আগরতলা, 22 ডিসেম্বর: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় (UNESCO World Heritage Sites) ভারতের যে তিনটি স্থান জায়গা করে নিয়েছে, তাদের মধ্যে অন্যতম হল ত্রিপুরার 'উনাকোটি' (Unakoti)৷ পাথর কেটে তাতে হিন্দু দেব-দেবীর ছবি খোদাই করা রয়েছে সেখানে (Tripura Unakoti Heritage Site)৷
ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ কনভেশন অনুসারে, ত্রিপুরায় (Tripura news) অবস্থিত উনাকোটি কৈলাসহর থেকে প্রায় 8 কিলোমিটার এবং রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় 185 কিমি দূরে । উনাকোটি পাহাড়ের উল্লম্ব পৃষ্ঠটি প্রাচীন মানুষেরা বিভিন্ন পৌরাণিক দৃশ্য যেমন শিব, গণেশ, উমা-মহেশ্বর ইত্যাদির বিভিন্ন চিত্র খোদাই করতে ব্যবহার করতেন । পাথর কেটে তাতে হিন্দু দেবতাদের ছবি চিত্রিত করার জন্য বিখ্যাত উনাকোটি ।
অষ্টম-নবম শতাব্দী থেকে ত্রিপুরায় যে শৈব উপাসনা হত এটি তার প্রমাণ দেয় । উনাকোটি স্থানটি শিব উপাসনার সঙ্গে যুক্ত একটি প্রাচীন পবিত্র স্থান হিসাবে মানুষের কাছে পরিচিত । উনাকোটিকে শিবের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাচীনতম সাহিত্যেও ৷ একে চৌধুরী (1910-11) এবং ত্রিপুরার তৎকালীন ব্রিটিশ রাজনৈতিক এজেন্ট ক্যাপ্টেন উইলিয়ামসের (1914) রচনায় এর কথা রয়েছে ।
ব্যুৎপত্তিগতভাবে উনাকোটির অর্থের দিকে তাকালে দেখা যাবে, 'উনা' মানে এক কম এবং 'কোটি'র অর্থ বাংলায় কোটি, তাই সাইটটির নাম যেহেতু 'উনাকোটি' তাই আক্ষরিক অর্থে এর মানে হল "এক কোটির কম"। কথিত আছে, উনাকোটি ছিল দেবদেবীদের মিলনস্থল, যেখানে তাঁরা মথুরার কাছে আরেকটি বৃন্দাবন তৈরির অভিপ্রায়ে শুক্লা অষ্টমীতে (চৈত্র মাসের চন্দ্র পাক্ষিকের অষ্টম দিন) একত্রিত হয়েছিলেন । পুরাণ মতে, ভগবান শিব তাঁর সঙ্গীদের তাদের যাত্রা পুনরায় শুরু করার জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে নির্দেশ দিয়েছিলেন । সকালে স্বয়ং শিব ছাড়া আর কেউ উঠতে পারেনি । তাই তিনি তাঁদেরকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দিয়েছিলেন ।
আরও পড়ুন: ইউনেস্কোর তালিকায় সূর্য মন্দিরের সংযোজনে ফের সবার নজরে গুজরাতের ভোজপত্রী গাছ
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি ইউনেস্কোর তালিকায় নয়া সংযোজনের খবর টুইটে জানিয়ে লেখেন, "অভিনন্দন ভারত ! ভারত ইউনেস্কোর অস্থায়ী তালিকায় আরও 3টি স্থান যুক্ত করেছে: 01 ভাদনগর- একটি বহু-স্তর বিশিষ্ট ঐতিহাসিক শহর, গুজরাত; 02 সূর্য মন্দির, মোধেরা এবং এর পার্শ্ববর্তী স্মৃতিস্তম্ভ; 03 উনাকোটি, উনাকোটি রেঞ্জ ও উনাকোটি জেলায় পাথর কেটে তৈরি ভাস্কর্য ৷" তিনি আরও লেখেন, "এটির সঙ্গে ভারতে এখন ইউনেস্কোর টেন্টেটিভ লিস্টে 52টি স্থান রয়েছে । তালিকাটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির গতিশীল দৃষ্টি ও নেতৃত্বের পাশাপাশি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদ ও ঐতিহ্যের বিশাল বৈচিত্র্যের পরিচায়ক ৷ ভারত বিশ্ব ঐতিহ্যের তালিকায় আরও সাইট যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ ।"
ত্রিপুরার উনাকোটি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, "ত্রিপুরার উত্তর-পূর্ব অংশে অবস্থিত উনাকোটি শৈব উপাসনার সঙ্গে যুক্ত একটি প্রাচীন পবিত্র স্থান হিসাবে পরিচিত । সাইটটি একটি বিশাল গ্যালারি যা অরণ্যের মধ্যে বিরাট সংখ্যক অনন্য চিত্রের প্রদর্শনী হিসেবে রয়েছে ৷ এটি মানব সৃজনশীল প্রতিভার একটি মাস্টারপিস ।"