ETV Bharat / bharat

UGC NET 2023: আগামী ফেব্রুয়ারিতেই শুরু ইউজিসি নেট, পরীক্ষা চলবে মার্চ পর্যন্ত - এম জগাদেশ কুমার

ইউজিসি নেট 2023 (UGC NET 2023) পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হল ৷ টুইটারে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন বিশ্ববিদ্যালয় স্বীকৃতি কমিশন (University Grants Commission) বা ইউজিসি-র (UGC) চেয়ারম্যান এম জগাদেশ কুমার (M Jagadesh Kumar) ৷

UGC NET to be conducted from February 23 to March 10 of next year
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Dec 29, 2022, 8:27 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: আগামী বছরের ইউজিসি নেট (UGC NET 2023) পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা এনটিএ (NTA) ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর পরীক্ষা শুরু হবে 21 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 10 মার্চ পর্যন্ত ৷

ইউজিসি নেট 2023 পরীক্ষার তারিখ এবং নভিভুক্তিকরণ:

ইউজিসি নেট 2023 পরীক্ষার জন্য নাম নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল বৃহস্পতিবার (আজ) থেকেই ৷ ইউজিসির চেয়ারম্য়ান জানিয়েছেন, "আজ (29 ডিসেম্বর, 2022) থেকেই ইউজিসি পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল ৷ আগামী বছরের 17 জানুয়ারি বিকেল 5টার মধ্য়ে সমস্ত পরীক্ষার্থীকে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ৷"

আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত, স্থগিত ইউজিসি-নেট পরীক্ষা

পরীক্ষা হবে সিবিটি প্রক্রিয়ায়:

সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্যই এই পরীক্ষা নেওয়া হবে ৷ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে (Computer Based Test) ৷ অর্থাৎ সিবিটি (CBT) মোডে ৷

  • Announcement on UGC-NET December 2022:
    NTA has been entrusted by UGC for conducting UGC-NET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘Assistant Professor’ and ‘JRF and Assistant Professor’ in Indian universities and colleges.

    — Mamidala Jagadesh Kumar (@mamidala90) December 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিষয়ে বৃহস্পতিবার দুপুরে একটি টুইট করেন বিশ্ববিদ্যালয় স্বীকৃতি কমিশন (University Grants Commission) বা ইউজিসির (UGC) চেয়ারম্যান এম জগাদেশ কুমার (M Jagadesh Kumar) ৷ তিনি তাঁর টুইটবার্তায় জানিয়েছেন, ইউজিসির অনুমোদন সাপেক্ষে মোট 83টি বিষয়ের উপর এবছরের পরীক্ষা নেওয়া হবে ৷ সহকারী অধ্যাপক পদে নিয়োগের আবেদন করার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৷ পাশাপাশি, এই পরীক্ষার মাধ্যমে গবেষণামূলক কাজেরও ছাড়পত্র পাওয়া যাবে ৷ সেক্ষেত্রে পরীক্ষার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ (Junior Research Fellowship) বা জেআরএফ (JRF) পদের জন্য পরীক্ষা দেবেন ৷ পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধীনে থেকে গবেষণা করতে পারবেন ৷

এদিনের টুইটে এম জগাদেশ কুমার লিখেছেন, "ইউজিসি-নেটের ডিসেম্বর সংস্করণের জন্য এনটিএ পরীক্ষা নেবে ৷ জেআরএফ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে ৷ 83টি বিষয়ের উপর সিবিটি মোডে পরীক্ষা নেওয়া হবে ৷ 29 ডিসেম্বর থেকেই অনলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ 17 জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে ৷ পরীক্ষা শুরু হবে আগামী বছরের 23 ফেব্রুয়ারি থেকে ৷ সেই পরীক্ষা চলবে আগামী 10 মার্চ পর্যন্ত ৷"

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: আগামী বছরের ইউজিসি নেট (UGC NET 2023) পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা এনটিএ (NTA) ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর পরীক্ষা শুরু হবে 21 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 10 মার্চ পর্যন্ত ৷

ইউজিসি নেট 2023 পরীক্ষার তারিখ এবং নভিভুক্তিকরণ:

ইউজিসি নেট 2023 পরীক্ষার জন্য নাম নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল বৃহস্পতিবার (আজ) থেকেই ৷ ইউজিসির চেয়ারম্য়ান জানিয়েছেন, "আজ (29 ডিসেম্বর, 2022) থেকেই ইউজিসি পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল ৷ আগামী বছরের 17 জানুয়ারি বিকেল 5টার মধ্য়ে সমস্ত পরীক্ষার্থীকে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ৷"

আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত, স্থগিত ইউজিসি-নেট পরীক্ষা

পরীক্ষা হবে সিবিটি প্রক্রিয়ায়:

সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্যই এই পরীক্ষা নেওয়া হবে ৷ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে (Computer Based Test) ৷ অর্থাৎ সিবিটি (CBT) মোডে ৷

  • Announcement on UGC-NET December 2022:
    NTA has been entrusted by UGC for conducting UGC-NET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘Assistant Professor’ and ‘JRF and Assistant Professor’ in Indian universities and colleges.

    — Mamidala Jagadesh Kumar (@mamidala90) December 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিষয়ে বৃহস্পতিবার দুপুরে একটি টুইট করেন বিশ্ববিদ্যালয় স্বীকৃতি কমিশন (University Grants Commission) বা ইউজিসির (UGC) চেয়ারম্যান এম জগাদেশ কুমার (M Jagadesh Kumar) ৷ তিনি তাঁর টুইটবার্তায় জানিয়েছেন, ইউজিসির অনুমোদন সাপেক্ষে মোট 83টি বিষয়ের উপর এবছরের পরীক্ষা নেওয়া হবে ৷ সহকারী অধ্যাপক পদে নিয়োগের আবেদন করার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৷ পাশাপাশি, এই পরীক্ষার মাধ্যমে গবেষণামূলক কাজেরও ছাড়পত্র পাওয়া যাবে ৷ সেক্ষেত্রে পরীক্ষার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ (Junior Research Fellowship) বা জেআরএফ (JRF) পদের জন্য পরীক্ষা দেবেন ৷ পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধীনে থেকে গবেষণা করতে পারবেন ৷

এদিনের টুইটে এম জগাদেশ কুমার লিখেছেন, "ইউজিসি-নেটের ডিসেম্বর সংস্করণের জন্য এনটিএ পরীক্ষা নেবে ৷ জেআরএফ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে ৷ 83টি বিষয়ের উপর সিবিটি মোডে পরীক্ষা নেওয়া হবে ৷ 29 ডিসেম্বর থেকেই অনলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ 17 জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে ৷ পরীক্ষা শুরু হবে আগামী বছরের 23 ফেব্রুয়ারি থেকে ৷ সেই পরীক্ষা চলবে আগামী 10 মার্চ পর্যন্ত ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.