ETV Bharat / bharat

Atiq Ahmed Murder: 48 ঘণ্টা আগেই আতিকের এনকাউন্টারে মৃত্যু কামনা করেছিলেন উমেশের স্ত্রী ! - উমেশ পালের স্ত্রী জয়া পাল

আতিক আহমেদ খুন হওয়ার 48 ঘণ্টা আগেই তাঁর এনকাউন্টারে মৃত্যু কামনা করেছিলেন উমেশ পালের স্ত্রী ! এমন ঘটনা পরম্পরায় উঠছে নানা প্রশ্ন ৷

Umesh Pal wife Jaya Pal wanted Atiq Ahmed to be died by an encounter
ফাইল ছবি
author img

By

Published : Apr 16, 2023, 5:59 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল: আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের সঙ্গে শনিবার রাতে যে ঘটনা ঘটল, তা কি নেহাতই কাকতালীয় ? নাকি পুরোটাই ঘটানো হয়েছে পূর্ব পরিকল্পনা অনুসারে ? একমাত্র নিরপেক্ষ তদন্ত হলেই এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে ৷ কিন্তু, ঘটনাক্রম বলছে, প্রয়াত আইনজীবী উমেশ পালের স্ত্রী এই ঘটনার মাত্র 48 ঘণ্টা আগে যে কথা বলেছিলেন, তা মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে ! একেবারে ফিল্মি কায়দায় গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদ ও তাঁর ভাইকে খুন করেছে তিন দুষ্কৃতী ৷ পুলিশের ঘেরাটোপে ঢুকে দুই 'টার্গেট'কেই ঝাঁঝরা করে দিয়েছে সাংবাদিকের বেশে থাকা আততায়ীরা ৷

ঘটনার সময় আতিকের বাইট নিচ্ছিলেন সাংবাদিকরা ৷ পাশেই ছিলেন তাঁর ভাই ৷ সেই দৃশ্য বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল ৷ ফলে শ্যুটআউটের সাক্ষী থেকেছেন অগুন্তি দর্শক ! রুপোলি পর্দায় এসব ঘটলেও, বাস্তবে এমন নজির কমই পাওয়া যায় ৷ প্রসঙ্গত, এই ঘটনার ঠিক দু'দিন আগেই, গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে খুন হয়েছিলেন আতিকের ছেলে আসাদ ও তাঁর এক সঙ্গী গুলাম ৷ জীবনের শেষ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের মুখে সেই ঘটনার কথাই বলছিলেন আতিক ৷

এদিকে, বৃহস্পতিবার আসাদ ও তাঁর সঙ্গীর এনকাউন্টারের পর যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছিলেন নিহত আইনজীবী উমেশ পালের স্ত্রী জয়া পাল ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি ৷ একইসঙ্গে, জয়ার দাবি ছিল, তাঁর স্বামীর খুনে মূল অভিযুক্ত আতিক খানেরও যেন একই পরিণতি হয় ৷ জয়া চেয়েছিলেন, যেভাবে তাঁর স্বামী উমেশ পালের শরীর গুলিতে ঝাঁঝরা হয়েছিল, যেভাবে সেই খুনের অন্যতম অভিযুক্ত আসাদ ও গুলামের এনকাউন্টার হয়েছিল, ঠিক একইভাবে যেন আতিক আহমেদকেও শেষ করে দেওয়া হয় ! বাস্তবেও হল সেটাই !

আরও পড়ুন: 'আতিক খুনে যোগী সরকারই দায়ী' ! বিচার বিভাগীয় তদন্তের দাবি সিপিএমের

বিরোধীরা বলছেন, আতিক খুনের নেপথ্যে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে ! এমনকী এর জন্য সরাসরি বিজেপি ও যোগী সরকারকেও দায়ী করা হচ্ছে ৷ তারই মধ্যে কাটাছেঁড়া শুরু হয়েছে জয়া পালের মন্তব্য নিয়ে ৷

হায়দরাবাদ, 16 এপ্রিল: আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের সঙ্গে শনিবার রাতে যে ঘটনা ঘটল, তা কি নেহাতই কাকতালীয় ? নাকি পুরোটাই ঘটানো হয়েছে পূর্ব পরিকল্পনা অনুসারে ? একমাত্র নিরপেক্ষ তদন্ত হলেই এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে ৷ কিন্তু, ঘটনাক্রম বলছে, প্রয়াত আইনজীবী উমেশ পালের স্ত্রী এই ঘটনার মাত্র 48 ঘণ্টা আগে যে কথা বলেছিলেন, তা মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে ! একেবারে ফিল্মি কায়দায় গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদ ও তাঁর ভাইকে খুন করেছে তিন দুষ্কৃতী ৷ পুলিশের ঘেরাটোপে ঢুকে দুই 'টার্গেট'কেই ঝাঁঝরা করে দিয়েছে সাংবাদিকের বেশে থাকা আততায়ীরা ৷

ঘটনার সময় আতিকের বাইট নিচ্ছিলেন সাংবাদিকরা ৷ পাশেই ছিলেন তাঁর ভাই ৷ সেই দৃশ্য বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল ৷ ফলে শ্যুটআউটের সাক্ষী থেকেছেন অগুন্তি দর্শক ! রুপোলি পর্দায় এসব ঘটলেও, বাস্তবে এমন নজির কমই পাওয়া যায় ৷ প্রসঙ্গত, এই ঘটনার ঠিক দু'দিন আগেই, গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে খুন হয়েছিলেন আতিকের ছেলে আসাদ ও তাঁর এক সঙ্গী গুলাম ৷ জীবনের শেষ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের মুখে সেই ঘটনার কথাই বলছিলেন আতিক ৷

এদিকে, বৃহস্পতিবার আসাদ ও তাঁর সঙ্গীর এনকাউন্টারের পর যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছিলেন নিহত আইনজীবী উমেশ পালের স্ত্রী জয়া পাল ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি ৷ একইসঙ্গে, জয়ার দাবি ছিল, তাঁর স্বামীর খুনে মূল অভিযুক্ত আতিক খানেরও যেন একই পরিণতি হয় ৷ জয়া চেয়েছিলেন, যেভাবে তাঁর স্বামী উমেশ পালের শরীর গুলিতে ঝাঁঝরা হয়েছিল, যেভাবে সেই খুনের অন্যতম অভিযুক্ত আসাদ ও গুলামের এনকাউন্টার হয়েছিল, ঠিক একইভাবে যেন আতিক আহমেদকেও শেষ করে দেওয়া হয় ! বাস্তবেও হল সেটাই !

আরও পড়ুন: 'আতিক খুনে যোগী সরকারই দায়ী' ! বিচার বিভাগীয় তদন্তের দাবি সিপিএমের

বিরোধীরা বলছেন, আতিক খুনের নেপথ্যে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে ! এমনকী এর জন্য সরাসরি বিজেপি ও যোগী সরকারকেও দায়ী করা হচ্ছে ৷ তারই মধ্যে কাটাছেঁড়া শুরু হয়েছে জয়া পালের মন্তব্য নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.