লন্ডন, 13 নভেম্বর: 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির অমরীশ পুরীকে সকলের মনে আছে ৷ বিদেশের মাটিতে থেকে তিনি কীভাবে নিজের দেশকে মিস করেন তা দারুণভাবে তুলে ধরেছিলেন ছবিতে ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছিল সেই কালজয়ী গান, "ঘর আজা পরদেশী তেরা দেশ বুলায়ে রে... ৷" এই ঘটনাটি কর্মসূত্রে যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য ভীষণ প্রাসঙ্গিক। সেই সূত্র ধরে বিদেশের মাটিতেই ভারতের সংস্কৃতি উদযাপনে ব্যস্ত রইলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ৷ পরিবারের সঙ্গে আনন্দে ভাসলেন ৷ চা চক্রের বিশেষ আমন্ত্রণ পেয়ে 10 ডাউনিং স্ট্রিটে উপস্থিত হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্করও ৷
-
Delighted to call on Prime Minister @RishiSunak on #Diwali Day. Conveyed the best wishes of PM @narendramodi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.
Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality. pic.twitter.com/p37OLqC40N
">Delighted to call on Prime Minister @RishiSunak on #Diwali Day. Conveyed the best wishes of PM @narendramodi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 12, 2023
India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.
Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality. pic.twitter.com/p37OLqC40NDelighted to call on Prime Minister @RishiSunak on #Diwali Day. Conveyed the best wishes of PM @narendramodi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 12, 2023
India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.
Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality. pic.twitter.com/p37OLqC40N
সোশাল মিডিয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সেই ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ৷ নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে ৷ পাশাপাশি, ছবি শেয়ার করে ঋষি সুনাক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দিওয়ালিতে ঋষি সুনাক সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ওঁকে শুভেচ্ছা জানিয়েছি ৷ সময়ের সঙ্গে সঙ্গে ভারত-ব্রিটেনের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে ৷"
পাঁচদিনের ব্রিটেন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ৷ ব্রিটেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা উঠে আসছে এই সফরে ৷ লর্ডসে আয়োজিত একটি ইভেন্টেও যোগ দেওয়ার কথা জয়শঙ্করের। এছাড়া সোমবার লন্ডনের ভারতীয় হাইকমিশন আয়োজিতন দীপাবলির অনুষ্ঠানেও যোগ দেবেন । শুধু তাই নয়, স্ত্রীকে সঙ্গে নিয়ে দীপাবলিতে লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দিরও পরিদর্শন করেন জয়শঙ্কর ৷
অন্যদিকে, ব্রিটেন প্রধানমন্ত্রী সুনাক ও অক্ষতা পরিবারের সঙ্গে আলোর উৎসবে সামিল হন ৷ তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায়, দুই মেয়েকে পাশে নিয়ে প্রদীপ দিয়ে ডাউনিং স্ট্রিটের বাড়ি সাজাচ্ছেন সুনাক-অক্ষরা ৷ রীতি মেনে দিওয়ালিতে দরজার কাছে মাটির প্রদীপ জ্বালাতেও দেখা গেল তাঁদের ৷ সুনাক লেখেন, "এই আলো অন্ধকার মুছে দেয় ৷ আশা জোগায় ৷ আমার পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্ত খুব মূল্যবান ৷" পাশাপাশি, দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷
আরও পড়ুন:
1. অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর
2. 'সীমান্ত আগলে সেনা, তাই ভারত নিরাপদ,' দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি
3. কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে পালিত 'কুকুর তিহার', দেখুন ভিডিয়ো