নয়াদিল্লি, 21 এপ্রিল : একদা ব্রিটিশ উপনিবেশ ভারতে পা-রেখেই ঊচ্ছ্বসিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ টুইটে তিনি লেখেন, "বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারতে এসে দারুণ লাগছে ! আমরা দুই রাষ্ট্র মিলে অনেক কিছু করতে পারি ৷ সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ৷ আমাদের শক্তিশালী অংশীদারি চাকরি, উন্নয়ন এবং সুযোগ তৈরি করবে ৷ আগামিদিনে দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হোক ৷" টুইটারে স্পষ্ট যে ভারত-ব্রিটেনের মধ্যে ব্যবসা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চান বরিস (UK PM Boris Johnson to announce more than £1 billion investments in businesses) ৷ তিনিই ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী, যিনি গুজরাতে এলেন ৷
দুই রাষ্ট্রের মধ্যে ব্যবসায় 100 কোটি পাউন্ডেরও বেশি অর্থ বিনিয়োগের কথা রয়েছে ৷ এর ফলে ব্রিটেনে প্রায় 11 হাজার চাকরি হবে ৷ সুইচ মোবিলিটি ইলেকট্রিক বাসের কেন্দ্র তৈরি হবে ব্রিটেনে ৷ তার এশিয়া-প্যাসিফিক সদর দফতর খোলা হবে চেন্নাইয়ে ৷ এতে 'ইউকে ইন ইন্ডিয়া'য় 1 হাজারেরও বেশি সংখ্যক চাকরি হবে ৷ ভারত ফোর্জ (Bharat Forge) এবং ট্রাক নির্মাতা টেভ্ভা মোটরস (Tevva Motors) দক্ষিণ-পূর্বে বিনিয়োগ করবে এবং 500 নতুন কর্মসংস্থান হবে ৷ ভারতীয় সফটওয়্য়ার কোম্পানি মাসকেট আগামী তিন বছরে ব্রিটেনে 7 কোটি 90 লক্ষ পাউন্ড লগ্নি করবে ৷ এতেও 1 হাজার 600 সংখ্যক চাকরি হবে ব্রিটেনজুড়ে ৷ বাণিজ্য উপদেষ্টা সংস্থা ফার্স্টসোর্স (Business consultancy FirstSource) সাউথ ওয়েলস, মিডল্যান্ডস, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমে নতুন অফিস খুলছে ৷
-
It’s fantastic to be in India, the world’s largest democracy.
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I see vast possibilities for what our great nations can achieve together.
Our powerhouse partnership is delivering jobs, growth and opportunity. I look forward to strengthening this partnership in the coming days. pic.twitter.com/bx0iXHDYov
">It’s fantastic to be in India, the world’s largest democracy.
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022
I see vast possibilities for what our great nations can achieve together.
Our powerhouse partnership is delivering jobs, growth and opportunity. I look forward to strengthening this partnership in the coming days. pic.twitter.com/bx0iXHDYovIt’s fantastic to be in India, the world’s largest democracy.
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022
I see vast possibilities for what our great nations can achieve together.
Our powerhouse partnership is delivering jobs, growth and opportunity. I look forward to strengthening this partnership in the coming days. pic.twitter.com/bx0iXHDYov
আরও পড়ুন : Boris Johnson in India : দু'দিনের ভারত সফরে এলেন বরিস জনসন
হার্টফোর্ডশায়ারে অবস্থিত সংস্থা স্মিথ অ্যান্ড নেফিউ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম বিক্রি করবে ভারতে ৷ নর্থহ্যামটনশায়ারের স্কট বেডার দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন অফিস খুলেছে ৷ ভারতের মহাজাগতিক গবেষণা সংস্থা ইসরোর নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড-এর সঙ্গেও স্যাটেলাইট কোম্পানি ওয়ানওয়েব-এর গাঁটছড়া বাঁধতে চলেছে ৷ ওয়ানওয়েব (OneWeb) ব্রিটেনের একটি স্যাটেলাইট কমিউনিকেশনস কোম্পানি ৷ ইসরোর মাধ্যমে এই সংস্থা তাদের উপগ্রহ পাঠাবে বলে জানা গিয়েছে ৷
আজ গুজরাতে একটি ব্রিটিশ কোম্পানির কারখানা দেখতে যাবেন প্রধানমন্ত্রী জনসন ৷ পাশাপাশি এনডিবার্গ বিশ্ববিদ্যালয়ের (University of Edinburgh) সঙ্গে জোট বেঁধে কাজ করছে, এমন একটি বায়োটেকনোলজি বিশ্ববিদ্যালয়ও ঘুর দেখবেন তিনি ৷
আরও পড়ুন : Boris Johnson visits Sabarmati : সবরমতী আশ্রমে চরকায় হাত লাগালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী