াকিবহাল মহলের মতে, মহিলা সংরক্ষণ বিল সম্ভবত সেগুলির মধ্যে অন্যতম ৷ কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলিও এই বিলের পক্ষেই এতদিন কথা বলে এসেছে ৷ তাই এই বিল পাশ করাতে মোদি সরকারকে বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে ৷

Last Updated : Sep 18, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.