ETV Bharat / bharat

অপহৃত ওএনজিসি কর্মী রিতুল সাইকিয়াকে মুক্তি দিল আলফা (আই)

author img

By

Published : May 22, 2021, 12:05 PM IST

ওনজিসি-র কর্মী রিতুল সাইকিয়াকে অসমের শিবসাগর জেলার লাকুয়া ওয়েল ফিল্ড থেকে গত 21 এপ্রিল অপহরণ করেছিল আলফা (আই) ৷

অপহৃত ওএনজিসি কর্মী রিতুল সাইকিয়াকে মুক্তি দিল আলফা (আই)
অপহৃত ওএনজিসি কর্মী রিতুল সাইকিয়াকে মুক্তি দিল আলফা (আই)

গুয়াহাটি, 22 মে : ওনজিসি-র কর্মী রিতুল সাইকিয়াকে ছেড়ে দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা (আই) ৷ অসমের শিবসাগর জেলার লাকুয়া ওয়েল ফিল্ড থেকে গত 21 এপ্রিল তাঁকে অপহরণ করেছিল আলফা (আই) নামে ওই জঙ্গি সংগঠন ৷

তাঁর সঙ্গে আরও দু’জনকেও অপহরণ করা হয়েছিল সেদিন ৷ মোহিনী মোহন গগৈ এবং অলকেশ সাইকিয়া নামে ওই দু‘জনকে পরে ওই রাজ্যের মন জেলা থেকে পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার করা হয় ৷ তবে খুঁজে পাওয়া যায়নি রিতুল সাইকিয়াকে ৷

গত বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলফা (আই) এর কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়ার কাছে রিতুলকে ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন ৷ মুখ্যমন্ত্রীর অনুরোধের পরই পরেশ বড়ুয়া রিতুলকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তার পর শনিবার ছেড়ে দেওয়া হল রিতুলকে ৷

আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

এদিন সকাল 7 টা নাগাদ মন জেলার লোনঙ্গায় ছেড়ে দেওয়া হয় ৷ তিনি মায়ানমার থেকে হেঁটে নাগাল্যান্ডে পৌঁছেছেন বলে জানা গিয়েছে ৷ এই খবরে স্বস্তি ফিরেছে রিতুলের পরিবারে ৷ জানা গিয়েছে যে আপাতত অসম রাইফেলের ক্যাম্পে তাঁকে রাখা হয়েছে ৷ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন খবর ৷ পরিবারের তরফে অসমের মুখ্যমন্ত্রী ও আলফা (আই) প্রধানকে ধন্যবাদ জানানো হয়েছে ৷

গুয়াহাটি, 22 মে : ওনজিসি-র কর্মী রিতুল সাইকিয়াকে ছেড়ে দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা (আই) ৷ অসমের শিবসাগর জেলার লাকুয়া ওয়েল ফিল্ড থেকে গত 21 এপ্রিল তাঁকে অপহরণ করেছিল আলফা (আই) নামে ওই জঙ্গি সংগঠন ৷

তাঁর সঙ্গে আরও দু’জনকেও অপহরণ করা হয়েছিল সেদিন ৷ মোহিনী মোহন গগৈ এবং অলকেশ সাইকিয়া নামে ওই দু‘জনকে পরে ওই রাজ্যের মন জেলা থেকে পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার করা হয় ৷ তবে খুঁজে পাওয়া যায়নি রিতুল সাইকিয়াকে ৷

গত বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলফা (আই) এর কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়ার কাছে রিতুলকে ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন ৷ মুখ্যমন্ত্রীর অনুরোধের পরই পরেশ বড়ুয়া রিতুলকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তার পর শনিবার ছেড়ে দেওয়া হল রিতুলকে ৷

আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

এদিন সকাল 7 টা নাগাদ মন জেলার লোনঙ্গায় ছেড়ে দেওয়া হয় ৷ তিনি মায়ানমার থেকে হেঁটে নাগাল্যান্ডে পৌঁছেছেন বলে জানা গিয়েছে ৷ এই খবরে স্বস্তি ফিরেছে রিতুলের পরিবারে ৷ জানা গিয়েছে যে আপাতত অসম রাইফেলের ক্যাম্পে তাঁকে রাখা হয়েছে ৷ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন খবর ৷ পরিবারের তরফে অসমের মুখ্যমন্ত্রী ও আলফা (আই) প্রধানকে ধন্যবাদ জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.