ETV Bharat / bharat

বারাণসীতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্য়ু বাংলার দুই শ্রমিকের - বারাণসী

বারাণসীতে কাজে গিয়ে বাংলার দুই পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু ৷ কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে ভেঙে পড়ে নির্মীয়মাণ গোয়েঙ্কা হস্টেল ৷ ধ্বংস্তূপে চাপা পড়ে মৃত্য়ু হয় দুই শ্রমিকের ৷ জখম হন ছ’জনেরও বেশি ৷

under construction building collapsed in Varanasi caused death of  two labourers from West Bengal
বারাণসীতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্য়ু বাংলার দুই শ্রমিকের
author img

By

Published : Jun 1, 2021, 2:13 PM IST

বারাণসী, 1 জুন : ভিন রাজ্যে নির্মীয়মাণ বহুতল ভেঙে প্রাণ গেল বাংলার দুই শ্রমিকের ৷ গুরুতর জখম হলেন ছ’জনেরও বেশি ৷ ঘটনাটি ঘটেছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে ৷ স্থানীয় সূত্রে খবর, আহতদের ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর চারটে নাগাদ ৷ মন্দির চত্বরেই গোয়েঙ্কা হস্টেল তৈরির কাজ চলছে ৷ এদিন ভোরে নির্মীয়মাণ সেই বহুতলটির একাংশই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ যার পরিণতি হয় মর্মান্তিক ৷

ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং মন্দির কর্তৃপক্ষের তরফে আধিকারিকরা জানিয়েছেন, নির্মীয়মাণ বহুতলটির সামনেই কয়েকজন শ্রমিক রাতে ঘুমিয়ে ছিলেন ৷ ভোরের দুর্ঘটনায় তাঁরা সকলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৷

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত দুই শ্রমিকের নাম আমিনুল মোমিন (45) এবং আবুল মোমিন (27) ৷ তাঁর দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণেই ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলটির একাংশ ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে নির্মীয়মাণ কারখানার ছাদ ভেঙে 3 শ্রমিকের মৃত্যু

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের আগেও বাংলার বহু বাসিন্দা ভারতের নানা প্রান্তে পরিযায়ী শ্রমিকের কাজে যেতেন ৷ করনোকালে লকডাউনের জেরে তাঁরা ঘরে ফিরে এলেও আবারও পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে ৷ আর সেখানেই নানা সময়ে নানা দুর্ঘটনায় প্রাণ খোয়াতে হচ্ছে তাঁদের ৷ বারাণসীর এদিনের দুর্ঘটনাও তার ব্যতিক্রম নয় ৷

বারাণসী, 1 জুন : ভিন রাজ্যে নির্মীয়মাণ বহুতল ভেঙে প্রাণ গেল বাংলার দুই শ্রমিকের ৷ গুরুতর জখম হলেন ছ’জনেরও বেশি ৷ ঘটনাটি ঘটেছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে ৷ স্থানীয় সূত্রে খবর, আহতদের ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর চারটে নাগাদ ৷ মন্দির চত্বরেই গোয়েঙ্কা হস্টেল তৈরির কাজ চলছে ৷ এদিন ভোরে নির্মীয়মাণ সেই বহুতলটির একাংশই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ যার পরিণতি হয় মর্মান্তিক ৷

ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং মন্দির কর্তৃপক্ষের তরফে আধিকারিকরা জানিয়েছেন, নির্মীয়মাণ বহুতলটির সামনেই কয়েকজন শ্রমিক রাতে ঘুমিয়ে ছিলেন ৷ ভোরের দুর্ঘটনায় তাঁরা সকলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৷

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত দুই শ্রমিকের নাম আমিনুল মোমিন (45) এবং আবুল মোমিন (27) ৷ তাঁর দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণেই ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলটির একাংশ ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে নির্মীয়মাণ কারখানার ছাদ ভেঙে 3 শ্রমিকের মৃত্যু

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের আগেও বাংলার বহু বাসিন্দা ভারতের নানা প্রান্তে পরিযায়ী শ্রমিকের কাজে যেতেন ৷ করনোকালে লকডাউনের জেরে তাঁরা ঘরে ফিরে এলেও আবারও পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে ৷ আর সেখানেই নানা সময়ে নানা দুর্ঘটনায় প্রাণ খোয়াতে হচ্ছে তাঁদের ৷ বারাণসীর এদিনের দুর্ঘটনাও তার ব্যতিক্রম নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.