ETV Bharat / bharat

Make in India: ভোটের আগে চাকা গড়াল ‘মেক ইন ইন্ডিয়া’র, উত্তরপ্রদেশে তৈরি হবে 5 লক্ষ অ্যাসল্ট রাইফেল - উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২

সাত বছর আগে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তার গতি নিয়ে এত দিন প্রশ্নের মখে পড়তে হলেও, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) ঠিক আগে অমেঠিকেই অ্যাসল্ট রাইফেল (Assault Rifles to be made in Amethi) তৈরির গড় হিসেবে বেছে নিল কেন্দ্র ৷

under make in India 5 lakh ak 203 assault rifle to be made in uttar pradesh amethi
ভোটের আগে উত্তরপ্রদেশে রাইফেল তৈরিতে অনুমোদন কেন্দ্রের ।
author img

By

Published : Dec 4, 2021, 3:44 PM IST

নয়াদিল্লি, 04 ডিসেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর (Self-Reliant India) হওয়ার পথে আরও একধাপ এগোল ভারত ৷ বিদেশ থেকে আমদানির পরিবর্তে, এবার দেশেই 5 লক্ষের বেশি একে-203 অ্যাসল্ট রাইফেল (AK-203 Assault Rifles) তৈরির পরিকল্পনায় অনুমোদন দিল সরকার ৷ উত্তরপ্রদেশের অমেঠির কোরওয়ায় এই 5 লক্ষ অ্যাসল্ট রাইফেল তৈরি কর হবে ৷ তাতে ভারতকে সহযোগিতা করবে রাশিয়া ৷

প্রথম বার কেন্দ্রে ক্ষমতায় এসেই, সাত বছর আগে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তার গতি নিয়ে এত দিন প্রশ্নের মখে পড়তে হলেও, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) ঠিক আগে অমেঠিকেই অ্যাসল্ট রাইফেল (Assault Rifles to be made in Amethi) তৈরির গড় হিসেবে বেছে নিল কেন্দ্র ৷

আরও পড়ুন: Shiv Sena opinion on opposition alliance : কংগ্রেসহীন বিরোধী জোট নিয়ে ‘বাঘিনী’ মমতার সঙ্গে একমত নয় শিবসেনা

অমেঠিতে অ্যাসল্ট রাইফেল তৈরি হলে কর্মসংস্থান যেমন তৈরি হবে, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী দিল্লি ৷ একই সঙ্গে রাইফেল তৈরির কাঁচামাল এবং অন্যান্য উপাদান সরবরাহের সুযোগ পেলে ক্ষুদ্র, ছোট, মাঝারি এবং প্রতিরক্ষা শিল্পও চাঙ্গা হবে বলে মনে করছে কেন্দ্র ৷

কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যদের দাবি, শুধু ‘মেক ইন ইন্ডিয়া’র চাকা গড়ানোই নয়, এই পরিকল্পনার মাধ্যমে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে উত্তরপ্রদেশকে মূল সহযোগী রাজ্য হিসেবেও তুবে আনা সম্ভব হবে ৷

আরও পড়ুন: Express Trains Cancelled : ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

যে 5 লক্ষ একে-203 অ্যাসল্ট রাইফেল তৈরিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র, তা 7.62X39 এমএম ক্যালিবার সম্পন্ন রাইফেল । মজবুত অথচ ওজনে হালকা, 300 মিটার পর্যন্ত লক্ষ্যভেদে সক্ষম এবং ব্যবহার করাও সহজ । ভারতীয় সেনাবাহিনীতে তিন দশক পুরনো ইনসাস রাইফেলের বিকল্প হিসেবে এই একে-203 রাইফেলকে ভাবা হচ্ছে । উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদী বিরোধী অভিযানে সেগুলি সহায়ক হয়ে উঠতে পারে বলে দিল্লি সূত্রে জানা গিয়েছে ।

ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড-এর যৌথ উদ্যোগে অমেঠিতে এই অ্যাসল্ট রাইফেল তৈরিতে অনুমোদন মিলেছে । এছাড়াও যুক্ত রয়েছে অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (অ্যাওয়েল), মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড (এমআইএল), রোসোবোরোনেক্সপোর্ট (আরওই) এবং রাশিয়ার কনসার্ন কালাশনিকভ ।

নয়াদিল্লি, 04 ডিসেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর (Self-Reliant India) হওয়ার পথে আরও একধাপ এগোল ভারত ৷ বিদেশ থেকে আমদানির পরিবর্তে, এবার দেশেই 5 লক্ষের বেশি একে-203 অ্যাসল্ট রাইফেল (AK-203 Assault Rifles) তৈরির পরিকল্পনায় অনুমোদন দিল সরকার ৷ উত্তরপ্রদেশের অমেঠির কোরওয়ায় এই 5 লক্ষ অ্যাসল্ট রাইফেল তৈরি কর হবে ৷ তাতে ভারতকে সহযোগিতা করবে রাশিয়া ৷

প্রথম বার কেন্দ্রে ক্ষমতায় এসেই, সাত বছর আগে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তার গতি নিয়ে এত দিন প্রশ্নের মখে পড়তে হলেও, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) ঠিক আগে অমেঠিকেই অ্যাসল্ট রাইফেল (Assault Rifles to be made in Amethi) তৈরির গড় হিসেবে বেছে নিল কেন্দ্র ৷

আরও পড়ুন: Shiv Sena opinion on opposition alliance : কংগ্রেসহীন বিরোধী জোট নিয়ে ‘বাঘিনী’ মমতার সঙ্গে একমত নয় শিবসেনা

অমেঠিতে অ্যাসল্ট রাইফেল তৈরি হলে কর্মসংস্থান যেমন তৈরি হবে, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী দিল্লি ৷ একই সঙ্গে রাইফেল তৈরির কাঁচামাল এবং অন্যান্য উপাদান সরবরাহের সুযোগ পেলে ক্ষুদ্র, ছোট, মাঝারি এবং প্রতিরক্ষা শিল্পও চাঙ্গা হবে বলে মনে করছে কেন্দ্র ৷

কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যদের দাবি, শুধু ‘মেক ইন ইন্ডিয়া’র চাকা গড়ানোই নয়, এই পরিকল্পনার মাধ্যমে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে উত্তরপ্রদেশকে মূল সহযোগী রাজ্য হিসেবেও তুবে আনা সম্ভব হবে ৷

আরও পড়ুন: Express Trains Cancelled : ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

যে 5 লক্ষ একে-203 অ্যাসল্ট রাইফেল তৈরিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র, তা 7.62X39 এমএম ক্যালিবার সম্পন্ন রাইফেল । মজবুত অথচ ওজনে হালকা, 300 মিটার পর্যন্ত লক্ষ্যভেদে সক্ষম এবং ব্যবহার করাও সহজ । ভারতীয় সেনাবাহিনীতে তিন দশক পুরনো ইনসাস রাইফেলের বিকল্প হিসেবে এই একে-203 রাইফেলকে ভাবা হচ্ছে । উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদী বিরোধী অভিযানে সেগুলি সহায়ক হয়ে উঠতে পারে বলে দিল্লি সূত্রে জানা গিয়েছে ।

ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড-এর যৌথ উদ্যোগে অমেঠিতে এই অ্যাসল্ট রাইফেল তৈরিতে অনুমোদন মিলেছে । এছাড়াও যুক্ত রয়েছে অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (অ্যাওয়েল), মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড (এমআইএল), রোসোবোরোনেক্সপোর্ট (আরওই) এবং রাশিয়ার কনসার্ন কালাশনিকভ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.