ETV Bharat / bharat

Union Cabinet on Farm Laws Repeal : কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন বাতিলের প্রস্তাবে সিলমোহর - কৃষি আইন প্রত্যাহার

কেন্দ্রীয় মন্ত্রিসভায় কৃষি আইন বাতিলের প্রস্তাব মঞ্জুর হল ৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet meeting) এই প্রস্তাব পেশ করা হয় ৷ সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ‘কৃষি আইন বাতিল বিল, 2021’ (Farm Laws Repeal Bill, 2021) পেশ করা হবে ৷ তারপরই সারা হবে আইন প্রত্যাহারের বাদবাকি সাংবিধানিক প্রক্রিয়া ৷

union cabinet approves farm laws repeal bill 2021
Union Cabinet on Farm Laws Repeal : কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাস হল কৃষি আইন বাতিলের প্রস্তাব
author img

By

Published : Nov 24, 2021, 2:59 PM IST

Updated : Nov 24, 2021, 3:24 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর : বিতর্কিত নয়া তিন কৃষি আইন বাতিলের প্রাথমিক ধাপ পার হয়ে গেল কেন্দ্রীয় সরকার ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet meeting on Farm Laws Repeal) পাস হয়ে গেল কৃষি আইন বাতিল বিল (Farm Laws Repeal Bill, 2021) ৷ আগামী 29 নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৷ সূত্রের দাবি, ওই দিনই সংসদে এই বিল পেশ করা হতে পারে ৷ তার আগে নিয়ম মাফিক কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দরকার ছিল ৷ এদিন সেই প্রক্রিয়া সেরে ফেলা হয় ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইনে পিছু হটেছে কেন্দ্র, উচ্ছ্বসিত বিরোধীরা

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার নয়া তিন কৃষি আইন ঘোষণার পরই প্রতিবাদে সোচ্চার হন কৃষকরা ৷ পরে সংসদে ধ্বনিভোটে বিল পাস করে আইন কার্যকর করা হয় ৷ তারপর থেকেই দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা ৷ তাঁদের অনড় মনোভাবের সামনে শেষমেশ মাথা নোয়াতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Farm Laws Repeal) ঘোষণা করেন, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেবে তাঁর সরকার ৷ তিনি জানান, আসন্ন শীতকালীন অধিবেশনেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷

আরও পড়ুন : Sonia Gandhi on farm laws repeal : কৃষকের জয়, অহঙ্কারের হার ; সোনিয়ার নিশানায় মোদি সরকার

প্রসঙ্গত, সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha on Farm Laws Repeal) নেতৃত্বে দেশজুড়ে 40টি কৃষক সংগঠন গত একবছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ তাদের প্রধান দাবি, কৃষি আইন বাতিল হলেও কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা-সহ আরও অনেক দাবিদাওয়াও রয়েছে ৷ আগামী দিনে সরকার সেইসব দাবিগুলি মানে কিনা, আপাতত সেদিকেই নজর রয়েছে আন্দোলনকারীদের ৷

নয়াদিল্লি, 24 নভেম্বর : বিতর্কিত নয়া তিন কৃষি আইন বাতিলের প্রাথমিক ধাপ পার হয়ে গেল কেন্দ্রীয় সরকার ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet meeting on Farm Laws Repeal) পাস হয়ে গেল কৃষি আইন বাতিল বিল (Farm Laws Repeal Bill, 2021) ৷ আগামী 29 নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৷ সূত্রের দাবি, ওই দিনই সংসদে এই বিল পেশ করা হতে পারে ৷ তার আগে নিয়ম মাফিক কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দরকার ছিল ৷ এদিন সেই প্রক্রিয়া সেরে ফেলা হয় ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইনে পিছু হটেছে কেন্দ্র, উচ্ছ্বসিত বিরোধীরা

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার নয়া তিন কৃষি আইন ঘোষণার পরই প্রতিবাদে সোচ্চার হন কৃষকরা ৷ পরে সংসদে ধ্বনিভোটে বিল পাস করে আইন কার্যকর করা হয় ৷ তারপর থেকেই দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা ৷ তাঁদের অনড় মনোভাবের সামনে শেষমেশ মাথা নোয়াতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Farm Laws Repeal) ঘোষণা করেন, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেবে তাঁর সরকার ৷ তিনি জানান, আসন্ন শীতকালীন অধিবেশনেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷

আরও পড়ুন : Sonia Gandhi on farm laws repeal : কৃষকের জয়, অহঙ্কারের হার ; সোনিয়ার নিশানায় মোদি সরকার

প্রসঙ্গত, সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha on Farm Laws Repeal) নেতৃত্বে দেশজুড়ে 40টি কৃষক সংগঠন গত একবছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ তাদের প্রধান দাবি, কৃষি আইন বাতিল হলেও কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা-সহ আরও অনেক দাবিদাওয়াও রয়েছে ৷ আগামী দিনে সরকার সেইসব দাবিগুলি মানে কিনা, আপাতত সেদিকেই নজর রয়েছে আন্দোলনকারীদের ৷

Last Updated : Nov 24, 2021, 3:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.