নয়াদিল্লি, 29 ডিসেম্বর: আগামী বছরের ইউজিসি নেট (UGC NET 2023) পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা এনটিএ (NTA) ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর পরীক্ষা শুরু হবে 21 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 10 মার্চ পর্যন্ত ৷
ইউজিসি নেট 2023 পরীক্ষার তারিখ এবং নভিভুক্তিকরণ:
ইউজিসি নেট 2023 পরীক্ষার জন্য নাম নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল বৃহস্পতিবার (আজ) থেকেই ৷ ইউজিসির চেয়ারম্য়ান জানিয়েছেন, "আজ (29 ডিসেম্বর, 2022) থেকেই ইউজিসি পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল ৷ আগামী বছরের 17 জানুয়ারি বিকেল 5টার মধ্য়ে সমস্ত পরীক্ষার্থীকে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ৷"
আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত, স্থগিত ইউজিসি-নেট পরীক্ষা
পরীক্ষা হবে সিবিটি প্রক্রিয়ায়:
সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্যই এই পরীক্ষা নেওয়া হবে ৷ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে (Computer Based Test) ৷ অর্থাৎ সিবিটি (CBT) মোডে ৷
-
Announcement on UGC-NET December 2022:
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) December 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
NTA has been entrusted by UGC for conducting UGC-NET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘Assistant Professor’ and ‘JRF and Assistant Professor’ in Indian universities and colleges.
">Announcement on UGC-NET December 2022:
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) December 29, 2022
NTA has been entrusted by UGC for conducting UGC-NET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘Assistant Professor’ and ‘JRF and Assistant Professor’ in Indian universities and colleges.Announcement on UGC-NET December 2022:
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) December 29, 2022
NTA has been entrusted by UGC for conducting UGC-NET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘Assistant Professor’ and ‘JRF and Assistant Professor’ in Indian universities and colleges.
এই বিষয়ে বৃহস্পতিবার দুপুরে একটি টুইট করেন বিশ্ববিদ্যালয় স্বীকৃতি কমিশন (University Grants Commission) বা ইউজিসির (UGC) চেয়ারম্যান এম জগাদেশ কুমার (M Jagadesh Kumar) ৷ তিনি তাঁর টুইটবার্তায় জানিয়েছেন, ইউজিসির অনুমোদন সাপেক্ষে মোট 83টি বিষয়ের উপর এবছরের পরীক্ষা নেওয়া হবে ৷ সহকারী অধ্যাপক পদে নিয়োগের আবেদন করার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৷ পাশাপাশি, এই পরীক্ষার মাধ্যমে গবেষণামূলক কাজেরও ছাড়পত্র পাওয়া যাবে ৷ সেক্ষেত্রে পরীক্ষার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ (Junior Research Fellowship) বা জেআরএফ (JRF) পদের জন্য পরীক্ষা দেবেন ৷ পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধীনে থেকে গবেষণা করতে পারবেন ৷
এদিনের টুইটে এম জগাদেশ কুমার লিখেছেন, "ইউজিসি-নেটের ডিসেম্বর সংস্করণের জন্য এনটিএ পরীক্ষা নেবে ৷ জেআরএফ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে ৷ 83টি বিষয়ের উপর সিবিটি মোডে পরীক্ষা নেওয়া হবে ৷ 29 ডিসেম্বর থেকেই অনলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ 17 জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে ৷ পরীক্ষা শুরু হবে আগামী বছরের 23 ফেব্রুয়ারি থেকে ৷ সেই পরীক্ষা চলবে আগামী 10 মার্চ পর্যন্ত ৷"