ETV Bharat / bharat

Miscreants Torch Houses in Manipur: ফের উত্তেজনা মণিপুরে, পাঁচটি বাড়িতে আগুন দুষ্কৃতীদের - Manipur

Fresh Unrest in Manipur: মণিপুরে পাঁচটি বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা ৷ আর এই অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নিউ লাম্বুলেন এলাকা ৷ কুকি সম্প্রদায়ের লোকেরা মেইতেইদের বাড়িতে আগুন লাগিয়েছে বলে স্থানীয়দের অনুমান ৷

Manipur
মণিপুরে পাঁচটি বাড়িতে আগুন দুষ্কৃতীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 12:40 PM IST

তেজপুর(অসম), 28 অগস্ট: ফের উত্তেজনার মণিপুরে ৷ পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ ঘটনা মণিপুরের ইম্ফল পূর্ব জেলার নিউ লাম্বুলেন এলাকায় ৷ ঘটনায় স্থানীয়রা দুর্বৃত্তরাই জড়িত বলে মনে করা হচ্ছে ৷ কারণ সেখানকার বাসিন্দারা জানাচ্ছে, এলাকা কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে ৷ ফলে বাইরে থেকে এসে আগুন ধরিয়ে দেওয়াটা সম্ভব নয় ৷ তাই আততায়ীরা নিউ লাম্বুলেনের বাসিন্দা বলেই আশংকা করা হচ্ছে ।

জানা গিয়েছে, নিউ ল্যাম্বুলেনে যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ এলাকা থেকে বেরনোর রাস্তায় বেড়া দিয়ে ঘেরা ৷ সারাদিন সেখানে সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছে ৷ পাশাপাশি স্পেশাল সার্ভিস ব্যাটালিয়ন (এসএসবি) জওয়ানরা প্রধান সড়কগুলিতে মোতায়েন করা রয়েছে ৷ জোরদার নিরাপত্তা ব্যবস্থার জেরেই স্থানীয়রা মনে করছে, এই অঞ্চলে বসবাসকারী কুকি সম্প্রদায়ের সদস্যরা সম্ভবত এই ধরনের ঘটনা ঘটাতে পারে ৷ ইচ্ছাকৃত প্রতিবেশী মেইতেইদের বাড়িগুলিতে তারা আগুন লাগিয়ে দিয়েছে ৷ স্রেফ ভয় দেখানোর জন্যই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ।

সূত্রের খবর, অগ্নিসংযোগের ঘটনার পর এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় আশেপাশের বাসিন্দারা ৷ তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ জমায়েত জনতাকে নিয়ন্ত্রণ করতে এরপর কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ । এর জেরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় ৷ 29 অগস্ট মণিপুর বিধানসভার অধিবেশন রয়েছে ৷ তার আগে এই ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে ৷ বিধানসভায় এই বিষয়টি তোলা হবে এবং অধিবেশন চলাকালীন এই ঘটনায় সরকারের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মণিপুর নিয়ে 3টি রিপোর্ট জমা দিল সুপ্রিম কোর্টের কমিটি

উল্লেখযোগ্যভাবে, নিউ ল্যাম্বুলেন একটি বৈচিত্র্যময় এলাকা ৷ যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে । তবে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

তেজপুর(অসম), 28 অগস্ট: ফের উত্তেজনার মণিপুরে ৷ পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ ঘটনা মণিপুরের ইম্ফল পূর্ব জেলার নিউ লাম্বুলেন এলাকায় ৷ ঘটনায় স্থানীয়রা দুর্বৃত্তরাই জড়িত বলে মনে করা হচ্ছে ৷ কারণ সেখানকার বাসিন্দারা জানাচ্ছে, এলাকা কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে ৷ ফলে বাইরে থেকে এসে আগুন ধরিয়ে দেওয়াটা সম্ভব নয় ৷ তাই আততায়ীরা নিউ লাম্বুলেনের বাসিন্দা বলেই আশংকা করা হচ্ছে ।

জানা গিয়েছে, নিউ ল্যাম্বুলেনে যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ এলাকা থেকে বেরনোর রাস্তায় বেড়া দিয়ে ঘেরা ৷ সারাদিন সেখানে সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছে ৷ পাশাপাশি স্পেশাল সার্ভিস ব্যাটালিয়ন (এসএসবি) জওয়ানরা প্রধান সড়কগুলিতে মোতায়েন করা রয়েছে ৷ জোরদার নিরাপত্তা ব্যবস্থার জেরেই স্থানীয়রা মনে করছে, এই অঞ্চলে বসবাসকারী কুকি সম্প্রদায়ের সদস্যরা সম্ভবত এই ধরনের ঘটনা ঘটাতে পারে ৷ ইচ্ছাকৃত প্রতিবেশী মেইতেইদের বাড়িগুলিতে তারা আগুন লাগিয়ে দিয়েছে ৷ স্রেফ ভয় দেখানোর জন্যই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ।

সূত্রের খবর, অগ্নিসংযোগের ঘটনার পর এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় আশেপাশের বাসিন্দারা ৷ তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ জমায়েত জনতাকে নিয়ন্ত্রণ করতে এরপর কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ । এর জেরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় ৷ 29 অগস্ট মণিপুর বিধানসভার অধিবেশন রয়েছে ৷ তার আগে এই ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে ৷ বিধানসভায় এই বিষয়টি তোলা হবে এবং অধিবেশন চলাকালীন এই ঘটনায় সরকারের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মণিপুর নিয়ে 3টি রিপোর্ট জমা দিল সুপ্রিম কোর্টের কমিটি

উল্লেখযোগ্যভাবে, নিউ ল্যাম্বুলেন একটি বৈচিত্র্যময় এলাকা ৷ যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে । তবে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.