ETV Bharat / bharat

Sunak Hosts Jaishankar: দিওয়ালির আনন্দে ভাসলেন সুনাক, ডাউনিং স্ট্রিটের চা চক্রে আমন্ত্রণ জয়শঙ্করকে

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে দিওয়ালি উদযাপন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর ৷ দেশবাসীকে জানালেন আলোর উৎসবের শুভেচ্ছা ৷

Etv Bharat
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সৌনকের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 9:36 AM IST

Updated : Nov 13, 2023, 9:48 AM IST

লন্ডন, 13 নভেম্বর: 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির অমরীশ পুরীকে সকলের মনে আছে ৷ বিদেশের মাটিতে থেকে তিনি কীভাবে নিজের দেশকে মিস করেন তা দারুণভাবে তুলে ধরেছিলেন ছবিতে ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছিল সেই কালজয়ী গান, "ঘর আজা পরদেশী তেরা দেশ বুলায়ে রে... ৷" এই ঘটনাটি কর্মসূত্রে যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য ভীষণ প্রাসঙ্গিক। সেই সূত্র ধরে বিদেশের মাটিতেই ভারতের সংস্কৃতি উদযাপনে ব্যস্ত রইলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ৷ পরিবারের সঙ্গে আনন্দে ভাসলেন ৷ চা চক্রের বিশেষ আমন্ত্রণ পেয়ে 10 ডাউনিং স্ট্রিটে উপস্থিত হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্করও ৷

  • Delighted to call on Prime Minister @RishiSunak on #Diwali Day. Conveyed the best wishes of PM @narendramodi.

    India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.

    Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality. pic.twitter.com/p37OLqC40N

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সেই ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ৷ নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে ৷ পাশাপাশি, ছবি শেয়ার করে ঋষি সুনাক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দিওয়ালিতে ঋষি সুনাক সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ওঁকে শুভেচ্ছা জানিয়েছি ৷ সময়ের সঙ্গে সঙ্গে ভারত-ব্রিটেনের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে ৷"

পাঁচদিনের ব্রিটেন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ৷ ব্রিটেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা উঠে আসছে এই সফরে ৷ লর্ডসে আয়োজিত একটি ইভেন্টেও যোগ দেওয়ার কথা জয়শঙ্করের। এছাড়া সোমবার লন্ডনের ভারতীয় হাইকমিশন আয়োজিতন দীপাবলির অনুষ্ঠানেও যোগ দেবেন । শুধু তাই নয়, স্ত্রীকে সঙ্গে নিয়ে দীপাবলিতে লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দিরও পরিদর্শন করেন জয়শঙ্কর ৷

অন্যদিকে, ব্রিটেন প্রধানমন্ত্রী সুনাক ও অক্ষতা পরিবারের সঙ্গে আলোর উৎসবে সামিল হন ৷ তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায়, দুই মেয়েকে পাশে নিয়ে প্রদীপ দিয়ে ডাউনিং স্ট্রিটের বাড়ি সাজাচ্ছেন সুনাক-অক্ষরা ৷ রীতি মেনে দিওয়ালিতে দরজার কাছে মাটির প্রদীপ জ্বালাতেও দেখা গেল তাঁদের ৷ সুনাক লেখেন, "এই আলো অন্ধকার মুছে দেয় ৷ আশা জোগায় ৷ আমার পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্ত খুব মূল্যবান ৷" পাশাপাশি, দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷

আরও পড়ুন:

1. অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর

2. 'সীমান্ত আগলে সেনা, তাই ভারত নিরাপদ,' দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি

3. কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে পালিত 'কুকুর তিহার', দেখুন ভিডিয়ো

লন্ডন, 13 নভেম্বর: 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির অমরীশ পুরীকে সকলের মনে আছে ৷ বিদেশের মাটিতে থেকে তিনি কীভাবে নিজের দেশকে মিস করেন তা দারুণভাবে তুলে ধরেছিলেন ছবিতে ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছিল সেই কালজয়ী গান, "ঘর আজা পরদেশী তেরা দেশ বুলায়ে রে... ৷" এই ঘটনাটি কর্মসূত্রে যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য ভীষণ প্রাসঙ্গিক। সেই সূত্র ধরে বিদেশের মাটিতেই ভারতের সংস্কৃতি উদযাপনে ব্যস্ত রইলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ৷ পরিবারের সঙ্গে আনন্দে ভাসলেন ৷ চা চক্রের বিশেষ আমন্ত্রণ পেয়ে 10 ডাউনিং স্ট্রিটে উপস্থিত হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্করও ৷

  • Delighted to call on Prime Minister @RishiSunak on #Diwali Day. Conveyed the best wishes of PM @narendramodi.

    India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.

    Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality. pic.twitter.com/p37OLqC40N

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সেই ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ৷ নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে ৷ পাশাপাশি, ছবি শেয়ার করে ঋষি সুনাক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দিওয়ালিতে ঋষি সুনাক সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ওঁকে শুভেচ্ছা জানিয়েছি ৷ সময়ের সঙ্গে সঙ্গে ভারত-ব্রিটেনের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে ৷"

পাঁচদিনের ব্রিটেন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ৷ ব্রিটেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা উঠে আসছে এই সফরে ৷ লর্ডসে আয়োজিত একটি ইভেন্টেও যোগ দেওয়ার কথা জয়শঙ্করের। এছাড়া সোমবার লন্ডনের ভারতীয় হাইকমিশন আয়োজিতন দীপাবলির অনুষ্ঠানেও যোগ দেবেন । শুধু তাই নয়, স্ত্রীকে সঙ্গে নিয়ে দীপাবলিতে লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দিরও পরিদর্শন করেন জয়শঙ্কর ৷

অন্যদিকে, ব্রিটেন প্রধানমন্ত্রী সুনাক ও অক্ষতা পরিবারের সঙ্গে আলোর উৎসবে সামিল হন ৷ তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায়, দুই মেয়েকে পাশে নিয়ে প্রদীপ দিয়ে ডাউনিং স্ট্রিটের বাড়ি সাজাচ্ছেন সুনাক-অক্ষরা ৷ রীতি মেনে দিওয়ালিতে দরজার কাছে মাটির প্রদীপ জ্বালাতেও দেখা গেল তাঁদের ৷ সুনাক লেখেন, "এই আলো অন্ধকার মুছে দেয় ৷ আশা জোগায় ৷ আমার পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্ত খুব মূল্যবান ৷" পাশাপাশি, দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷

আরও পড়ুন:

1. অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর

2. 'সীমান্ত আগলে সেনা, তাই ভারত নিরাপদ,' দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি

3. কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে পালিত 'কুকুর তিহার', দেখুন ভিডিয়ো

Last Updated : Nov 13, 2023, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.